ETV Bharat / entertainment

বিয়ের কার্ড নয় যেন আস্ত মন্দির! আম্বানিদের নয়া চমক - Anant Radhika wedding - ANANT RADHIKA WEDDING

invitation Card of Anant Ambani and Radhika Merchant wedding: বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই কোনও খামতি রাখতে নারাজ মুকেশ অম্বানি ও নীতা অম্বানি ৷ জুলাইতে অনন্ত-রাধিকার বিয়ে ৷ প্রকাশ্যে আসা নিমন্ত্রণ পত্র দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷

Anant Ambani and Radhika Merchant wedding
অনন্ত অম্বানি ও রাধিকা অম্বানির বিয়ের কার্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 9:03 PM IST

হায়দরাবাদ, 27 জুন: সামনে সুন্দর করা ডিজাইনের বাক্স ৷ খুললেই ভিতরে জ্বল জ্বল করছে রূপোর তৈরি ছোট্ট মন্দির ৷ মন্দিরের চারদিকে ভগবান গণেশ, রাধাকৃষ্ণ-সহ বিভিন্ন দেবদেবীর ছবি ৷ তার সঙ্গে রূপোলি কভারের ভিতর বিয়ের নিমন্ত্রণ পত্র ৷ অনন্ত অম্বানি ও রাধিকা অম্বানির এই বিয়ের কার্ড এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

12 জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত-রাধিকার ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে বিয়ের আসর ৷ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রি-ওয়েডিং সেলিব্রেশনও ৷ চোখ ধাঁধানো সেই অনুষ্ঠানের সাক্ষী থেকেছে বিশ্ব ৷ এবার বিয়ের নিমন্ত্রণ পত্র সামনে এনে চমকে দিল অম্বানি পরিবার ৷

কেমন হয়েছে সেই নিমন্ত্রণ পত্র?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কার্ডের উপর রূপোলি কভার ৷ সামনে ভগবান বিষ্ণু ৷ সেটি খুলতে প্রথমেই নজরে আসে সামনে দেবতা বিষ্ণু ও পিছনে ভগবান গণেশের প্রতিচ্ছবি ৷ তার পাশে লাল রঙের ভেলভেটের উপর অনন্ত-রাধিকার বিয়ের তারিখ ও ভেন্যু লেখা ৷ এর পরের পাতায় ধরা পড়ে রাধা-কৃষ্ণের ছবি ৷ পাশে সুন্দর ডিজাইন করে লেখা 'নিমন্ত্রণ পত্র' ৷ সেখানে একটি ফিতে টান দিলেই উঠে যায় নিমন্ত্র পত্রের পর্দা ৷ ভিতর থেকে বেরোয় একটি ছোট চিরকুট ৷ সেই কাগজে কী লেখা রয়েছে, তা অবশ্য জানা যায়নি ৷ হতে পারে, তাতে লেখা ড্রেস কোড বা বিয় সংক্রান্ত বাকি বিস্তারিত তথ্য ৷ এরপরের পাতায় ভগবান বিষ্ণুকে, মাতা লক্ষ্মীর সঙ্গে পদ্মাসনে বসে থাকতে দেখা যায় ৷ তারপরের পাতায় আসে মাতা শেরাওয়ালির প্রতিচ্ছবি ৷ এভাবেই শেষ হয় বিয়ের নিমন্ত্রণ পত্র ৷

অনুরাগীরা এই রকম বিয়ের কার্ড দেখে অভিভূত ৷ কেউ কেউ যেমন এর সৃজনশীলতার প্রশংসা করেছেন আবার কেউ কেউ কার্ডের দাম নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেছেন ৷ এক নেটিজেন লিখেছেন, "বিয়ের কার্ডে ভক্তি তথা ভারতের ঐতিহ্য ধরা পড়েছে ৷ সত্যিই সুন্দর ৷" আবার কেউ লিখেছেন, "মধ্যবিত্ত পরিবারের কাছে এই কার্ড অকল্পনীয় ৷" আবার কেউ লিখেছেন, এটা টাকার অপচয় ছাড়া এটা আর কিছুই নয় ৷

