কলকাতা, 18 এপ্রিল: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'সারেগামাপা লেজেন্ডস'। ভারতীয় সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য জানাতেই চ্যানেলের এই বিশেষ আয়োজন । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং । যেখানে নিত্য যাতায়াত শুরু হয়েছে সঞ্চালক অনির্বাণ ভট্টাচার্যর । এই শো-র সঞ্চালক তিনিই ।
ইটিভি ভারত তাঁর এই নয়া সফরের কথা জানতে চাইলে তিনি বলেন, "আমি তো গানের জগতের মানুষ নই । তবে, গান ভালোবাসি, গান গাই কম বেশি । ফলে এরকম শো'র সঞ্চালক হওয়ায় বেশ খুশি আমি । অনেকদিন পর টেলিভিশনে ফিরলাম । ভালো লাগছে । শুটিং শুরু হয়েছে । প্রত্যেকটা সময়েই প্রস্তুত হচ্ছি । লেজেন্ডরা আসছেন গান গাইতে । সেই অনুষ্ঠানের সঞ্চালক আমি । প্রথিতযশা শিল্পীদের শ্রদ্ধা জানানো হচ্ছে । খুব অন্যরকমের একটা শো । 'সারেগামাপা' তো অনেকদিনের জনপ্রিয় শো । পাশাপাশি এবার 'সারেগামাপা লেজেন্ডস' শুরু হতে চলেছে ।"
উল্লেখ্য, এর আগে 'অপুর সংসার' শীর্ষক একটি সেলেব্রিটি গেম শো এবং 'ভূমিকন্যা' ধারাবাহিকে দেখা গিয়েছে অনির্বাণকে । এবার সঞ্চালনায় ফিরলেন তিনি । চ্যানেলের তরফে অভিজিৎ সেন বলেন, "আমি এর পরিচালক নই । দেখভাল করছি । শুটিং চলছে । ভারতীয় গুণী সঙ্গীত শিল্পী এবং সুরকারদের শ্রদ্ধা জানানো হবে এই শো'র মাধ্যমে । কিশোর কুমার, রাহুল দেব বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের শ্রদ্ধা নিবেদন করা হবে । গান গাইবেন বাংলা এবং মুম্বইয়ের শিল্পীরা । এটা কোনও প্রতিযোগিতা নয় । এটা একটা মিউজিক্যাল ইভেন্ট ।"
অভিনয় এবং পরিচালনার পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য একজন সু-গায়কও বটে, এ কথা অজানা নয় কারওর । এর আগে তিনি প্লে-ব্যাকও করেছেন । 'শাহজাহান রিজেন্সি' ছবিতে তাঁর কণ্ঠে 'কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া' মানুষ ভালোবেসেছে । এ ছাড়াও 'ড্রাকুলা স্যার' ছবিতে 'প্রিয়তমা' গানটি তাঁর কণ্ঠে । 'বল্লভপুরের রূপকথা' ছবিতে 'সাজো সাজাও' গানটির নয়া ভার্সনে দেবরাজ ভট্টাচার্যের সঙ্গে গলা দিয়েছেন তিনি । 'আবার বিবাহ অভিযান' ছবির টাইটেল ট্র্যাকেও রয়েছে অনির্বাণের কণ্ঠ । সুতরাং সঙ্গীতজ্ঞ নিজেকে না বললেও অনির্বাণ যে সু-গায়ক তা বলাই বাহুল্য । আর এবার তাঁকে দেখা যাবে আরও এক যথাযোগ্য স্থানে যথাযোগ্য ভূমিকায় ।
আরও পড়ুন :