ETV Bharat / entertainment

দেবের ছবি 'খাদান' থেকে সরে দাঁড়ালেন বনি, কারণ কী? - Dev Khadaan Movie - DEV KHADAAN MOVIE

Khadaan Movie Shooting: দেবের ছবি খাদান থেকে সরে দাঁড়িলেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ জানালেন ধূসর চরিত্রে কাজ করতে নারাজ তিনি ৷ সেই জায়গায় এলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ৷

Etv Bharat
দেবের ছবি 'খাদান' থেকে সরে দাঁড়ালেন বনি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 11:48 AM IST

কলকাতা, 22 মার্চ: দেবের ছবি খাদান থেকে সরে দাঁড়ালেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সুজিত বসু পরিচালিত 'খাদান' ছবির কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই। দেবের সঙ্গে জুটি বেঁধে চমক দিতে প্রস্তুত অভিনেতা যীশু সেনগুপ্তও ৷ শোনা গিয়েছিল, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকেও ৷ তবে ইটিভি ভারতকে বনি জানালেন, খাদান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ৷

ইটিভি ভারতকে অভিনেতার সাফ জবাব, "চরিত্রটা একেবারে নেগেটিভ। আর আমি এই মুহূর্তে নেগেটিভ চরিত্র করব না। তাই সরে এলাম। আর কোনও কারণ নেই সরে আসার।" জানা গিয়েছে, ছবিতে বনির বদলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্যকে। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) জিতে শহরে ফিরেছেন বনি। তাঁর দল বেঙ্গল টাইগার্স এই প্রথম লিগ জিতেছে। আপাতত কয়েক দিন বিশ্রাম নেবেন বনি। তারপর জোরকদমে নতুন ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানিয়েছেন অভিনেতা।

মূলত, শুরু থেকেই খাদান ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ৷ এই ছবিতে 'প্রধান' অভিনেতার ঝলক আরও বেশি উৎসাহিত করেছে সিনেপ্রেমীদের ৷ সহজ কথায় এই দেবকে কেউ চেনেন না। নজর কাড়তে চলেছেন যীশু সেনগুপ্তও। অনান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইধিকা পাল, বরখা বিস্ত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু প্রমুখ।

শ্যুটিং শুরুর আগেই এই ছবিতে যীশুর শ্রীখোল হাতে ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন দেব। সম্ভবত ছবিতে তিনি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন। ছবির ব্যাপারে তাঁর মুখে কুলুপ। আরও বেশ কয়েক দফার শ্যুটিং বাকি। এরই মাঝে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে দেবের ব্যস্ততা তুঙ্গে। এই মুহূর্তে তাঁর বেশিরভাগ সময়ই কাটছে কখনও ঘাটাল, কখনও কেশপুর তো কখনও দাসপুরের মাটিতে। নির্বাচনী প্রচারের ঝক্কির প্রভাব সিনেমায় পড়বে না? এই প্রশ্নের উত্তরে ইটিভি ভারতকে দেব বলেন, "আমি আমার সব কাজের ব্যাপাতে সমান যত্নবান। আমার আজ এই ঊনিশ বছরের কেরিয়ারে সেটা আপনারা জেনে গিয়েছেন। সবটা সামলে নেব আশা করি।" এখন, এই ছবি কবে মুক্তি পায়, সেই দিকে তাকিয়ে সকলেই ৷

আরও পড়ুন

1. গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ?

2. ছবির পর্দায় মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী, নাম ভূমিকায় ধনুশ

3. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

কলকাতা, 22 মার্চ: দেবের ছবি খাদান থেকে সরে দাঁড়ালেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সুজিত বসু পরিচালিত 'খাদান' ছবির কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই। দেবের সঙ্গে জুটি বেঁধে চমক দিতে প্রস্তুত অভিনেতা যীশু সেনগুপ্তও ৷ শোনা গিয়েছিল, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকেও ৷ তবে ইটিভি ভারতকে বনি জানালেন, খাদান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ৷

ইটিভি ভারতকে অভিনেতার সাফ জবাব, "চরিত্রটা একেবারে নেগেটিভ। আর আমি এই মুহূর্তে নেগেটিভ চরিত্র করব না। তাই সরে এলাম। আর কোনও কারণ নেই সরে আসার।" জানা গিয়েছে, ছবিতে বনির বদলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্যকে। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) জিতে শহরে ফিরেছেন বনি। তাঁর দল বেঙ্গল টাইগার্স এই প্রথম লিগ জিতেছে। আপাতত কয়েক দিন বিশ্রাম নেবেন বনি। তারপর জোরকদমে নতুন ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানিয়েছেন অভিনেতা।

মূলত, শুরু থেকেই খাদান ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ৷ এই ছবিতে 'প্রধান' অভিনেতার ঝলক আরও বেশি উৎসাহিত করেছে সিনেপ্রেমীদের ৷ সহজ কথায় এই দেবকে কেউ চেনেন না। নজর কাড়তে চলেছেন যীশু সেনগুপ্তও। অনান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইধিকা পাল, বরখা বিস্ত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু প্রমুখ।

শ্যুটিং শুরুর আগেই এই ছবিতে যীশুর শ্রীখোল হাতে ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন দেব। সম্ভবত ছবিতে তিনি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন। ছবির ব্যাপারে তাঁর মুখে কুলুপ। আরও বেশ কয়েক দফার শ্যুটিং বাকি। এরই মাঝে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে দেবের ব্যস্ততা তুঙ্গে। এই মুহূর্তে তাঁর বেশিরভাগ সময়ই কাটছে কখনও ঘাটাল, কখনও কেশপুর তো কখনও দাসপুরের মাটিতে। নির্বাচনী প্রচারের ঝক্কির প্রভাব সিনেমায় পড়বে না? এই প্রশ্নের উত্তরে ইটিভি ভারতকে দেব বলেন, "আমি আমার সব কাজের ব্যাপাতে সমান যত্নবান। আমার আজ এই ঊনিশ বছরের কেরিয়ারে সেটা আপনারা জেনে গিয়েছেন। সবটা সামলে নেব আশা করি।" এখন, এই ছবি কবে মুক্তি পায়, সেই দিকে তাকিয়ে সকলেই ৷

আরও পড়ুন

1. গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ?

2. ছবির পর্দায় মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী, নাম ভূমিকায় ধনুশ

3. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.