ETV Bharat / entertainment

শাহরুখ-কঙ্কনা-হৃত্বিক, ধূমপানে আসক্ত ছিলেন একাধিক তারকা - BOLLYWOOD ACTORS WHO QUIT SMOKING

কেউ নিজের সন্তানের কথা ভেবে আবার কেউ স্বাস্থ্যের কথা ভেবে ছেড়েছেন ধূমপানের বদঅভ্যাস ৷ শাহরুখ খান ছাড়াও তালিকায় আর কে কে রয়েছেন?

bollywood actors who quit smoking
Etv Bharat (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 4, 2024, 6:53 PM IST

মুম্বই, 4 নভেম্বর: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৷ তারপরেও সুখটান থেকে বিরত থাকতে পারেন না অনেকে ৷ সেই তালিকায় নাম নেওয়া যায় শাহরুখ খান থেকে সলমন খান-সহ আরও অনেক তারকার ৷ দু'দিন আগেই 59তম জন্মদিন উদযাপনের পর বড় ঘোষণা করেছেন বাদশা ৷ তিনি জানিয়েছেন, ধূমপান ছাড়ছেন তিনি ৷ বাদশার আগে কোন কোন বলিউড তারকার সুখটানের বদঅভ্যাস ছিল দেখে নেওয়া যাক একনজরে ৷

শাহরুখ খান

30 বছরের বদভ্যাস ছাড়লেন বাদশা ৷ কিং খান জানিয়েছিলেন, তিনি ধূমপানের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে দিনে 100টিরও বেশি সিগারেটে টান দিতেন ৷ 59তম জন্মদিনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে শাহরুখ খান জানান, একটা সুখবর সকলের জন্য ৷ আমি ধূমপান ছেড়েছি ৷ আশা করছেন সিগারেট ছাড়ার পর শ্বাসকষ্টের সমস্যা কমে যাবে অভিনেতার ৷ প্রসঙ্গত, জনসমক্ষে সিগারেট খাওয়ার জন্য শাহরুখ খানকে জরিমানাও দিতে হয়েছিল ৷

সলমন খান

বলিউড ভাইজান সলমন খান আগে চেইন স্মোকার ছিলেন ৷ কিন্তু 2012 সালে অভিনেতা সিগারেট ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ আসলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া (সুইসাইড ডিজিজ) চিকিৎসার কারণে সলমন ধূমপান ছেড়ে দিয়েছিলেন।

আমির খান

ধূমপায়ী তারকাদের মধ্যে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নামও রয়েছে তালিকায় ৷ আমির খানকে অনেকবার ধূমপান করতে দেখা গেলেও স্বাস্থ্যকর জীবনযাপন এবং তাঁর সন্তানদের স্বার্থে ধূমপান ছেড়ে দেন। জানা যায়, আমির নাকি 2011 সালের পর সিগারেট স্পর্শ করেননি।

রণবীর কাপুর

'অ্যানিম্যাল' অভিনেতা রণবীর কাপুর ধূমপানে আসক্ত ছিলেন ৷ আসলে, 'বরফি' ছবির সেটে অনুরাগ বসু রণবীরকে সিগারেট খেতে নিষেধ করেছিলেন ৷ এরপর 2011 সালে মা নীতু কাপুরের অনেক বোঝানোর পরে, রণবীর সম্পূর্ণভাবে ধূমপানের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ এরপর মেয়ে রাহা জীবনে আসার পর সবরকম বদভ্যাস ছেড়েছেন রণবীর কাপুর।

হৃতিক রোশন

গ্রীক গড হৃতিক রোশনও রয়েছেন এই তালিকায়। 2019 সালে, হৃতিক রোশন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন। সিগারেটকে 'ভাইরাস' বলেও অভিহিত করেছেন হৃতিক। এরপর অ্যালান কেরির বই 'ইজি ওয়েজ টু স্টপ স্মোকিং' বই থেকেও অনুপ্রাণিত হন অভিনেতা ৷ বইটি পুরোপুরি শেষ করার আগেই হৃতিক সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন।

অজয় দেবগণ

বলিউডের 'সিংঘম' সম্প্রতি বক্সঅফিসে রাজত্ব করছেন। অজয় ​​দেবগনও বাস্তব জীবনে প্রচুর সিগারেট পান করতেন। 2018 সালে, অজয় ​​দেবগন 'রেইড' ছবির সময় সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন। শাহরুখ খানের মতো অজয়ও দিনে 100টিরও বেশি সিগারেট খেতেন জানা যায়। একই সময়ে, স্ত্রী কাজল ও মেয়ে নাইসার চাপে এবং জনসমক্ষে সিগারেট খাওয়ার জন্য জরিমানার কারণে অজয় ​​ধূমপান ছেড়ে দেন।

সইফ আলি খান

অভিনেতা সইফ আলি খান ধূমপানে আসক্তির কারণেও সমস্যায় পড়েছিলেন ৷ 2007 সালে অভিনেতা বুকে প্রায়শই ব্যথা অনুভব করতেন ৷ এমনকী, তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল চিকিৎসার জন্য ৷ এরপর থেকেই ধূমপান ছেড়ে দেন অভিনেতা ৷

অর্জুন রামপাল

স্কুল জীবন থেকেই অভিনেতা ধূমপান শুরু করেন ৷ তবে 2020 সালে করোনা অতিমারির সময় তিনি ধূপমান ছেড়ে দেন ৷ ছেলে আরিকের কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায় ৷

