ETV Bharat / entertainment

স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে সারা, অভিনেত্রীকে কত মার্কস দিলেন অনুরাগীরা - Ae Watan Mere Watan Review - AE WATAN MERE WATAN REVIEW

Ae Watan Mere Watan on OTT: আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেল সারা আলি খান অভিনীত 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ৷ মুক্তির পর সোশাল মিডিয়ায় এই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া ৷

Etv Bharat
স্বাধীনতা সংগ্রামী ঊশা মেহতার চরিত্রে সারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 3:29 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ: বিগত কয়েক বছর ধরে বি-টাউনে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন সারা আলি খান ৷ 'কেদারনাথ' দিয়ে 2018 সালে বি-টাউনে জার্নি শুরু করে আজ প্রথম সারিতে উঠে এসেছেন সইফ-কন্যা ৷ নানা চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এবার তাঁকে দেখা গেল স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে ৷

মুক্তি পেয়েছে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ৷ সারার পাশাপাশি এই পিরিয়ড ড্রামায় নজর কেড়েছেন ইমরান হাশমি, আনন্দ তিওয়ারি, সচিন খেড়কর, অভয় বর্মা, স্পর্শ শ্রীবাস্তব, আলেক্স ওনেল-সহ আরও অনেককে ৷ 1942 সালে জাতির জনক মহাত্মা গান্ধি ইংরেজ বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ৷ তাঁর ডাকে দেশের লক্ষ লক্ষ যুবরা ঝাঁপ দেন দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে ৷ প্রথম সারিতে এগিয়ে আসেন 22 বছরের এক অকুতোভয় নারী ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা ৷ ব্রিটিশ রাজের বিরুদ্ধে যিনি সারা দেশকে জাগিয়ে তুলেছেন রেডিয়ো বার্তার মাধ্যমে ৷ সেই বায়োপিক এবার সিনেপর্দায় ৷

সিনে সমালোচক রোহিত জয়সওয়াল সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "একজন কম বয়সি স্বাধীনতা সংগ্রামীর জীবনী ফুটিয়ে তুলেছেন সারা আলি খান ৷ ইংরেজ শাসনের বিরুদ্ধে ঊষা মেহতার লড়াই উদ্বুদ্ধ করার মতো ৷ নিজস্ব রেডিয়ো স্টেশন বানিয়ে দেশের জনগণকে জাগিয়ে তোলার যে লড়াই তা গায়ে কাঁটা দেয় ৷ সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি ভালো লাগবে ৷ পাঁচে সাড়ে তিন স্টার দেওয়া যায় এই ছবিকে ৷"

এক অনুরাগী লিখেছেন, "অ্যায় ওয়াতন মেরে ওয়াতন ছবিটা দেখলাম ৷ সারা আলি খান দুর্দান্ত অভিনয় করেছেন ৷ এখনও পর্যন্ত সারার সেরা অভিনয় ৷ পরিচালক ও অনান্য অভিনেতারাও খুব ভালো কাজ করেছেন ৷" অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, "সারা আলি খান খুব খারাপ অভিনেতা ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে মোটেও মানায়নি ৷ খুব বাজে অভিনয় ৷"

দেশের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক দেশপ্রেমী রয়েছেন যাঁদের নিঃস্বার্থ ত্যাগ অনেকে ভুলে গিয়েছেন ৷ ইতিহাসে তাঁদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে ৷ তেমনই এক দেশপ্রেমিক ঊষা মেহতা ৷ 21 মার্চ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷

আরও পড়ুন:

1. জাপানের ভূমিকম্পে 28 তলায় আটকে রাজামৌলি, কেমন আছেন, জানালেন ছেলে

2. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক

3. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

হায়দরাবাদ, 21 মার্চ: বিগত কয়েক বছর ধরে বি-টাউনে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন সারা আলি খান ৷ 'কেদারনাথ' দিয়ে 2018 সালে বি-টাউনে জার্নি শুরু করে আজ প্রথম সারিতে উঠে এসেছেন সইফ-কন্যা ৷ নানা চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এবার তাঁকে দেখা গেল স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে ৷

মুক্তি পেয়েছে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ৷ সারার পাশাপাশি এই পিরিয়ড ড্রামায় নজর কেড়েছেন ইমরান হাশমি, আনন্দ তিওয়ারি, সচিন খেড়কর, অভয় বর্মা, স্পর্শ শ্রীবাস্তব, আলেক্স ওনেল-সহ আরও অনেককে ৷ 1942 সালে জাতির জনক মহাত্মা গান্ধি ইংরেজ বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ৷ তাঁর ডাকে দেশের লক্ষ লক্ষ যুবরা ঝাঁপ দেন দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে ৷ প্রথম সারিতে এগিয়ে আসেন 22 বছরের এক অকুতোভয় নারী ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা ৷ ব্রিটিশ রাজের বিরুদ্ধে যিনি সারা দেশকে জাগিয়ে তুলেছেন রেডিয়ো বার্তার মাধ্যমে ৷ সেই বায়োপিক এবার সিনেপর্দায় ৷

সিনে সমালোচক রোহিত জয়সওয়াল সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "একজন কম বয়সি স্বাধীনতা সংগ্রামীর জীবনী ফুটিয়ে তুলেছেন সারা আলি খান ৷ ইংরেজ শাসনের বিরুদ্ধে ঊষা মেহতার লড়াই উদ্বুদ্ধ করার মতো ৷ নিজস্ব রেডিয়ো স্টেশন বানিয়ে দেশের জনগণকে জাগিয়ে তোলার যে লড়াই তা গায়ে কাঁটা দেয় ৷ সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি ভালো লাগবে ৷ পাঁচে সাড়ে তিন স্টার দেওয়া যায় এই ছবিকে ৷"

এক অনুরাগী লিখেছেন, "অ্যায় ওয়াতন মেরে ওয়াতন ছবিটা দেখলাম ৷ সারা আলি খান দুর্দান্ত অভিনয় করেছেন ৷ এখনও পর্যন্ত সারার সেরা অভিনয় ৷ পরিচালক ও অনান্য অভিনেতারাও খুব ভালো কাজ করেছেন ৷" অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, "সারা আলি খান খুব খারাপ অভিনেতা ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে মোটেও মানায়নি ৷ খুব বাজে অভিনয় ৷"

দেশের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক দেশপ্রেমী রয়েছেন যাঁদের নিঃস্বার্থ ত্যাগ অনেকে ভুলে গিয়েছেন ৷ ইতিহাসে তাঁদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে ৷ তেমনই এক দেশপ্রেমিক ঊষা মেহতা ৷ 21 মার্চ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷

আরও পড়ুন:

1. জাপানের ভূমিকম্পে 28 তলায় আটকে রাজামৌলি, কেমন আছেন, জানালেন ছেলে

2. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক

3. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.