ETV Bharat / entertainment

প্রভাস অনুরাগীদের কাছে কেন ক্ষমা চাইলেন বিগ বি? - Kalki 2898 AD Release - KALKI 2898 AD RELEASE

Kalki 2898AD releases in theatres: হাতে আর মাত্র তিনদিন ৷ 'কল্কি 2898 এডি'র মুক্তি ঘিরে চরম উদ্দীপনা অনুরাগীদের মধ্যে ৷ তারমধ্যেই বিগ বি'র অনুরাগী হলেন অবাক ৷ অভিনেতা প্রভাসের অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে বসলেন শাহেনশা অমিতাভ বচ্চন ৷ কিছু কি ভুল করেছেন?

Kalki 2898AD releases in theatres
প্রভাসের সঙ্গে অমিতাভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 2:34 PM IST

হায়দরাবাদ, 24 জুন: মুক্তির আগেই অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড তৈরি করেছে নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি 2898 এডি'৷ স্টার স্টাডেড এই ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে একসঙ্গে দেখার অপেক্ষায় সকলে ৷ তার মধ্যেই প্রযোজনা সংস্থা বৈজয়ন্তি মুভিজ তারকাদের একটি সাক্ষাৎকার সামনে এনেছে ৷ যেখানে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে প্রভাসের অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে ৷ এমন ভিডিয়ো সামনে আসতে বিগ বি'র অনুরাগীরা কী ক্ষুন্ন হলেন ?

কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে?

বিশেষ এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, অমিতাভ বচ্চন ও প্রযোজক স্বপ্না ও প্রিয়াঙ্কা দত্ত ৷ সেই ভিডিয়োতে দেখা যায় অমিতাভ বচ্চন বলেন, "যখন পরিচালক নাগ অশ্বিন আমার কাছে এই ছবি নিয়ে আলোচনা করতে আসেন, তখন তিনি আমাকে চরিত্রর একটা সুন্দর ছবি বুঝিয়েছিলেন ৷ পাশাপাশি, ছবিতে প্রভাসের চরিত্র কেমন, তাও তিনি আলোচনায় তুলে ধরেন ৷ সেই সময় আমার মনে হচ্ছিল, দ্য প্রভাসের মতো বিশালাকায় ব্যক্তিকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই ৷"

এরপরেই তিনি সকলের সামনে বলেন, "এই মনোভাবের জন্য প্রভাসের অনুরাগীরা আমাকে ক্ষমা করবেন ৷ আমি জোড়হাতে আবারও ক্ষমা চাইছি ৷ আমি এই ছবিতে যা করেছি, তা দেখে দয়া করে আমাকে মারবেন না ৷" এরপরেই শাহেনশা ইঙ্গিত দেন, ছবিতে প্রভাস ও তাঁর একটা বড় যুদ্ধের দৃশ্য রয়েছে ৷ যা ট্রেলারেও কিছুটা স্পষ্ট হয়েছে ৷ সূত্রের খবর, মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবিতে বড়পর্দায় প্রভাস ও অমিতাভের মুখোমুখি লড়াই দর্শকদের বিনোদনের অন্য মাত্রায় নিয়ে যাবে ৷

এরপর অভিনেতা কমল হাসানও এক সিক্রেট সামনে আনেন ৷ তিনি বলেন,"আসলে এই ছবিতে কতগুলো ক্যামেরা ব্যবহার হয়েছে বা কতজন কাজ করেছেন বড় বিষয় নয় ৷ আসলে ছবির মূল ইউএসপি যদি কিছু হয়ে থাকে তা হল সেটে শান্ত পরিবেশ ৷ আসলে কোলাহল মানুষের মধ্যে থাকা উচিত আর থিয়েটারে ৷ কিন্তু সেটে কাজের মনোযোগের জন্য শান্ত পরিবেশ খুবই দরকার ৷ এখানে সেটাই হয়েছে, যা অন্যান্য সেটে কখনও দেখিনি ৷ এখানে কাজের সময় প্রত্যেকেই কথা বলেছেন কিন্তু ডিসিপ্লিন ম্যানারে ৷ একমাত্র পরিচালক নাগ অশ্বিনের গলার স্বর জোরে ছিল, যা সকলে শুনতেন ৷"

