ETV Bharat / entertainment

আগাম সতর্কবার্তা, রবিবাসরীয় সন্ধ্যায় আসছে 'পুষ্পা 2' ঝড় - ALLU ARJUN PUSHPA 2 RELEASE DATE

ধীরে ধীরে কমছে প্রতীক্ষার সময় ৷ প্রকাশ্যে এল আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা '2-এর ট্রেলার লঞ্চের তারিখ ৷

Pushpa 2 Trailer Update
আসছে 'পুষ্পা 2' ট্রেলার (ফিল্ম পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 7:08 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: বছরের সবথেকে বড় সিনেমার উৎসব পালনে প্রস্তুত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ৷ 5 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2:দ্য রুল' ৷ ইতিমধ্যেই ছবির দুটি গান ঝড় তুলেছে সোশাল মিডিয়ায় ৷ এসে গিয়েছে টিজারও ৷ তবে দর্শকরা ধামাকদার অ্যাকশনে ভরপুর ট্রেলার দেখার অপেক্ষায় ছিলেন ৷

দর্শকদের নিরাশ করলেন না অভিনেতা আল্লু ও 'পুষ্পা' ছবির নির্মাতারা ৷ কথা মতো সোমবার ঠিক বিকেল 4.05 মিনিটে জানিয়ে দেওয়া হল কবে আসবে বহু প্রতীক্ষিত 'পুষ্পা 2:দ্য রুল' ছবির ট্রেলার ৷ নতুন পোস্টার শেয়ার করে জানানো হয়েছে 17 নভেম্বর ঠিক সন্ধ্যা 6.03 মিনিটে ঝড় তুলতে আসবে 'পুষ্পা 2' ট্রেলার ৷

  • পুষ্পা 2 ট্রেলার আপডেট

নতুন পোস্টারে আল্লু অর্থাৎ পুষ্পার সোয়্যাগই আলাদা ৷ বাদামী রঙের পোশাকে পুষ্পার চোখে লাল কাঁচের চশমা ৷ কাঁধে বন্দুক ৷ হালকা করে কাঁধ বেঁকিয়ে এগিয়ে আসছেন সামনে দিকে ৷ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা ,"মাস ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগে এক্সপ্লোসিভ ব্যাঙ্গার সামনে আনা হল ৷ এক্সপিরিয়েন্স দ্য ম্যাসিভ পুষ্পা 2 দ্য রুল ট্রেলার 17 নভেম্বর সন্ধ্যে 6.03 মিনিটে ৷" জানানো হয়েছে ট্রেলার লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে পাটনাতে ৷

  • ছবি মুক্তির আগেই রেকর্ড

'পুষ্পা 2' মুক্তির আগেই ইতিহাস তৈরি করে ফেলেছে ৷ ওয়ার্ল্ডওয়াইড প্রায় 11 হাজার 500টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ ভারতীয় সিনেমায় একসঙ্গে এতগুলো প্রেক্ষাগৃহে ছবির মুক্তি নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে ৷ এর আগে এই রেকর্ড তৈরি করেছিল শাহরুখ খানের জওয়ান ছবি ৷ শুধু তাই নয়, টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আমেরিকায় রেকর্ড তৈরি করেছে আল্লুর বহু প্রতীক্ষিত ছবি ৷ ফার্স্টেস্ট ইন্ডিয়ান সিনেমা হিসাবে হাজার-হাজার টিকিট বিক্রি হয়েছে পুষ্পার ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে আমেরিকা ছাড়াও ব্রিটেন, ও অষ্ট্রেলিয়াতে ভালো সাড়া ফেলেছে ৷

  • শ্রীলীলার স্পেশাল পারফর্মম্যান্স

ফের একবার আইকনিক চরিত্র 'পুষ্পা' নিয়ে ফিরছেন আল্লু অর্জুন ৷ সঙ্গে শ্রীভল্লী রশ্মিকা মন্দানা ও ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে ফাহাদ ফাসিল ৷ এর আগে এই 'পুষ্পা' চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন ৷ সিক্যুয়েলে সেই তেজ বজায় থাকবে বলে আশা অনুরাগীদের ৷ অন্যদিকে, অভিনেত্রী শ্রীলীলার ঝলক আসতেই সেই উত্তেজনায় পারদে ঘি পড়েছে ৷ আইটেম গান 'কিসিক'-এ দেখা যাবে অভিনেত্রীকে ৷

