ETV Bharat / entertainment

'হাফবোকা-জানোয়ার; জ্ঞান দিতে আসবেন না...', লাইভে তুলোধনা অনিন্দ্যর - Anindya Bose

Anindya on Facebook Post: সোশাল মিডিয়ায় এক নেটিজেনের 'চোরচোট্টাদের আড়াল...' মন্তব্যে ক্ষেপে লাল শহরের অনিন্দ্য বোস ৷

Anindya on Facebook Post
অনিন্দ্য বোস (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 5, 2024, 3:12 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: সামাজিক মাধ্যমে তারকাশিল্পীদের 'টার্গেট' করা খুব সহজ ৷ কটাক্ষর মুখে পড়া বা সমালোচিত হওয়া শিল্পীদের কাছে নতুন কিছু নয় ৷ অনেকেই নেটপাড়ার নোংরা ঘাঁটেন না, এড়িয়ে যান আবার অনেকে প্রতিবাদে সরবও হন ৷ ঠিক যেমনটা করেন শহরের অনিন্দ্য বোস ৷ শনিবার সামাজিক মাধ্যমে তাঁর এক পোস্টে নেটিজেনের অর্থহীন মন্তব্যের প্রতিবাদে সরব তারকা শিল্পী ৷ পাঁচ মিনিটের লাইভে নাম করে এক নেটিজেনকে 'উচিত শিক্ষা' দিলেন অনিন্দ্য ৷

বিগত দিনগুলিতে আরজি কর কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমের পাতায় সরব ছিলেন অনিন্দ্য ৷ শরীর অসুস্থ থাকার দরুন বাড়িতে বসেই নিজের মতামত ব্যক্ত করছিলেন নেটপাড়ায় ৷ সুস্থ হতেই ছুটে গিয়েছেন আন্দোলকারীদের মঞ্চে ৷ এই সবকিছুর পাশাপাশি এদিন সফদর হাসমির প্রকাশ্যে খুন হওয়া নিয়ে শিল্পীদের অতীতে এক প্রতিবাদের ছবি শেয়ার করেন ৷

অনিন্দ্য সেখানে ক্যাপশনে লেখেন, "সফদর হাসমি প্রকাশ্যে খুন হলেন...তারই প্রতিবাদে তাঁর লেখা নাটক 'অওরত' নিয়ে পথে নেমেছিলাম আমরা ৷ মনে আছে শৈবাল বসু? চন্দন দা,কৌশিক গাঙ্গুলি,চূর্নী,মৃণাল,কৌশিক চৌধুরী, মিমি, তানিয়া, স্বাতী, বাবু দা, মৌসুমী, পাপা, চাঁদু,পার্থ আরও কত বন্ধু! প্রায় পাঁচ'শ-র ওপরে পথনাটিকা করেছি আমরা সেসময়ে...খালি গলায় চিৎকার করে সাত-আটখানা গান গাইতাম প্রত্যেকটা শো-তে...কিসব আবেগঘন দিন...!"

এরপর শিল্পী লেখেন, "রাসবিহারী মোড়ে সন্ধেবেলা শো করছি...নাটকটায় সফদরকে কিভাবে জনসমক্ষে পিটিয়ে খুন করা হয়েছিল,সেই দৃশ্যটা ছিল ৷ অভিনয় করার সময়ে দেখেছিলাম সামনে বসা রুমা গুহঠাকুরতা হাউ হাউ করে কাঁদছেন!এতটাই জীবন্ত ছিল সেই নাটক!" এই পোস্টের নীচেই জনৈক এক ব্যক্তি মন্তব্য করেন, "এখনতো lesser evil, greater evil তত্ত্ব ঝেড়ে চোরচোট্টাদের আড়াল করছেন।"

এমন মন্তব্য সামনে আসতেই লাইভে আসেন অনিন্দ্য ৷ তিনি মন্তব্যকারীর নাম নিয়ে বলেন, "আপনার যা খুশি লিখবেন নিজের ওয়ালে গিয়ে ৷ অসভ্য, বাঁদর ৷ যা খুশি বলা যায় একটা লোক সম্পর্কে? আমার চরিত্র বিশ্লেষণ করার আপনি কে? মুখ দিয়ে খারাপ কথা বেরোবে এবার... ৷ না জেনে শুনে কমেন্ট করবেন না ৷ যা করি মন থেকে করি ৷ আমার পোস্টে এসে কমেন্ট করবেন না ৷ হাফবোকা ৷ জানোয়ার ৷ কোনও কাজ নেই নাকি ৷ আমি কাউকে তেল দিয়ে খাই না ৷ নিজের দমে চলি ৷ আমার একটা শিঁরদাড়া আছে ৷ ঝাণ্ডার লাঠি নয় সেটা ৷ আামাকে জ্ঞান দিতে আসবেন না অযথা ৷"

