কলকাতা, 18 এপ্রিল: মুম্বইতে বসে অজয় দেবগণের 'ময়দান' দেখলেন কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার অভিনেতা বিশ্বজিৎ ফিরে গেলেন চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়ের সেই স্বর্ণযুগের ফুটবলের সময়ে ৷
জানা যায়, সুযোগ পেলে নিয়মিত বাংলার ময়দানে খেলা দেখতে যেতেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আজও মনেপ্রাণে খাঁটি মোহনবাগানি তিনি। খেলোয়াড় বন্ধুর সংখ্যাও তাঁর নেহাত কম নয়। চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল তাঁর অন্তরঙ্গ বন্ধুত্ব। পিকে-চুনীর পাশাপাশি বলরাম, শৈলেন মান্না, বদ্রু বন্দ্যোপাধ্যায়ের খেলা তারিয়ে তারিয়ে উপভোগ করতেন তিনি। বাংলা এবং ভারতীয় ফুটবলের প্রতি তাঁর টান আজীবন। সেই সেই টানেই মুম্বইতে বসে দেখে ফেলেন অমিত শর্মা পরিচালিত 'ময়দান'। কেমন লাগল সেই ছবি, জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ৷
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, "খুব ভালো লাগল ময়দান। দারুণ মেকিং। অমিত শর্মা ভালো পরিচালক। অজয় দেবগণ দুর্দান্ত ফুটিয়েছেন রহিম সাহেবের চরিত্রটি। মুম্বইতে বসে মনে হচ্ছিল আমি বাংলায় আছি। সিনেমার মধ্যে মাঝে মাঝে বাংলায় সংলাপ আমার খুব ভালো লেগেছে। অন্যরকম লেগেছে।" তিনি আরও বলেন, "ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক' গানটি শুনে আমি চমকে উঠেছি। ধনঞ্জয় ভট্টাচার্যের গানও ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছিল যেন বাংলা সিনেমাই দেখছি। কলকাতাকে মুম্বইতে বসে দেখলাম। বাংলার ফুটবলের সিলেবাস আরও একবার উঠে এল আমার কাছে।"
এরপর অভিনেতা বন্ধু চুনী গোস্বামীর প্রসঙ্গ টেনে বলেন, "ছবিটা দেখতে দেখতে আমার চোখে জল এসে গিয়েছিল। পিকে আর চুনীকে দেখে আমার চোখের জল বাধ মানেনি। চুনীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তাঁর মুখের সঙ্গে মিল আছে চুনীর। পিকের চরিত্রটাও ঠিক আছে যিনি করেছেন। ছবিটা দেখতে দেখতে কত পুরনো কথা মনে পড়ে গেল। দুই বন্ধুকেই হারিয়ে ফেললাম। আমাকে কলকাতায় যখন সম্মান দেওয়া হল তখন ওরা দু’জনেই এসেছিল বিশ্ব বাংলা অডিটোরিয়ামে। সেই কথাও মনে পড়ছিল বারবার। চূণী আমার সঙ্গে একটা বাংলা সিনেমাতে অভিনয়ও করেছে। খুব ভালো ক্রিকেট খেলত।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আবেগতাড়িত অভিনেতা আরও জানান, ওয়ার্ল্ড ফুটবলে ভারতের জায়গা অনেক নীচে। তবে, ওই সময়ে বাংলা তথা ভারতীয় ফুটবলকে সোনার সময় দেখিয়েছে চুনী, বলরাম, পিকে'রা। সেই সময়টাকে তুলে আনা হয়েছে ছবিতে। আব্দুল রহিম সাহেবের হাত ধরে ভারতীয় ফুটবলে সোনা আসে এশিয়ান গেমসে। তাতে বাঙালি ফুটবলারদের অবদান অবিস্মরণীয়। সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। আমার ভালো লেগেছে খুব। ওই ছবিতে বাংলা গানের ব্যবহার দেখে আমিও সাহস পাচ্ছি। আমিও তো আমার আসন্ন ছবি 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এ বাংলা গান রাখছি।
উল্লেখ্য, ঈদের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ময়দান' ৷ অতিমারি করোনার সময় থেকে তৈরি হতে থাকা ছবি অবশেষে আসে দর্শকদের সামনে ৷ নিখুঁত উপস্থাপনা, গল্প বলার ধরন ও অভিনয় মন কাড়ে দর্শকদের ৷
আরও পড়ুন
1. রামলালার প্রাণপ্রতিষ্ঠায় মোদির ভাষণই এখন 'শ্রীরাম' ভজন, নেপথ্যে ত্রিচূর ব্রাদার্স
2. 'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই
3. ময়দান ছবিতে 'উপেক্ষিত' প্রশান্ত সিনহা, তথ্য বিকৃতির অভিযোগ পরিবারের