বেঙ্গালুরু, 5 অক্টোবর: মুক্তির অপেক্ষায় আলিয়া ভাট-বেদাঙ্গ রায়না অভিনীত 'জিগরা' ৷ জোর কদমে চলছে ছবির প্রচার৷ বলিউড ডিভা 'জিগরা' ছবির প্রোমোশনে এবার হাজির হলেন গ্র্যামি পুরস্কারজয়ী ডিজে অ্যালান ওয়াকারের গানের শোয়ে৷ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সানবার্ন ফেস্টিভ্যালে মঞ্চে দেখা মিলল আলিয়ার ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল 'আলফা' অভিনেত্রীর নানা মুহূর্তের ছবি ৷ শুধু তাই নয়, এদিনের সঙ্গীতের মঞ্চে অনুরাগীদের সঙ্গে কন্নড় ভাষায় অভিবাদন করেন আলিয়া ৷ যা দেখে মুগ্ধ নেটপাড়া ৷
এদিন আলিয়াকে দেখা গিয়েছে, অফ-শোল্ডার ব্লু রঙের টপ, সঙ্গে ম্যাচিং স্কার্টে ৷ সালবার্ন ফেস্টিভ্যালের ইন্সটাগ্রাম পেজে আলিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে ৷ কোনওটায় তাঁকে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী ডিজে আলানের সঙ্গে ৷ আবার কোনওটায় রকমুডে দেখা গিয়েছে আলিয়াকে ৷ অনুষ্ঠানের পর বেশ কিছু অনুরাগীদের সঙ্গে ব্যাকস্টেজে ছবিও তোলেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী ৷
11 অক্টোবর মুক্তি পাচ্ছে 'জিগরা' ৷ ভাসান বালা পরিচালিত এই ছবির ট্রেলারে আলিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এর পর এই রকম মারকাটারি আলিয়াকে দেখে ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়ছে ৷ এই ছবিতে আলিয়ার চরিত্রের নাম সত্যা ৷ তাঁর ভাই অঙ্কুরের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না ৷ ট্রেলারের পরতে পরতে রয়েছেন উত্তেজনা ৷ বিভিন্ন বিপদ থেকে ভাইকে বাঁচানোর জন্য দিদির আপ্রাণ চেষ্টা, 2 মিনিটের ঝলকে সিনেমা দেখার তেষ্টা যেন আরও বাড়িয়ে দিয়েছে ৷
'দ্য আর্চিস'-এর পর বেদাঙ্গের এটা দ্বিতীয় ছবি ৷ এখানে আরও বেশি পরিণত লেগেছে অভিনেতাকে ৷ 'জিগরা' ছবির গানও শ্রোতাদের ভালো লাগতে শুরু করেছে ৷ দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে 'চল কুড়িয়ে' মনকাড়া ৷ এছাড়া 'ফুলো কা তারো কো...' গানের রিক্রিয়েট নস্ট্যালজিক করে তোলে ৷ এই গান আবার গেয়েছেন অভিনেতা রায়না স্বয়ং ৷ প্রসঙ্গত, ভাসান বালা সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয় 'মনিকা ও মাই ডার্লিং', 'পেডলার্স' ও 'মর্দ কো দর্দ নেহি হোতা' ছবির জন্য ৷