ETV Bharat / entertainment

ধারাবাহিক বিতর্কে মুখ খুললেন বনি! সোশাল মিডিয়ায় স্পষ্ট বার্তা - BONNY SENGUPTA

মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সোশাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷

Bonny Sengupta
'আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে'- বনি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 6, 2024, 12:14 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: ফের বিতর্কের শিরোনামে অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর করা বক্তব্য ভাইরাল হয়েছে ৷ যেখানে অভিনেতার বক্তব্যে ধরা পড়েছে, যাঁরা ধারাবাহিক করেন তাঁদের অবস্থা নাকি খারাপ ৷ এরপরেই নানা বিরূপ মন্তব্যের সম্মুখীন হন অভিনেতা ৷ অবশেষে সোশাল মিডিয়ায় মুখ খুললেন বনি ৷

সোমবার তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেন ৷ যেখানে তিনি বলেন, "একটা ভুল খবর ছড়িয়ে পড়ছে যে আমি নাকি বলেছি যাঁরা ধারাবাহিক করেন তাঁদের অবস্থা খুব খারাপ ৷ আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব ৷ আমি এই কথাটা ওইভাবে বলিনি ৷ আমার কাছে এক সাংবাদিকের ফোন আসে ৷ উনি আমার কাছে জানতে চান, আমি সিরিয়াল করছি কি না?"

বনি বলেন, "আমি জানাই যে কোনও ধারাবাহিক করছি না ৷ এরপর তিনি একটি স্ক্রিনশট পাঠান যেখানে কোনও এক ফ্যানক্লাবের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল ৷ সেটাকে আমি খবর বলে মনে করি না ৷ সেই পোস্টে লেখা ছিল, আমি নাকি কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিরিয়াল করছি ৷ কারণ খাদান ছবিতে না করার পর আমার কোনও কাজ নেই ৷ শেষমেষ আমাকে সিরিয়াল করতে হচ্ছে ৷"

অভিনেতা এরপর আরও বলেন, "সেই পোস্ট দেখে আমার খারাপ লাগে ৷ আমি সাংবাদিককে জানাই যে, আমার এতটাও খারাপ অবস্থা নয় যে কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমাকে সিরিয়াল করতে হবে ৷ আমি সেই অর্থে খারাপ লাগা থেকে বলেছিলাম ৷ সেটা কোনওভাবে দর্শকদের কাছে ভুলবার্তা হিসাবে পৌঁছেছে ৷ আমি নাকি সিরিয়ালকে খারাপ বলেছি ৷ একদম না ৷ সেটা স্পষ্ট করার জন্যই এই ভিডিয়ো ৷ এটা নিয়ে সিরিয়ালের অনেকেই আমাকে অনেক কথা বলেছেন ৷ আমার মনে হয় এটা এখানেই বন্ধ করা উচিত ৷"

বনি জানান, সিরিয়াল যাঁরা করেন তাঁদেরও খারাপ লেগেছিল এই কথাটা জানি ৷ তবে আমি তেমনভাবে বলেনি ৷ আমার পরিবারের হেরিটেজ হচ্ছে অভিনয় ৷ সেখান থেকে কোনও অ্যাক্টিং প্রফেশনকে খারাপ বলতে পারি না ৷ যাঁরা আমাকে চেনেন, জানেন, আমি ওই ধরনের মানুষ নই যে কাউকে ছোট করে, কোনও প্রোফেশনকে ছোট করে কথা বলি ৷

হায়দরাবাদ, 6 নভেম্বর: ফের বিতর্কের শিরোনামে অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর করা বক্তব্য ভাইরাল হয়েছে ৷ যেখানে অভিনেতার বক্তব্যে ধরা পড়েছে, যাঁরা ধারাবাহিক করেন তাঁদের অবস্থা নাকি খারাপ ৷ এরপরেই নানা বিরূপ মন্তব্যের সম্মুখীন হন অভিনেতা ৷ অবশেষে সোশাল মিডিয়ায় মুখ খুললেন বনি ৷

সোমবার তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেন ৷ যেখানে তিনি বলেন, "একটা ভুল খবর ছড়িয়ে পড়ছে যে আমি নাকি বলেছি যাঁরা ধারাবাহিক করেন তাঁদের অবস্থা খুব খারাপ ৷ আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব ৷ আমি এই কথাটা ওইভাবে বলিনি ৷ আমার কাছে এক সাংবাদিকের ফোন আসে ৷ উনি আমার কাছে জানতে চান, আমি সিরিয়াল করছি কি না?"

বনি বলেন, "আমি জানাই যে কোনও ধারাবাহিক করছি না ৷ এরপর তিনি একটি স্ক্রিনশট পাঠান যেখানে কোনও এক ফ্যানক্লাবের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল ৷ সেটাকে আমি খবর বলে মনে করি না ৷ সেই পোস্টে লেখা ছিল, আমি নাকি কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিরিয়াল করছি ৷ কারণ খাদান ছবিতে না করার পর আমার কোনও কাজ নেই ৷ শেষমেষ আমাকে সিরিয়াল করতে হচ্ছে ৷"

অভিনেতা এরপর আরও বলেন, "সেই পোস্ট দেখে আমার খারাপ লাগে ৷ আমি সাংবাদিককে জানাই যে, আমার এতটাও খারাপ অবস্থা নয় যে কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমাকে সিরিয়াল করতে হবে ৷ আমি সেই অর্থে খারাপ লাগা থেকে বলেছিলাম ৷ সেটা কোনওভাবে দর্শকদের কাছে ভুলবার্তা হিসাবে পৌঁছেছে ৷ আমি নাকি সিরিয়ালকে খারাপ বলেছি ৷ একদম না ৷ সেটা স্পষ্ট করার জন্যই এই ভিডিয়ো ৷ এটা নিয়ে সিরিয়ালের অনেকেই আমাকে অনেক কথা বলেছেন ৷ আমার মনে হয় এটা এখানেই বন্ধ করা উচিত ৷"

বনি জানান, সিরিয়াল যাঁরা করেন তাঁদেরও খারাপ লেগেছিল এই কথাটা জানি ৷ তবে আমি তেমনভাবে বলেনি ৷ আমার পরিবারের হেরিটেজ হচ্ছে অভিনয় ৷ সেখান থেকে কোনও অ্যাক্টিং প্রফেশনকে খারাপ বলতে পারি না ৷ যাঁরা আমাকে চেনেন, জানেন, আমি ওই ধরনের মানুষ নই যে কাউকে ছোট করে, কোনও প্রোফেশনকে ছোট করে কথা বলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.