ETV Bharat / business

চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8%, 2026-এ 4.4 শতাংশের লক্ষ্যমাত্রা - UNION BUDGET 2025

বাজেটে দরিদ্রদের খাদ্য, যুবক-যুবতীদের কর্মসংস্থান, মহিলাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি সরকার তার রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যও নির্ধারণ করেছে।

Budget 2025 Fiscal Deficit
চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8% (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 6:59 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছরের জন্য দেশের মানুষের অর্থনৈতিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের প্রস্তাব পেশ করা হয়েছে ৷ বাজেটে দরিদ্রদের খাদ্য, যুবক-যুবতীদের কর্মসংস্থান, কৃষকদের পর্যাপ্ত আয় এবং মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, পাশাপাশি সরকার তার রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যও নির্ধারণ করেছে।

বাজেট প্রস্তাবে 2025-26 অর্থবর্ষে রাজস্ব ঘাটতি মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) 4.4 শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ধরা হয়েছে 4.8 শতাংশ। রাজস্ব ঘাটতি পূরণের জন্য, কেন্দ্র সরকার আগামী আর্থিক বছরে বাজার থেকে 11.54 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সীতারামন জানান, 2025-26 আর্থিক বছরে মোট 50.65 লক্ষ কোটি টাকার ব্যয় অনুমান করা হয়েছে। নিট কর বাবদ প্রাপ্তি 28.37 লক্ষ কোটি টাকা হতে পারে। এর সঙ্গে 2024-25 অর্থবর্ষে মোট ব্যয়ের সংশোধিত অনুমানিক অঙ্ক 47.16 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে, যার মূলধন ব্যয় 10.18 লক্ষ কোটি টাকা। ধার ব্যতীত মোট প্রাপ্তির সংশোধিত অনুমানিক অঙ্ক 31.47 লক্ষ কোটি টাকা, যার মধ্যে নিট কর বাবদ প্রাপ্তি 25.57 লক্ষ কোটি টাকা৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদিকে 2025-26 আর্থিক বছরের সাধারণ বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় কর ছাড়ের ঘোষণা করেছেন, অন্যদিকে তিনি পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি নীলনকশা সংসদে তুলে ধরেছেন। লোকসভায় তার টানা অষ্টম বাজেট পেশ করে, সীতারামন পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য বিমা খাতে এফডিআই-এর (প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ) সীমা 74 শতাংশ থেকে 100 শতাংশে উন্নীত করার পাশাপাশি আয়কর আইন সরল করার প্রস্তাবও দিয়েছেন।

কেন্দ্র সরকার 2025-26-এর বাজেটে মোট সরকারি ব্যয় 50.65 লক্ষ কোটি টাকা নির্ধারণ করেছে। এটি আগের আর্থিক বছরের 2024-25-এ 47.16 লক্ষ কোটি টাকা ছিল, যা সংশোধিত অনুমানের তুলনায় বেশি।

আরও বেশি
মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর
আসন বাড়বে আইআইটিতে, সরকারি স্কুলে ইন্টারনেট ! শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা বাজেটে
দেশে 120টি নতুন বিমানবন্দর তৈরি করবে কেন্দ্র, UDAN প্রকল্প নিয়ে ঘোষণা বাজেটে

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছরের জন্য দেশের মানুষের অর্থনৈতিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের প্রস্তাব পেশ করা হয়েছে ৷ বাজেটে দরিদ্রদের খাদ্য, যুবক-যুবতীদের কর্মসংস্থান, কৃষকদের পর্যাপ্ত আয় এবং মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, পাশাপাশি সরকার তার রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যও নির্ধারণ করেছে।

বাজেট প্রস্তাবে 2025-26 অর্থবর্ষে রাজস্ব ঘাটতি মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) 4.4 শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ধরা হয়েছে 4.8 শতাংশ। রাজস্ব ঘাটতি পূরণের জন্য, কেন্দ্র সরকার আগামী আর্থিক বছরে বাজার থেকে 11.54 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সীতারামন জানান, 2025-26 আর্থিক বছরে মোট 50.65 লক্ষ কোটি টাকার ব্যয় অনুমান করা হয়েছে। নিট কর বাবদ প্রাপ্তি 28.37 লক্ষ কোটি টাকা হতে পারে। এর সঙ্গে 2024-25 অর্থবর্ষে মোট ব্যয়ের সংশোধিত অনুমানিক অঙ্ক 47.16 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে, যার মূলধন ব্যয় 10.18 লক্ষ কোটি টাকা। ধার ব্যতীত মোট প্রাপ্তির সংশোধিত অনুমানিক অঙ্ক 31.47 লক্ষ কোটি টাকা, যার মধ্যে নিট কর বাবদ প্রাপ্তি 25.57 লক্ষ কোটি টাকা৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদিকে 2025-26 আর্থিক বছরের সাধারণ বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় কর ছাড়ের ঘোষণা করেছেন, অন্যদিকে তিনি পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি নীলনকশা সংসদে তুলে ধরেছেন। লোকসভায় তার টানা অষ্টম বাজেট পেশ করে, সীতারামন পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য বিমা খাতে এফডিআই-এর (প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ) সীমা 74 শতাংশ থেকে 100 শতাংশে উন্নীত করার পাশাপাশি আয়কর আইন সরল করার প্রস্তাবও দিয়েছেন।

কেন্দ্র সরকার 2025-26-এর বাজেটে মোট সরকারি ব্যয় 50.65 লক্ষ কোটি টাকা নির্ধারণ করেছে। এটি আগের আর্থিক বছরের 2024-25-এ 47.16 লক্ষ কোটি টাকা ছিল, যা সংশোধিত অনুমানের তুলনায় বেশি।

আরও বেশি
মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর
আসন বাড়বে আইআইটিতে, সরকারি স্কুলে ইন্টারনেট ! শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা বাজেটে
দেশে 120টি নতুন বিমানবন্দর তৈরি করবে কেন্দ্র, UDAN প্রকল্প নিয়ে ঘোষণা বাজেটে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.