কলকাতা, 19 অগস্ট: সৌহার্দ্য আর বন্ধুত্বের আর এক প্রতীক যেন রাখি ৷ অঙ্গীকারবদ্ধ হওয়ার আর এক নাম যেন রাখি ৷ বিপদে পাশে থাকার যে বন্ধন শক্তি জোগায় তার আর এক নাম যেন রাখি ৷ হয়তো, আরজি কর কাণ্ডে মৃত ডাক্তারি পড়ুয়াও কখনও কাউকে রাখি পরিয়েছিলেন! তাই ভক্ষকের হাত থেকে তাঁকে রক্ষা করতে না পারলেও আর যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তারই ন্যায়বিচার চেয়ে রাজপথে লাখো দাদা-দিদি, ভাই-বোন, বন্ধু-কাছের মানুষেরা ৷ টলিউডের তারকারাও আরজি করের ঘটনাকে সামনে রেখে রাখি দিবসে নতুন প্রতিশ্রুতিতে হলেন অঙ্গীকারবদ্ধ ৷
ইটিভি ভারতকে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই বছর রাখি বন্ধন উৎসব পালন করছেন না। যে পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যে বিরাজমান তাতে আগে বিচার তারপরে উৎসব। অভিনেত্রী সোনালী চৌধুরী বলেন, "রাখি তো বন্ধুত্বের সৌহার্দ্যের প্রতীক। তাঁদের প্রতি সেটা অন্তর থেকে দেখানো হোক। মেয়েদের যে সম্মান বা অধিকারটা খাতায় কলমে আছে সেটা এবার আমাদের সকলকে মন থেকে উপলব্ধি করতে হবে। আজকের দিনে এটাই আমার বক্তব্য।" পরিচালক শুভ্রজিৎ মিত্র বলেন, "এই রাখিতে আমার একটাই অঙ্গীকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা।"
অভিনেতা সোমরাজ মাইতি বলেন, "আমার নিজের ভাই-বোন নেই। তুতো বোনেরা আছে। তাঁঁরা অনেক দূরে থাকেন। আমার দিদা আমাকে রাখি পরান। এটাই প্রাপ্তি। আর এবার রাখি খুব অন্যরকম। আমার অঙ্গীকার একটাই, আমি এবং আমাদের সকলকে সকলের প্রতি মানবিক হতে হবে। আমরা কোভিডের সময় খুব মানবিক ছিলাম। কোভিড চলে যেতেই আবার উদ্ধত হয়ে গিয়েছি। আরজি কর ঘটনার পর এতগুলো দিন কেটে গেল। কোথায় অপরাধী? কেউই ধরা পড়ল না এখনও। এটা তো সোজাসুজি প্রশ্রয় দেওয়া, যে প্ল্যান করে কাজ করলে পালানো যায়।"
সোমরাজ আরও বলেন, "আমার মতে এ বছর দুর্গা পুজোতেও এই ঘটনার রেশ আছড়ে পড়বে। দুর্গাপুজোয় জাঁকজমক না থাকাই কাম্য।" আরজি করের ঘটনায় নির্যাতিতা পড়ুয়ার 'জাস্টিস' চেয়ে যে বন্ধন শহরজুড়ে সকলের মধ্যে তৈরি হয়েছে তার রেশ যেন থাকে সবসময় ৷