সবমিলিয়ে, বিয়ের কার্ডে যখন এত চমক তখন বিয়ের দিন কী হবে তা কল্পনা করাই যায় ৷ জানা গিয়েছে, নিমন্ত্রিতদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, সলমন খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, এমএস ধোনি-সহ একাধিক সেলেব, রাজনীতিবিদ- ব্যবসায়ী উপস্থিত থাকছেন ৷ তালিকা থেকে বাদ যাচ্ছেন না বিদেশি অতিথিরাও ৷

হায়দরাবাদ, 27 জুন: সামনে সুন্দর করা ডিজাইনের বাক্স ৷ খুললেই ভিতরে জ্বল জ্বল করছে রূপোর তৈরি ছোট্ট মন্দির ৷ মন্দিরের চারদিকে ভগবান গণেশ, রাধাকৃষ্ণ-সহ বিভিন্ন দেবদেবীর ছবি ৷ তার সঙ্গে রূপোলি কভারের ভিতর বিয়ের নিমন্ত্রণ পত্র ৷ অনন্ত অম্বানি ও রাধিকা অম্বানির এই বিয়ের কার্ড এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

12 জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত-রাধিকার ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে বিয়ের আসর ৷ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রি-ওয়েডিং সেলিব্রেশনও ৷ চোখ ধাঁধানো সেই অনুষ্ঠানের সাক্ষী থেকেছে বিশ্ব ৷ এবার বিয়ের নিমন্ত্রণ পত্র সামনে এনে চমকে দিল অম্বানি পরিবার ৷

কেমন হয়েছে সেই নিমন্ত্রণ পত্র?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কার্ডের উপর রূপোলি কভার ৷ সামনে ভগবান বিষ্ণু ৷ সেটি খুলতে প্রথমেই নজরে আসে সামনে দেবতা বিষ্ণু ও পিছনে ভগবান গণেশের প্রতিচ্ছবি ৷ তার পাশে লাল রঙের ভেলভেটের উপর অনন্ত-রাধিকার বিয়ের তারিখ ও ভেন্যু লেখা ৷ এর পরের পাতায় ধরা পড়ে রাধা-কৃষ্ণের ছবি ৷ পাশে সুন্দর ডিজাইন করে লেখা 'নিমন্ত্রণ পত্র' ৷ সেখানে একটি ফিতে টান দিলেই উঠে যায় নিমন্ত্র পত্রের পর্দা ৷ ভিতর থেকে বেরোয় একটি ছোট চিরকুট ৷ সেই কাগজে কী লেখা রয়েছে, তা অবশ্য জানা যায়নি ৷ হতে পারে, তাতে লেখা ড্রেস কোড বা বিয় সংক্রান্ত বাকি বিস্তারিত তথ্য ৷ এরপরের পাতায় ভগবান বিষ্ণুকে, মাতা লক্ষ্মীর সঙ্গে পদ্মাসনে বসে থাকতে দেখা যায় ৷ তারপরের পাতায় আসে মাতা শেরাওয়ালির প্রতিচ্ছবি ৷ এভাবেই শেষ হয় বিয়ের নিমন্ত্রণ পত্র ৷

অনুরাগীরা এই রকম বিয়ের কার্ড দেখে অভিভূত ৷ কেউ কেউ যেমন এর সৃজনশীলতার প্রশংসা করেছেন আবার কেউ কেউ কার্ডের দাম নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেছেন ৷ এক নেটিজেন লিখেছেন, "বিয়ের কার্ডে ভক্তি তথা ভারতের ঐতিহ্য ধরা পড়েছে ৷ সত্যিই সুন্দর ৷" আবার কেউ লিখেছেন, "মধ্যবিত্ত পরিবারের কাছে এই কার্ড অকল্পনীয় ৷" আবার কেউ লিখেছেন, এটা টাকার অপচয় ছাড়া এটা আর কিছুই নয় ৷

সবমিলিয়ে, বিয়ের কার্ডে যখন এত চমক তখন বিয়ের দিন কী হবে তা কল্পনা করাই যায় ৷ জানা গিয়েছে, নিমন্ত্রিতদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, সলমন খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, এমএস ধোনি-সহ একাধিক সেলেব, রাজনীতিবিদ- ব্যবসায়ী উপস্থিত থাকছেন ৷ তালিকা থেকে বাদ যাচ্ছেন না বিদেশি অতিথিরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.