মুম্বই, 29 অগস্ট: কেবিসি'র সেটে এক প্রতিযোগীর মন্তব্যে ক্ষুব্ধ হলেন অমিতাভ বচ্চন ৷ ন্যাশনাল চ্যানেলে প্রতিযোগী কৃষ্ণা সেলুক্করের বিরূপ মন্তব্যে চটলেন বিগ বি ৷ সঞ্চালকের আসনেই বসে দিলেন কড়া প্রতিক্রিয়া ৷ এমনই এক ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
কেবিসির একটি পর্বে হটসিটে ছিলেন মহারাষ্ট্র থেকে আসা কৃষ্ণা ৷ তিনি বেকার ৷ সেই কারণে তাঁকে বাড়িতে কথা শুনতে হয় ৷ সেই কারণে তিনি কৌন বনেগা ক্রোড়পতি খেলতে এসেছেন বলে জানান সেই পর্বে ৷ কৃষ্ণার এই জার্নি শুনে অবাক হন অমিতাভ ৷ তিনি কৃষ্ণার পরিবার ও তাঁর লড়াইয়ের কথা মন দিয়ে শুনতে থাকেন ৷ এরপর ভেঙে পড়া কৃষ্ণাকে তিনি নানা কথা বলে অনুপ্রাণিতও করেন ৷ কিন্তু খেলার মাঝপথে ঘটে বিপত্তি ৷
নিজের খারাপ অবস্থার কথা বলতে গিয়ে, কৃষ্ণা জানান, তিনি অতিমারি করোনার কারণে লকডাউনে চাকরি হারান ৷ তিনি একজন ইঞ্জিনিয়র ৷ এরপরেই কৃষ্ণা জানান বেকার অবস্থায় থাকা মানে বাড়িতে অবিবাহিত মেয়ের মতো বোঝা হয়ে যাওয়া৷ এমনকী, একটা সময়ের পর বেকার ছেলে বাড়িতে বোঝা হয়ে যায় ৷ এই মন্তব্যের পরেই উষ্মা প্রকাশ করেন শাহেনশা ৷ তিনি মঞ্চেই কৃষ্ণাকে ধমক দেন মিষ্টি করে ৷
কৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই বাধা দেন বিগবি ৷ তিনি বলেন কোনও মেয়ে বাড়ির জন্য বোঝা নয় ৷ বিগ বি বলেন, "তোমাকে একটা কথা বলি, মনে রেখো ৷ মেয়েরা কখনও বোঝা হয় না ৷ বরং মেয়েরা পরিবারের গর্ব হয় ৷" শাহেনশার এই মন্তব্যের পর সেটে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠেন ৷ আসলে বর্তমানে আরজি কর কাণ্ডে গোটা দেশ যেভাবে উত্তাল হয়েছে, মেয়েদের অধিকার-সুরক্ষা নিয়ে যেভাবে সকলে সরব হয়েছে, সেখানে দাঁড়িয়ে মেয়েদের বোঝা বলা বা ভাবা যে অনুচিত, তা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন ৷