ETV Bharat / entertainment

ফের শুরু কোটিপতি হওয়ার খেলা, সঞ্চালকের সিটে বসতেই চোখে জল অমিতাভের - Amitabh Bachchan KBC 16 - AMITABH BACHCHAN KBC 16

Kaun Banega Crorepati New Season Start: ফের শুরু হল কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের নতুন সিজন ৷ শোয়ের সঞ্চালকের আসনে আবারও অমিতাভ বচ্চন ৷ কেবিসি 16 শো শুরুর আগে আবেগী বার্তা শাহেনশার ৷

Kaun Banega Crorepati New Season Start
শুরু হল কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের নতুন সিজন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 11:32 AM IST

হায়দরাবাদ, 13 অগস্ট: গতবছর চোখের জলে কেবিসি সেটকে বিদায় জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' যে সিনিয়র বচ্চনের মনের খুব কাছের ভিডিয়ো বার্তায় ছিল স্পষ্ট ৷ সেই শো নিয়ে চলতি বছর আবারও বিগবি ফিরলেন টেলিভিশিনের পর্দায় ৷ সোমবার সম্প্রচারিত হয়েছে কেবিসি 16 সিজনের প্রথম পর্ব ৷ সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে ঠিক রাত ন'টায় হটসিটে বসলেন প্রতিযোগীরা ৷ সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন সিজনের জার্নি শুরু করলেন মেগাস্টার অমিতাভ ৷

এদিন শোয়ের প্রথম পর্বে দেখা যায়, কেবিসি সেটে অমিতাভ ঢুকতেই দর্শকরা হাততালি দিয়ে অভ্যর্থনা জানান ৷ এরপর সিটে বসে অমিতাভ হিন্দিতে স্বাগত বার্তা জানান উপস্থিত দর্শক ও পর্দার এপারের দর্শকদের ৷ ক্যামেরার দিকে তাকিয়ে বিগ বি বলেন, "আজ থেকে নতুন সিজন শুরু হল ৷ আজ আমি একটু কম কথা বলব ৷ কারণ আমার কোনও শব্দই যথেষ্ট নয় আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর ক্ষেত্রে ৷"

তিনি আরও বলেন, "আমি আপনাদের প্রার্থনার পরিবর্তে কোন ভাষায় নিজের অভিব্যক্তি প্রকাশ করব বুঝতে পারছি না ৷ কৌন বনেগা ক্রোড়পতি ফিরে আসায় আবার একটা পরিবার হিসাবে কাজ শুরু হল ৷ আমি এই দেশের প্রত্য়েক মানুষকে স্যালুট জানাতে চাই, যাঁরা চেয়েছিলেন কেবিসি আবার ফিরে আসুক ৷ এই স্টেজ, এই খেলা আপনাদের ৷ আর নতুন এই সিজনও আপনাদের ৷ আপনাদের যাতে মনোরঞ্জন করতে পারি তাই এই সিজনে আমি আরও বেশি পরিশ্রম করব ৷ আমি বিশ্বাস রাখি, প্রতিবারের মতো এবারও আপনারা আমার হাত ধরে থাকবেন ৷"

2000 সাল থেকে কেবিসি শোয়ের সঞ্চালনা শুরু করেন অমিতাভ ৷ এরপর তৃতীয় সিজন অর্থাৎ 2007 সালে সঞ্চালকের পরিবর্তন করা হয় ৷ সামনে আসেন শাহরুখ খান ৷ কিন্তু তখন সেই শো জনপ্রিয়তার শিখরে পৌঁছতে অক্ষম থাকে ৷ এরপর ফের ফিরিয়ে আনা হয় অমিতাভ বচ্চনকে ৷ তারপর কেবিসির সঙ্গে দীর্য যাত্রা বহাল রেখেছেন বলিউডের শাহেনশা ৷

হায়দরাবাদ, 13 অগস্ট: গতবছর চোখের জলে কেবিসি সেটকে বিদায় জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' যে সিনিয়র বচ্চনের মনের খুব কাছের ভিডিয়ো বার্তায় ছিল স্পষ্ট ৷ সেই শো নিয়ে চলতি বছর আবারও বিগবি ফিরলেন টেলিভিশিনের পর্দায় ৷ সোমবার সম্প্রচারিত হয়েছে কেবিসি 16 সিজনের প্রথম পর্ব ৷ সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে ঠিক রাত ন'টায় হটসিটে বসলেন প্রতিযোগীরা ৷ সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন সিজনের জার্নি শুরু করলেন মেগাস্টার অমিতাভ ৷

এদিন শোয়ের প্রথম পর্বে দেখা যায়, কেবিসি সেটে অমিতাভ ঢুকতেই দর্শকরা হাততালি দিয়ে অভ্যর্থনা জানান ৷ এরপর সিটে বসে অমিতাভ হিন্দিতে স্বাগত বার্তা জানান উপস্থিত দর্শক ও পর্দার এপারের দর্শকদের ৷ ক্যামেরার দিকে তাকিয়ে বিগ বি বলেন, "আজ থেকে নতুন সিজন শুরু হল ৷ আজ আমি একটু কম কথা বলব ৷ কারণ আমার কোনও শব্দই যথেষ্ট নয় আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর ক্ষেত্রে ৷"

তিনি আরও বলেন, "আমি আপনাদের প্রার্থনার পরিবর্তে কোন ভাষায় নিজের অভিব্যক্তি প্রকাশ করব বুঝতে পারছি না ৷ কৌন বনেগা ক্রোড়পতি ফিরে আসায় আবার একটা পরিবার হিসাবে কাজ শুরু হল ৷ আমি এই দেশের প্রত্য়েক মানুষকে স্যালুট জানাতে চাই, যাঁরা চেয়েছিলেন কেবিসি আবার ফিরে আসুক ৷ এই স্টেজ, এই খেলা আপনাদের ৷ আর নতুন এই সিজনও আপনাদের ৷ আপনাদের যাতে মনোরঞ্জন করতে পারি তাই এই সিজনে আমি আরও বেশি পরিশ্রম করব ৷ আমি বিশ্বাস রাখি, প্রতিবারের মতো এবারও আপনারা আমার হাত ধরে থাকবেন ৷"

2000 সাল থেকে কেবিসি শোয়ের সঞ্চালনা শুরু করেন অমিতাভ ৷ এরপর তৃতীয় সিজন অর্থাৎ 2007 সালে সঞ্চালকের পরিবর্তন করা হয় ৷ সামনে আসেন শাহরুখ খান ৷ কিন্তু তখন সেই শো জনপ্রিয়তার শিখরে পৌঁছতে অক্ষম থাকে ৷ এরপর ফের ফিরিয়ে আনা হয় অমিতাভ বচ্চনকে ৷ তারপর কেবিসির সঙ্গে দীর্য যাত্রা বহাল রেখেছেন বলিউডের শাহেনশা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.