ETV Bharat / entertainment

25 বছর পরেও এআর রহমানের সুরে 'তাল সে তাল...' মেলান অনুরাগীরা - 25 Years of Taal

Celebrating 25 years of Taal: 1999 সালে মুক্তি পাওয়া ছবি 25 বছর পরও জনপ্রিয়তার শিখরে রয়েছে ৷ এ আর রহমানের সুরে ছবির প্রতিটি গান আজও দোলা লাগায় ৷ আজকের দিনেই মুক্তি পেয়েছিল সুভাষ ঘাইয়ের 'তাল' ৷ আরও একবার ঝালিয়ে নেওয়া যাক মিষ্টি মধুর গানের স্মৃতি ৷

Celebrating 25 years of Taal
'তাল' ছবির 25 বছর উদযাপন (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 12:53 PM IST

হায়দরাবাদ, 13 অগস্ট: পরিচালক সুভাষ ঘাইয়ের সিনেমা মানেই সেখানে ভালোবাসা থাকবে, আঘাত থাকবে, ড্রামা থাকবে আর থাকবে মনে রাখার মতো কিছু সুরেলা গান ৷ ঠিক এমন একটা ছবি 1999 সালের আজকের দিনে দর্শকদের উপহার দেন পরিচালক সুভাষ ৷ মুক্তি পায় 'তাল' ৷ ঐশ্বর্য রাই বচ্চন, অক্ষয় খান্না ও অনিল কাপুর অভিনীত মিউজিক্যাল রোমান্টিক ড্রামা পূর্ণ করল ছবি মুক্তির 25 বছর ৷

এদিন সোশাল মিডিয়ায় টিপস-এর তরফে পোস্ট করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "যখন ভালোবাসার সঙ্গে মিউজিক জুড়ে যায় তখন তাল তৈরি হয় ৷ সিনেমা মুক্তির 25 বছর উদযাপন ৷" নেটপাড়ায় অনুরাগীরাও নস্ট্যালজিক হয়ে পড়েন ৷ গানগুলি আজও সতেজ হাওয়ার মতো ছুঁয়ে যায়, মত অনুরাগীদের ৷

ভারতে স্বাধীনতা দিবসের আবহে এই ছবি মুক্তি পাওয়ার পর ঝড়় তোলে বক্সঅফিসে ৷ প্রথম ভারতীয় ছবি হিসাবে ভ্যারাইটি বক্সঅফিস তালিকায় জায়গা করে নেয় তাল ৷ পাশাপাশি শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয় সিনেমা ৷ 45তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট 12টি নমিনেশন পায় এই ছবি ৷ যার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক (সুভাষ ঘাই), সেরা অভিনেত্রী (ঐশ্বর্য রাই বচ্চন)-সহ আরও তিনটি অ্যাওয়ার্ড আসে ঝুলিতে ৷ সেরা সহ-অভিনেতার পুরস্কার পান অনিল কাপুর ৷ সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার পান এআর রহমান ও সেরা লিরিসিস্ট (ইশক বিনা)-এর পুরস্কার পান আনন্দ বক্সি ৷

আড়াই ঘণ্টার সিনেমায় গান ব্যবহার করা হয় মোট 12টি ৷ আনন্দ বক্সির লেখনীতে সুরের ছন্দ মেলে ধরেন রহমান ৷ তৈরি হয় 'কহি আগ লগে' থেকে শুরু করে 'তাল সে তাল মিলা', 'রামতা যোগি', 'নহি সামনে', 'করিয়ে না'-এর মতো কিছু আইকনিক গান ৷ যে গান আজও প্লে লিস্টে চালিয়ে গুন গুন করতে থাকেন শ্রোতারা ৷

হায়দরাবাদ, 13 অগস্ট: পরিচালক সুভাষ ঘাইয়ের সিনেমা মানেই সেখানে ভালোবাসা থাকবে, আঘাত থাকবে, ড্রামা থাকবে আর থাকবে মনে রাখার মতো কিছু সুরেলা গান ৷ ঠিক এমন একটা ছবি 1999 সালের আজকের দিনে দর্শকদের উপহার দেন পরিচালক সুভাষ ৷ মুক্তি পায় 'তাল' ৷ ঐশ্বর্য রাই বচ্চন, অক্ষয় খান্না ও অনিল কাপুর অভিনীত মিউজিক্যাল রোমান্টিক ড্রামা পূর্ণ করল ছবি মুক্তির 25 বছর ৷

এদিন সোশাল মিডিয়ায় টিপস-এর তরফে পোস্ট করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "যখন ভালোবাসার সঙ্গে মিউজিক জুড়ে যায় তখন তাল তৈরি হয় ৷ সিনেমা মুক্তির 25 বছর উদযাপন ৷" নেটপাড়ায় অনুরাগীরাও নস্ট্যালজিক হয়ে পড়েন ৷ গানগুলি আজও সতেজ হাওয়ার মতো ছুঁয়ে যায়, মত অনুরাগীদের ৷

ভারতে স্বাধীনতা দিবসের আবহে এই ছবি মুক্তি পাওয়ার পর ঝড়় তোলে বক্সঅফিসে ৷ প্রথম ভারতীয় ছবি হিসাবে ভ্যারাইটি বক্সঅফিস তালিকায় জায়গা করে নেয় তাল ৷ পাশাপাশি শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয় সিনেমা ৷ 45তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট 12টি নমিনেশন পায় এই ছবি ৷ যার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক (সুভাষ ঘাই), সেরা অভিনেত্রী (ঐশ্বর্য রাই বচ্চন)-সহ আরও তিনটি অ্যাওয়ার্ড আসে ঝুলিতে ৷ সেরা সহ-অভিনেতার পুরস্কার পান অনিল কাপুর ৷ সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার পান এআর রহমান ও সেরা লিরিসিস্ট (ইশক বিনা)-এর পুরস্কার পান আনন্দ বক্সি ৷

আড়াই ঘণ্টার সিনেমায় গান ব্যবহার করা হয় মোট 12টি ৷ আনন্দ বক্সির লেখনীতে সুরের ছন্দ মেলে ধরেন রহমান ৷ তৈরি হয় 'কহি আগ লগে' থেকে শুরু করে 'তাল সে তাল মিলা', 'রামতা যোগি', 'নহি সামনে', 'করিয়ে না'-এর মতো কিছু আইকনিক গান ৷ যে গান আজও প্লে লিস্টে চালিয়ে গুন গুন করতে থাকেন শ্রোতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.