ETV Bharat / entertainment

'পরিচালকদের মুখের উপর...'শুটিং সেটে শর্মিলার কীর্তি ফাঁস অমিতাভের - Amitabh Bachchan - AMITABH BACHCHAN

Amitabh Bachchan on Sharmila Tagore: শর্মিলা ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ বিগ বি অমিতাভ বচ্চন ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে পরিষ্কার 'আরাধনা' অভিনেত্রীর ব্যক্তিত্ব-স্পষ্ট কথা বলার সাহসে মুগ্ধ শাহেনশা ৷

Amitabh Bachchan on Sharmila Tagore
শর্মিলার কীর্তি ফাঁস অমিতাভের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 5:07 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: ছয়ের দশকে সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর ৷ মাত্র 14 বছর বয়সে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করে তিনি অভিনয়ের জাত চেনান ৷ বাংলা ছবির পাশাপাশি শক্তি সামন্তর 'কাশ্মীর কি কলি' ছবিতে অভিনয় ও ফ্যাশন ঝড় তোলে সর্বত্র ৷ অভিনেত্রী শর্মিলার সাহসিকতার চর্চা তখন লোকের মুখে মুখে ৷ অকুতভয় শর্মিলা সেটেও নাকি এমনই ছিলেন ৷ সেই সময়ে দাঁড়িয়েও পরিচালকদের স্পষ্ট কথা বলতে পিছুপা হতেন না ৷ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে এমনই স্বীকারোক্তি অমিতাভ বচ্চনের ৷

পুরনো একটি ভিডিয়ো সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে শাহেনশা সঞ্চালিত 'কৌন বনেগা ক্রোড়পতি'র হট সিটে রয়েছেন শর্মিলা ঠাকুর ও সারা আলি খান ৷ সেখানেই অভিনেত্রীর প্রশংসা করতে গিয়ে বিগ বি জানান, সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন শর্মিলা ৷ শাহেনশা, শর্মিলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন ৷ তিনি বলেন, "আমি শর্মিলার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি ৷ আমি এটা এই কারণে বলছি না যে, সে আমার সামনে বসে আছে তাই ৷ কিন্তু এটা সত্যি, তাঁর কোনও দৃশ্য বা সংলাপ যদি ভালো না লাগত, তাহলে সে স্পষ্টভাবে পরিচালককে নিজের মতামত জানিয়ে দিত ৷"

এরপর অমিতাভকে বলতে শোনা যায়, "শর্মিলা সোজা গিয়ে পরিচালককে বলতেন, আপনি যেটা করতে বলছেন আমি করব না ৷ কারণ এই বিষয়টা আমি অনুভব করতে পারছি না ৷" এরপর বিগবি জানান, সেই কারণে এমন অনেক সময়ে হয়েছে যেখানে পরিচালককে শর্মিলা দৃশ্য শুট করার আগে নানা সাজেশন বা মতামত দিতেন ৷ আর সেই মতামত গ্রহণ করতেন পরিচালকরা ৷ শুধু তাই নয়, অমিতাভ জানান, শর্মিলা ঠিক যে জায়গাগুলো ঠিক করে দিতেন পর্দায় সেই দৃশ্যগুলো সত্যিই অনবদ্য হয়ে উঠত ৷ এরপর শাহেনশা স্বীকার করে বলেন, "কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে এই বিষয়টা সব সময় আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি ৷ পরিচালক সবসময় বস ৷"

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর ও অমিতাভ বচ্চনকে একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'চুপকে চুপকে', 'একলব্য:দ্য রয়াল গার্ড', 'বেশরম', 'বিরুদ্ধ' ও 'ফরার' ৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: ছয়ের দশকে সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর ৷ মাত্র 14 বছর বয়সে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করে তিনি অভিনয়ের জাত চেনান ৷ বাংলা ছবির পাশাপাশি শক্তি সামন্তর 'কাশ্মীর কি কলি' ছবিতে অভিনয় ও ফ্যাশন ঝড় তোলে সর্বত্র ৷ অভিনেত্রী শর্মিলার সাহসিকতার চর্চা তখন লোকের মুখে মুখে ৷ অকুতভয় শর্মিলা সেটেও নাকি এমনই ছিলেন ৷ সেই সময়ে দাঁড়িয়েও পরিচালকদের স্পষ্ট কথা বলতে পিছুপা হতেন না ৷ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে এমনই স্বীকারোক্তি অমিতাভ বচ্চনের ৷

পুরনো একটি ভিডিয়ো সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে শাহেনশা সঞ্চালিত 'কৌন বনেগা ক্রোড়পতি'র হট সিটে রয়েছেন শর্মিলা ঠাকুর ও সারা আলি খান ৷ সেখানেই অভিনেত্রীর প্রশংসা করতে গিয়ে বিগ বি জানান, সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন শর্মিলা ৷ শাহেনশা, শর্মিলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন ৷ তিনি বলেন, "আমি শর্মিলার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি ৷ আমি এটা এই কারণে বলছি না যে, সে আমার সামনে বসে আছে তাই ৷ কিন্তু এটা সত্যি, তাঁর কোনও দৃশ্য বা সংলাপ যদি ভালো না লাগত, তাহলে সে স্পষ্টভাবে পরিচালককে নিজের মতামত জানিয়ে দিত ৷"

এরপর অমিতাভকে বলতে শোনা যায়, "শর্মিলা সোজা গিয়ে পরিচালককে বলতেন, আপনি যেটা করতে বলছেন আমি করব না ৷ কারণ এই বিষয়টা আমি অনুভব করতে পারছি না ৷" এরপর বিগবি জানান, সেই কারণে এমন অনেক সময়ে হয়েছে যেখানে পরিচালককে শর্মিলা দৃশ্য শুট করার আগে নানা সাজেশন বা মতামত দিতেন ৷ আর সেই মতামত গ্রহণ করতেন পরিচালকরা ৷ শুধু তাই নয়, অমিতাভ জানান, শর্মিলা ঠিক যে জায়গাগুলো ঠিক করে দিতেন পর্দায় সেই দৃশ্যগুলো সত্যিই অনবদ্য হয়ে উঠত ৷ এরপর শাহেনশা স্বীকার করে বলেন, "কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে এই বিষয়টা সব সময় আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি ৷ পরিচালক সবসময় বস ৷"

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর ও অমিতাভ বচ্চনকে একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'চুপকে চুপকে', 'একলব্য:দ্য রয়াল গার্ড', 'বেশরম', 'বিরুদ্ধ' ও 'ফরার' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.