  • পুষ্পা 2 মুক্তির তারিখ

প্রথমে অগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির ৷ পরে তা পিছিয়ে নিয়ে গিয়ে করা হয় 6 ডিসেম্বর ৷ তারপর ছবির মুক্তি একদিন এগিয়ে আনা হয় ৷ 5 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2:দ্য রুল' ৷ বড়দিনের আগে বড়পর্দায় বড় ধামাকা করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷

হায়দরাবাদ, 11 নভেম্বর: বছরের সবথেকে বড় সিনেমার উৎসব পালনে প্রস্তুত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ৷ 5 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2:দ্য রুল' ৷ ইতিমধ্যেই ছবির দুটি গান ঝড় তুলেছে সোশাল মিডিয়ায় ৷ এসে গিয়েছে টিজারও ৷ তবে দর্শকরা ধামাকদার অ্যাকশনে ভরপুর ট্রেলার দেখার অপেক্ষায় ছিলেন ৷

দর্শকদের নিরাশ করলেন না অভিনেতা আল্লু ও 'পুষ্পা' ছবির নির্মাতারা ৷ কথা মতো সোমবার ঠিক বিকেল 4.05 মিনিটে জানিয়ে দেওয়া হল কবে আসবে বহু প্রতীক্ষিত 'পুষ্পা 2:দ্য রুল' ছবির ট্রেলার ৷ নতুন পোস্টার শেয়ার করে জানানো হয়েছে 17 নভেম্বর ঠিক সন্ধ্যা 6.03 মিনিটে ঝড় তুলতে আসবে 'পুষ্পা 2' ট্রেলার ৷

  • পুষ্পা 2 ট্রেলার আপডেট

নতুন পোস্টারে আল্লু অর্থাৎ পুষ্পার সোয়্যাগই আলাদা ৷ বাদামী রঙের পোশাকে পুষ্পার চোখে লাল কাঁচের চশমা ৷ কাঁধে বন্দুক ৷ হালকা করে কাঁধ বেঁকিয়ে এগিয়ে আসছেন সামনে দিকে ৷ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা ,"মাস ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগে এক্সপ্লোসিভ ব্যাঙ্গার সামনে আনা হল ৷ এক্সপিরিয়েন্স দ্য ম্যাসিভ পুষ্পা 2 দ্য রুল ট্রেলার 17 নভেম্বর সন্ধ্যে 6.03 মিনিটে ৷" জানানো হয়েছে ট্রেলার লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে পাটনাতে ৷

  • ছবি মুক্তির আগেই রেকর্ড

'পুষ্পা 2' মুক্তির আগেই ইতিহাস তৈরি করে ফেলেছে ৷ ওয়ার্ল্ডওয়াইড প্রায় 11 হাজার 500টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ ভারতীয় সিনেমায় একসঙ্গে এতগুলো প্রেক্ষাগৃহে ছবির মুক্তি নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে ৷ এর আগে এই রেকর্ড তৈরি করেছিল শাহরুখ খানের জওয়ান ছবি ৷ শুধু তাই নয়, টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আমেরিকায় রেকর্ড তৈরি করেছে আল্লুর বহু প্রতীক্ষিত ছবি ৷ ফার্স্টেস্ট ইন্ডিয়ান সিনেমা হিসাবে হাজার-হাজার টিকিট বিক্রি হয়েছে পুষ্পার ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে আমেরিকা ছাড়াও ব্রিটেন, ও অষ্ট্রেলিয়াতে ভালো সাড়া ফেলেছে ৷

  • শ্রীলীলার স্পেশাল পারফর্মম্যান্স

ফের একবার আইকনিক চরিত্র 'পুষ্পা' নিয়ে ফিরছেন আল্লু অর্জুন ৷ সঙ্গে শ্রীভল্লী রশ্মিকা মন্দানা ও ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে ফাহাদ ফাসিল ৷ এর আগে এই 'পুষ্পা' চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন ৷ সিক্যুয়েলে সেই তেজ বজায় থাকবে বলে আশা অনুরাগীদের ৷ অন্যদিকে, অভিনেত্রী শ্রীলীলার ঝলক আসতেই সেই উত্তেজনায় পারদে ঘি পড়েছে ৷ আইটেম গান 'কিসিক'-এ দেখা যাবে অভিনেত্রীকে ৷

  • পুষ্পা 2 মুক্তির তারিখ

প্রথমে অগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির ৷ পরে তা পিছিয়ে নিয়ে গিয়ে করা হয় 6 ডিসেম্বর ৷ তারপর ছবির মুক্তি একদিন এগিয়ে আনা হয় ৷ 5 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2:দ্য রুল' ৷ বড়দিনের আগে বড়পর্দায় বড় ধামাকা করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.