ETV Bharat / entertainment

মৃত্যুর পরেও জীবিত 'পবিত্র রিস্তা', সুশান্তের অদেখা ছবি পোস্ট অঙ্কিতার - Sushant Singh Rajput - SUSHANT SINGH RAJPUT

Ankita Lokhande Shares Memory With Sushant Singh Rajput: বিচ্ছেদের পরেও ভালোবাসার মানুষকে নিয়ে মনের কোণে সূক্ষ্ম টান থেকেই যায় ৷ সেভাবেই আজও সুশান্ত সিং রাজপুতকে নিজের মনে রেখে দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে ৷ সুশান্তের মৃত্যুর চার বছর পরেও তাঁকে ঘিরে থাকা স্মৃতি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন 'পবিত্র রিস্তা' অভিনেত্রী ৷

Etv Bharat
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে অঙ্কিতা লোখান্ডে (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 3:47 PM IST

হায়দরাবাদ, 14 জুন: ঠিক চার বছর আগে আজকের দিনেই চমকে গিয়েছিল দেশবাসী ৷ 'ছিঁছোড়ে' অভিনেতার আকস্মিক মৃত্যু মেনে নিতে কষ্ট হয়েছিল অনুরাগীদের, তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেরও ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে চারটি বছর ৷ সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী অঙ্কিতা ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুশান্তের অন্যরকম ছবি ৷

এদিন ইনস্টাগ্রামে অঙ্কিতা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে সুশান্তকে দেখা গিয়েছে ধূসর রঙের স্লিভলেস টি-শার্ট ও শর্টসে ৷ তাঁর সঙ্গে দেখা গিয়েছে প্রিয় পোষ্য ফাজকে ৷ যদিও এই ছবিতে অঙ্কিতা কোনও ক্যাপশন দেননি ৷ তার বদলে ব্যবহার করেছেন 'কাল হো না হো' সিনেমার গানের হার্টবিট মেলোডি ৷ অঙ্কিতার এই ভিডিয়ো দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অনুরাগীরাও ৷

2020 সালের 14 জুনের সকাল আজও যেন সকলের মনে টাটকা স্মৃতির মতো রয়ে গিয়েছে ৷ যখন সামনে আসে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ ঘটনাপ্রবাহে অনেক কিছু সামনে এসেছে ৷ নাম জড়িয়েছে অনেক তারকার ৷ এমনকী, সেই সময়কার সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জেল পর্যন্ত খাটতে হয় ৷ নানা দিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত এখনও চলছে ৷ অন্যদিকে, সুশান্তের প্রিয় পোষ্য ফাজকে বিহারের পটনায় নিয়ে যান তাঁর বাবা ৷ পরে 2023 সালে মারা যায় পোষ্য ফাজও ৷

ছোট পর্দায় দিয়ে টিনসেল টাউনে জার্নি শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ অঙ্কিতা লোখান্ডের বিপরীতে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দর্শক মনে স্থায়ী জায়গা করে নেয় ৷ এই ধারাবাহিক থেকেই প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েন সুশান্ত-অঙ্কিতা ৷ 2010 থেকে 2016 পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল ৷ এরপর আচমকাই বিচ্ছেদ হয়ে যায় দু'জনের ৷ ভেঙে পড়েন অঙ্কিতা ৷ দীর্ঘ সময় পর পুরনো বন্ধু ভিকি জৈনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা ৷

'আমি জানি তুই আমারই অংশ', সুশান্তের মৃত্যু বার্ষিকীতে আবেগে ভাসলেন দিদি শ্বেতা

সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন, নিজের দুঃখ সোশাল মিডিয়ায় তুলে ধরেন তিনি ৷ অন্যদিকে, ন্যায়বিচার চেয়ে প্রয়াত সুশান্তের কাছের বন্ধু মহেশ শেট্টি সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ৷ সেখানে তিনি প্রশ্ন করেছেন, সুশান্তের ন্যায়বিচার কবে হবে ? আর কতদিন অপেক্ষা করতে হবে?

হায়দরাবাদ, 14 জুন: ঠিক চার বছর আগে আজকের দিনেই চমকে গিয়েছিল দেশবাসী ৷ 'ছিঁছোড়ে' অভিনেতার আকস্মিক মৃত্যু মেনে নিতে কষ্ট হয়েছিল অনুরাগীদের, তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেরও ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে চারটি বছর ৷ সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী অঙ্কিতা ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুশান্তের অন্যরকম ছবি ৷

এদিন ইনস্টাগ্রামে অঙ্কিতা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে সুশান্তকে দেখা গিয়েছে ধূসর রঙের স্লিভলেস টি-শার্ট ও শর্টসে ৷ তাঁর সঙ্গে দেখা গিয়েছে প্রিয় পোষ্য ফাজকে ৷ যদিও এই ছবিতে অঙ্কিতা কোনও ক্যাপশন দেননি ৷ তার বদলে ব্যবহার করেছেন 'কাল হো না হো' সিনেমার গানের হার্টবিট মেলোডি ৷ অঙ্কিতার এই ভিডিয়ো দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অনুরাগীরাও ৷

2020 সালের 14 জুনের সকাল আজও যেন সকলের মনে টাটকা স্মৃতির মতো রয়ে গিয়েছে ৷ যখন সামনে আসে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ ঘটনাপ্রবাহে অনেক কিছু সামনে এসেছে ৷ নাম জড়িয়েছে অনেক তারকার ৷ এমনকী, সেই সময়কার সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জেল পর্যন্ত খাটতে হয় ৷ নানা দিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত এখনও চলছে ৷ অন্যদিকে, সুশান্তের প্রিয় পোষ্য ফাজকে বিহারের পটনায় নিয়ে যান তাঁর বাবা ৷ পরে 2023 সালে মারা যায় পোষ্য ফাজও ৷

ছোট পর্দায় দিয়ে টিনসেল টাউনে জার্নি শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ অঙ্কিতা লোখান্ডের বিপরীতে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দর্শক মনে স্থায়ী জায়গা করে নেয় ৷ এই ধারাবাহিক থেকেই প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েন সুশান্ত-অঙ্কিতা ৷ 2010 থেকে 2016 পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল ৷ এরপর আচমকাই বিচ্ছেদ হয়ে যায় দু'জনের ৷ ভেঙে পড়েন অঙ্কিতা ৷ দীর্ঘ সময় পর পুরনো বন্ধু ভিকি জৈনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা ৷

'আমি জানি তুই আমারই অংশ', সুশান্তের মৃত্যু বার্ষিকীতে আবেগে ভাসলেন দিদি শ্বেতা

সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন, নিজের দুঃখ সোশাল মিডিয়ায় তুলে ধরেন তিনি ৷ অন্যদিকে, ন্যায়বিচার চেয়ে প্রয়াত সুশান্তের কাছের বন্ধু মহেশ শেট্টি সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ৷ সেখানে তিনি প্রশ্ন করেছেন, সুশান্তের ন্যায়বিচার কবে হবে ? আর কতদিন অপেক্ষা করতে হবে?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.