কলকাতা, 26 অক্টোবর: ছোটপর্দা থেকে বড়পর্দা, কমিক সেন্স ও অভিনয় দিয়ে দর্শক টানার ক্ষমতা রাখেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ৷ সম্প্রতি আয়েষা ভট্টাচার্যর প্রেমিকের চরিত্রে অম্বরীশকে দেখা গিয়েছে 'বুমেরাং' ছবিতে। এবার তাঁকে দেখা যাবে অভিনেত্রী রাজন্যার স্বামীর চরিত্রে ৷ আপাতত সেই আভাসই দিচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়।
এর আগে 'পুণ্যি পুকুর' ধারাবাহিকে অম্বরীশ হয়েছিলেন আয়েষার বাবা। অন্যদিকে 'খড়কুটো' ধারাবাহিকে রাজন্যার খুড়শ্বশুর পটকা এবার 'রোশনাই'তে অভিনেত্রীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন। আপাতত সেই দিকেই এগোচ্ছে ধারাবাহিক।
ইতিমধ্যেই মাধবীলতা ঘোষ থুড়ি রাজন্যা মিত্র হাজির চট্টোপাধ্যায় বাড়িতে। তার আগেই বাড়ির ছোট ছেলে ছোটুর সঙ্গে বই বিক্রির দৌলতে মাধবীলতার আলাপ হয়ে যায় স্কুলে। মাধবীলতা পেশায় স্কুলের হেড মিস্ট্রেস। মাধবীর বিয়ের কথা উঠলে মিনি বলে ছোটুর সঙ্গে তার বিয়ে দিয়ে দিতে। এরপরে কী হবে এবার সেটাই দেখার।
এই ব্যাপারে অম্বরীশ ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। উল্লেখ্য, কমেডি চরিত্র থেকে শুরু করে সিরিয়াস চরিত্র সবেতেই অম্বরী অতুলনীত। ছোটপর্দা এবং বড়পর্দায় সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দেবের সঙ্গে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' থেকে শুরু করে 'প্রধান', 'শাস্ত্রী'তেও নজর কেড়েছে তাঁর অভিনয়। আসন্ন বাংলা সিনেমা 'যমালয়ে জীবন্ত ভানু'তেও অভিনয় করতে চলেছেন তিনি।
একইসঙ্গে এই মুহূর্তে 'রোশনাই' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। ছোটুর চরিত্রটি ফুটিয়ে তুলছেন তিনি সুচারুভাবে। বাড়ির অধিকাংশ সদস্য তাঁকে গুড ফর নাথিং মনে করে। তার জীবনে মাধবীলতা জীবনের চাবিকাঠি হয়ে আসবে নাকি সেও তাঁকে পদে পদে অপদস্থ করবে এবার সেটাই দেখার। এই সপ্তাহে টিআরপি তালিকায় 5.০ রেটিং পেয়েছে এই ধারাবাহিক।