হায়দরাবাদ, 29 অক্টোবর: বলিউডের অন্যকম পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন নিজেদের সম্পর্কে ইতি টানবেন ৷ চাঞ্চল্যকর দাবি মুম্বইয়ের এক জ্যোতিষীর ৷ তিনি জানিয়েছেন, তাঁদের সম্পর্ক অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে ৷ এখন পুরোটাই চলছে লোকদেখানো ৷
সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ গুঞ্জন নিয়ে প্রশ্ন তোলা হয় ৷ এই বিষয়ে জ্যোতিষী বলেন, "তাঁদের বিয়ে অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ৷ এখন যেটা দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র পরিবারের জন্য ৷ শুধু তাই নয়, সেলেব্রিটি স্টেটাস, পরিবারের পাশাপাশি মেয়ের বিষয়টাও গুরুত্বপূর্ণ ৷ বাবা-মা সবসময় বাবা-মাই থাকেন ৷ সন্তানের জন্য অনেক সময় বিয়ে ভাঙেন না অনেকে ৷ তবে অভিষেক-ঐশ্বর্যর বিবাহিত সম্পর্কে ইতি পড়েছে (ইনকি শাদি খতম হো চুকি হ্যায়) ৷ আমরা এখন যেটা দেখছি সেটা লোক দেখানো ৷"
ডিভোর্স হবে কি?
সেই প্রশ্নের উত্তরে মহিলা জ্যোতিষী বলেন, "পরিবারের কিছু সদস্যের জন্য তাঁরা এখনও স্বামী-স্ত্রীর সম্পর্কে রয়েছেন ৷ তারপর কিছু বলা যাচ্ছে না ৷" এরপরেই সেই জ্যোতিষী জানান, এমনটা কখনই চাইবেন না একটা জুটি ভেঙে যাক ৷ কারণ সকলেই তাঁদের ভালোবাসেন ৷ তবে এটা ঠিক, পরিবারের বিশেষ কিছু সদস্যের জন্য এখনও এই বিয়ে টিকে রয়েছে ৷ তবে কতদিন এমন থাকবে তা নিঃসন্দেহে বলা যায় না ৷ এক্ষেত্রে অ্যাশের মাঙ্গলিক হওয়া ও বার্থচার্টের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন মহিলা জ্যোতিষী ৷
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে নানা জলঘোলা হচ্ছে সোশাল মিডিয়ায় ৷ রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়েতে দুই তারকা উপস্থিত হলেও তাঁদেরকে দেখা যায় আলাদা আলাদাভাবে ৷ তারপর থেকেই বিটাউনের অন্দরে একটু একটু করে গুঞ্জন শুরু হয় ৷ ধীরে ধীরে তা বাড়তে থাকে ৷ যখন নানা অনুষ্ঠানে অভিষেককে ছাড়াই দেখা যায় অ্যাশকে ৷ এখন তাঁর সফরসঙ্গী হিসাবে দেখা যায় মেয়ে আরাধ্যাকে ৷