কঙ্কনা সেনশর্মা

অভিনেত্রী কঙ্কনাও অতিরিক্ত ধূমপান করতেন ৷ তবে মা হওয়ার সময় তিনি এই বদঅভ্যাস ত্যাগ করেন ৷ 2011 সালে ছেলে হারুণ আসার পর তিনি স্বাস্থ্যকর জীবন যাপন শুরু করেন ৷

মুম্বই, 4 নভেম্বর: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৷ তারপরেও সুখটান থেকে বিরত থাকতে পারেন না অনেকে ৷ সেই তালিকায় নাম নেওয়া যায় শাহরুখ খান থেকে সলমন খান-সহ আরও অনেক তারকার ৷ দু'দিন আগেই 59তম জন্মদিন উদযাপনের পর বড় ঘোষণা করেছেন বাদশা ৷ তিনি জানিয়েছেন, ধূমপান ছাড়ছেন তিনি ৷ বাদশার আগে কোন কোন বলিউড তারকার সুখটানের বদঅভ্যাস ছিল দেখে নেওয়া যাক একনজরে ৷

শাহরুখ খান

30 বছরের বদভ্যাস ছাড়লেন বাদশা ৷ কিং খান জানিয়েছিলেন, তিনি ধূমপানের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে দিনে 100টিরও বেশি সিগারেটে টান দিতেন ৷ 59তম জন্মদিনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে শাহরুখ খান জানান, একটা সুখবর সকলের জন্য ৷ আমি ধূমপান ছেড়েছি ৷ আশা করছেন সিগারেট ছাড়ার পর শ্বাসকষ্টের সমস্যা কমে যাবে অভিনেতার ৷ প্রসঙ্গত, জনসমক্ষে সিগারেট খাওয়ার জন্য শাহরুখ খানকে জরিমানাও দিতে হয়েছিল ৷

সলমন খান

বলিউড ভাইজান সলমন খান আগে চেইন স্মোকার ছিলেন ৷ কিন্তু 2012 সালে অভিনেতা সিগারেট ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ আসলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া (সুইসাইড ডিজিজ) চিকিৎসার কারণে সলমন ধূমপান ছেড়ে দিয়েছিলেন।

আমির খান

ধূমপায়ী তারকাদের মধ্যে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নামও রয়েছে তালিকায় ৷ আমির খানকে অনেকবার ধূমপান করতে দেখা গেলেও স্বাস্থ্যকর জীবনযাপন এবং তাঁর সন্তানদের স্বার্থে ধূমপান ছেড়ে দেন। জানা যায়, আমির নাকি 2011 সালের পর সিগারেট স্পর্শ করেননি।

রণবীর কাপুর

'অ্যানিম্যাল' অভিনেতা রণবীর কাপুর ধূমপানে আসক্ত ছিলেন ৷ আসলে, 'বরফি' ছবির সেটে অনুরাগ বসু রণবীরকে সিগারেট খেতে নিষেধ করেছিলেন ৷ এরপর 2011 সালে মা নীতু কাপুরের অনেক বোঝানোর পরে, রণবীর সম্পূর্ণভাবে ধূমপানের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ এরপর মেয়ে রাহা জীবনে আসার পর সবরকম বদভ্যাস ছেড়েছেন রণবীর কাপুর।

হৃতিক রোশন

গ্রীক গড হৃতিক রোশনও রয়েছেন এই তালিকায়। 2019 সালে, হৃতিক রোশন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন। সিগারেটকে 'ভাইরাস' বলেও অভিহিত করেছেন হৃতিক। এরপর অ্যালান কেরির বই 'ইজি ওয়েজ টু স্টপ স্মোকিং' বই থেকেও অনুপ্রাণিত হন অভিনেতা ৷ বইটি পুরোপুরি শেষ করার আগেই হৃতিক সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন।

অজয় দেবগণ

বলিউডের 'সিংঘম' সম্প্রতি বক্সঅফিসে রাজত্ব করছেন। অজয় ​​দেবগনও বাস্তব জীবনে প্রচুর সিগারেট পান করতেন। 2018 সালে, অজয় ​​দেবগন 'রেইড' ছবির সময় সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন। শাহরুখ খানের মতো অজয়ও দিনে 100টিরও বেশি সিগারেট খেতেন জানা যায়। একই সময়ে, স্ত্রী কাজল ও মেয়ে নাইসার চাপে এবং জনসমক্ষে সিগারেট খাওয়ার জন্য জরিমানার কারণে অজয় ​​ধূমপান ছেড়ে দেন।

সইফ আলি খান

অভিনেতা সইফ আলি খান ধূমপানে আসক্তির কারণেও সমস্যায় পড়েছিলেন ৷ 2007 সালে অভিনেতা বুকে প্রায়শই ব্যথা অনুভব করতেন ৷ এমনকী, তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল চিকিৎসার জন্য ৷ এরপর থেকেই ধূমপান ছেড়ে দেন অভিনেতা ৷

অর্জুন রামপাল

স্কুল জীবন থেকেই অভিনেতা ধূমপান শুরু করেন ৷ তবে 2020 সালে করোনা অতিমারির সময় তিনি ধূপমান ছেড়ে দেন ৷ ছেলে আরিকের কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায় ৷

কঙ্কনা সেনশর্মা

অভিনেত্রী কঙ্কনাও অতিরিক্ত ধূমপান করতেন ৷ তবে মা হওয়ার সময় তিনি এই বদঅভ্যাস ত্যাগ করেন ৷ 2011 সালে ছেলে হারুণ আসার পর তিনি স্বাস্থ্যকর জীবন যাপন শুরু করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.