ETV Bharat / entertainment

বিচ্ছেদ জল্পনা অতীত! 17 বছর একসঙ্গে কাটিয়ে দিলেন অভিষেক-ঐশ্বর্য - Aishwarya Abhishek Post - AISHWARYA ABHISHEK POST

Aishwarya-Abhishek Wedding Anniversary: দেখতে দেখতে বিয়ের 17 বছর সম্পন্ন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ বিচ্ছেদের জল্পনাকে কেন্দ্র করে বারবার তাঁরা খবরের শিরোনামে এসেছেন ৷ তবে যা শোনা গিয়েছে, সেটা যে শুধুই জল্পনা, ঐশ্বর্যর পোস্টেই তা স্পষ্ট ৷

Etv Bharat
অভিষেক-ঐশ্বর্যর বিবাহবার্ষিকী
author img

By ANI

Published : Apr 21, 2024, 5:17 PM IST

মুম্বই, 21 এপ্রিল: বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে বিয়ের 17তম জন্মদিন পালন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ মেয়ে আরাধ্যাকে নিয়ে শনিবার সোশাল মিডিয়ায় মিষ্টি একটি ছবি শেয়ার করেন ঐশ্বর্য ৷ অভিষেকও পারিবারিক ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ৷

ছবিতে দেখা গিয়েছে, ঐশ্বর্যকে দেখা গিয়েছে উজ্জ্বল রঙের লিপস্টিক পড়ে সেলফি তুলছেন ৷ সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে হাবি অভিষেক বচ্চনকে ৷ দুজনের সঙ্গে দেখা গিয়েছে মেয়ে আরাধ্যাকেও ৷ মা ঐশ্বর্যকে জড়িয়ে ধরা অবস্থায় দেখা যায় তাঁকে ৷ ছবিটি পোস্ট করে ঐশ্বর্য ব্যবহার করেন ভালোবাসার ইমোজি ৷ সহজ ভাষায়, একটা সম্পূর্ণ পরিবার বলতে যা বোঝায়, সেই ছবিই সোশালে শেয়ার করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷

2000 সালে অভিষেক-ঐশ্বর্য প্রথমবার একসঙ্গে কাজ করেন 'ঢাই অক্ষর প্রেম কে' ৷ গুঞ্জন, এই ছবিতে কাজ করার সময়ই একে অপরের কাছে আসেন তারকা জুটি ৷ সেই শুরু ৷ তারপর 2006 সালে এই জুটিকে দেখা যায় 'উমরাওজান' ছবিতে ৷ বন্ধুত্ব আরও গাঢ় হয় তারপর থেকেই ৷ এক ওপেরা উইনফ্রের শোয়ে অভিষেক জানিয়েছিলেন, যখন তিনি নিউইয়র্ককে একটি ছবির শুটিং করছিলেন, তখন তিনি হোটেল ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনেই ঐশ্বর্যকে বিয়ের কথা ভাবতেন ৷

এরপর 2007 সালে 'গুরু' ছবির প্রিমিয়ারে সেই হোটেলেই ওঠেন তাঁরা ৷ অভিষেকের মনে হয়, এটা কোনও সংকেত ৷ এরপরেই সেখানে অ্যাশকে বিয়ের প্রস্তাব দেন অভি ৷ ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা ৷ 2011 সালে তাঁদের কোলে আসে মেয়ে আরাধ্যা ৷ ছবির দিকে নজর দিলে দেখা যায়, অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছে 2023 সালে মুক্তি পাওয়া আর বালকি পরিচালিত 'ঘুমর' ছবিতে ৷ সুজিত সিরকারের আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ ছবির নাম 'বি হ্যাপি', যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷ অন্যদিকে, ঐশ্বর্যকে দেখা গিয়েছে মণি রত্নমের 'পণিয়ান সেলভন' পার্ট ওয়ান ও পার্ট টু-তে ৷

আরও পড়ুন

1. রণবীর কাপুরের 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার

2. প্রকাশ্যে বাফটা-র তারিখ, পাশাপাশি সামনে এল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার

3. লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত

মুম্বই, 21 এপ্রিল: বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে বিয়ের 17তম জন্মদিন পালন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ মেয়ে আরাধ্যাকে নিয়ে শনিবার সোশাল মিডিয়ায় মিষ্টি একটি ছবি শেয়ার করেন ঐশ্বর্য ৷ অভিষেকও পারিবারিক ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ৷

ছবিতে দেখা গিয়েছে, ঐশ্বর্যকে দেখা গিয়েছে উজ্জ্বল রঙের লিপস্টিক পড়ে সেলফি তুলছেন ৷ সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে হাবি অভিষেক বচ্চনকে ৷ দুজনের সঙ্গে দেখা গিয়েছে মেয়ে আরাধ্যাকেও ৷ মা ঐশ্বর্যকে জড়িয়ে ধরা অবস্থায় দেখা যায় তাঁকে ৷ ছবিটি পোস্ট করে ঐশ্বর্য ব্যবহার করেন ভালোবাসার ইমোজি ৷ সহজ ভাষায়, একটা সম্পূর্ণ পরিবার বলতে যা বোঝায়, সেই ছবিই সোশালে শেয়ার করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷

2000 সালে অভিষেক-ঐশ্বর্য প্রথমবার একসঙ্গে কাজ করেন 'ঢাই অক্ষর প্রেম কে' ৷ গুঞ্জন, এই ছবিতে কাজ করার সময়ই একে অপরের কাছে আসেন তারকা জুটি ৷ সেই শুরু ৷ তারপর 2006 সালে এই জুটিকে দেখা যায় 'উমরাওজান' ছবিতে ৷ বন্ধুত্ব আরও গাঢ় হয় তারপর থেকেই ৷ এক ওপেরা উইনফ্রের শোয়ে অভিষেক জানিয়েছিলেন, যখন তিনি নিউইয়র্ককে একটি ছবির শুটিং করছিলেন, তখন তিনি হোটেল ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনেই ঐশ্বর্যকে বিয়ের কথা ভাবতেন ৷

এরপর 2007 সালে 'গুরু' ছবির প্রিমিয়ারে সেই হোটেলেই ওঠেন তাঁরা ৷ অভিষেকের মনে হয়, এটা কোনও সংকেত ৷ এরপরেই সেখানে অ্যাশকে বিয়ের প্রস্তাব দেন অভি ৷ ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা ৷ 2011 সালে তাঁদের কোলে আসে মেয়ে আরাধ্যা ৷ ছবির দিকে নজর দিলে দেখা যায়, অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছে 2023 সালে মুক্তি পাওয়া আর বালকি পরিচালিত 'ঘুমর' ছবিতে ৷ সুজিত সিরকারের আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ ছবির নাম 'বি হ্যাপি', যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷ অন্যদিকে, ঐশ্বর্যকে দেখা গিয়েছে মণি রত্নমের 'পণিয়ান সেলভন' পার্ট ওয়ান ও পার্ট টু-তে ৷

আরও পড়ুন

1. রণবীর কাপুরের 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার

2. প্রকাশ্যে বাফটা-র তারিখ, পাশাপাশি সামনে এল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার

3. লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.