হায়দরাবাদ, 5 অক্টোবর: সামাজিক মাধ্যমে তারকাশিল্পীদের 'টার্গেট' করা খুব সহজ ৷ কটাক্ষর মুখে পড়া বা সমালোচিত হওয়া শিল্পীদের কাছে নতুন কিছু নয় ৷ অনেকেই নেটপাড়ার নোংরা ঘাঁটেন না, এড়িয়ে যান আবার অনেকে প্রতিবাদে সরবও হন ৷ ঠিক যেমনটা করেন শহরের অনিন্দ্য বোস ৷ শনিবার সামাজিক মাধ্যমে তাঁর এক পোস্টে নেটিজেনের অর্থহীন মন্তব্যের প্রতিবাদে সরব তারকা শিল্পী ৷ পাঁচ মিনিটের লাইভে নাম করে এক নেটিজেনকে 'উচিত শিক্ষা' দিলেন অনিন্দ্য ৷

বিগত দিনগুলিতে আরজি কর কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমের পাতায় সরব ছিলেন অনিন্দ্য ৷ শরীর অসুস্থ থাকার দরুন বাড়িতে বসেই নিজের মতামত ব্যক্ত করছিলেন নেটপাড়ায় ৷ সুস্থ হতেই ছুটে গিয়েছেন আন্দোলকারীদের মঞ্চে ৷ এই সবকিছুর পাশাপাশি এদিন সফদর হাসমির প্রকাশ্যে খুন হওয়া নিয়ে শিল্পীদের অতীতে এক প্রতিবাদের ছবি শেয়ার করেন ৷

অনিন্দ্য সেখানে ক্যাপশনে লেখেন, "সফদর হাসমি প্রকাশ্যে খুন হলেন...তারই প্রতিবাদে তাঁর লেখা নাটক 'অওরত' নিয়ে পথে নেমেছিলাম আমরা ৷ মনে আছে শৈবাল বসু? চন্দন দা,কৌশিক গাঙ্গুলি,চূর্নী,মৃণাল,কৌশিক চৌধুরী, মিমি, তানিয়া, স্বাতী, বাবু দা, মৌসুমী, পাপা, চাঁদু,পার্থ আরও কত বন্ধু! প্রায় পাঁচ'শ-র ওপরে পথনাটিকা করেছি আমরা সেসময়ে...খালি গলায় চিৎকার করে সাত-আটখানা গান গাইতাম প্রত্যেকটা শো-তে...কিসব আবেগঘন দিন...!"

এরপর শিল্পী লেখেন, "রাসবিহারী মোড়ে সন্ধেবেলা শো করছি...নাটকটায় সফদরকে কিভাবে জনসমক্ষে পিটিয়ে খুন করা হয়েছিল,সেই দৃশ্যটা ছিল ৷ অভিনয় করার সময়ে দেখেছিলাম সামনে বসা রুমা গুহঠাকুরতা হাউ হাউ করে কাঁদছেন!এতটাই জীবন্ত ছিল সেই নাটক!" এই পোস্টের নীচেই জনৈক এক ব্যক্তি মন্তব্য করেন, "এখনতো lesser evil, greater evil তত্ত্ব ঝেড়ে চোরচোট্টাদের আড়াল করছেন।"

এমন মন্তব্য সামনে আসতেই লাইভে আসেন অনিন্দ্য ৷ তিনি মন্তব্যকারীর নাম নিয়ে বলেন, "আপনার যা খুশি লিখবেন নিজের ওয়ালে গিয়ে ৷ অসভ্য, বাঁদর ৷ যা খুশি বলা যায় একটা লোক সম্পর্কে? আমার চরিত্র বিশ্লেষণ করার আপনি কে? মুখ দিয়ে খারাপ কথা বেরোবে এবার... ৷ না জেনে শুনে কমেন্ট করবেন না ৷ যা করি মন থেকে করি ৷ আমার পোস্টে এসে কমেন্ট করবেন না ৷ হাফবোকা ৷ জানোয়ার ৷ কোনও কাজ নেই নাকি ৷ আমি কাউকে তেল দিয়ে খাই না ৷ নিজের দমে চলি ৷ আমার একটা শিঁরদাড়া আছে ৷ ঝাণ্ডার লাঠি নয় সেটা ৷ আামাকে জ্ঞান দিতে আসবেন না অযথা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.