27 জুন বিশ্বব্যাপি মুক্তি পেতে চলেছে 'কল্কি 2898 এডি' ৷ জানা গিয়েছে, নির্মাতারা ছবির মিউজিক্যাল থিম বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামনে আনবেন ভগবার শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে ৷ 'কল্কি'র মিউজিক্যাল থিম সামনে আসবে 24 জুন ৷

হায়দরাবাদ, 24 জুন: মুক্তির আগেই অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড তৈরি করেছে নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি 2898 এডি'৷ স্টার স্টাডেড এই ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে একসঙ্গে দেখার অপেক্ষায় সকলে ৷ তার মধ্যেই প্রযোজনা সংস্থা বৈজয়ন্তি মুভিজ তারকাদের একটি সাক্ষাৎকার সামনে এনেছে ৷ যেখানে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে প্রভাসের অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে ৷ এমন ভিডিয়ো সামনে আসতে বিগ বি'র অনুরাগীরা কী ক্ষুন্ন হলেন ?

কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে?

বিশেষ এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, অমিতাভ বচ্চন ও প্রযোজক স্বপ্না ও প্রিয়াঙ্কা দত্ত ৷ সেই ভিডিয়োতে দেখা যায় অমিতাভ বচ্চন বলেন, "যখন পরিচালক নাগ অশ্বিন আমার কাছে এই ছবি নিয়ে আলোচনা করতে আসেন, তখন তিনি আমাকে চরিত্রর একটা সুন্দর ছবি বুঝিয়েছিলেন ৷ পাশাপাশি, ছবিতে প্রভাসের চরিত্র কেমন, তাও তিনি আলোচনায় তুলে ধরেন ৷ সেই সময় আমার মনে হচ্ছিল, দ্য প্রভাসের মতো বিশালাকায় ব্যক্তিকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই ৷"

এরপরেই তিনি সকলের সামনে বলেন, "এই মনোভাবের জন্য প্রভাসের অনুরাগীরা আমাকে ক্ষমা করবেন ৷ আমি জোড়হাতে আবারও ক্ষমা চাইছি ৷ আমি এই ছবিতে যা করেছি, তা দেখে দয়া করে আমাকে মারবেন না ৷" এরপরেই শাহেনশা ইঙ্গিত দেন, ছবিতে প্রভাস ও তাঁর একটা বড় যুদ্ধের দৃশ্য রয়েছে ৷ যা ট্রেলারেও কিছুটা স্পষ্ট হয়েছে ৷ সূত্রের খবর, মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবিতে বড়পর্দায় প্রভাস ও অমিতাভের মুখোমুখি লড়াই দর্শকদের বিনোদনের অন্য মাত্রায় নিয়ে যাবে ৷

এরপর অভিনেতা কমল হাসানও এক সিক্রেট সামনে আনেন ৷ তিনি বলেন,"আসলে এই ছবিতে কতগুলো ক্যামেরা ব্যবহার হয়েছে বা কতজন কাজ করেছেন বড় বিষয় নয় ৷ আসলে ছবির মূল ইউএসপি যদি কিছু হয়ে থাকে তা হল সেটে শান্ত পরিবেশ ৷ আসলে কোলাহল মানুষের মধ্যে থাকা উচিত আর থিয়েটারে ৷ কিন্তু সেটে কাজের মনোযোগের জন্য শান্ত পরিবেশ খুবই দরকার ৷ এখানে সেটাই হয়েছে, যা অন্যান্য সেটে কখনও দেখিনি ৷ এখানে কাজের সময় প্রত্যেকেই কথা বলেছেন কিন্তু ডিসিপ্লিন ম্যানারে ৷ একমাত্র পরিচালক নাগ অশ্বিনের গলার স্বর জোরে ছিল, যা সকলে শুনতেন ৷"

27 জুন বিশ্বব্যাপি মুক্তি পেতে চলেছে 'কল্কি 2898 এডি' ৷ জানা গিয়েছে, নির্মাতারা ছবির মিউজিক্যাল থিম বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামনে আনবেন ভগবার শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে ৷ 'কল্কি'র মিউজিক্যাল থিম সামনে আসবে 24 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.