কলকাতা, 2 এপ্রিল: সোমবার অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন আর্থিক বছর ৷ আর 2024-25 অর্থবর্ষের সঙ্গেই পরিবর্তিত হয়েছে একাধিক পুরনো নিয়ম এবং কার্যকর হল নয়া নিয়ম ৷ এর মধ্যে রয়েছে চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবং অবসরপ্রাপ্তদের জন্য ন্যাশনাল পেমেন্ট সিস্টেম ৷ প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট স্থানান্তর ও এনপিএস-এর ক্ষেত্রে লগইন করতে গেলে এই নতুন নিয়ম মানতে হবে গ্রাহকদের ৷ কী এই নিয়মগুলি চলুন জেনে নিই ৷
প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট স্থানান্তর: নতুন আর্থিক বছরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএপও)-এর অ্যাকাউন্ট স্থানান্তর করা হল সহজতর । আপনি ধরুন চাকরি পরিবর্তন করেছেন ৷ চাকরির সঙ্গে সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা টাকা স্থানান্তর করতে চান ৷ কিন্তু আগে হলে আপনাকে ফর্ম 13 পূরণ করে নতুন চাকরির সংস্থায় আওতায় অ্যাকাউন্ট সরাতে হত ৷ তবে এবার সেই ঝক্কি আর পোহাতে হবে না ৷ কারণ নয়া নিয়মে আপনি চাকরি পরিবর্তন করলে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অন্য কোম্পানিতে স্থানান্তরিত হবে।
নতুন নিয়মে চাকরি পরিবর্তন করলে সহজেই অন্য পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য 1 এপ্রিল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি স্বয়ংক্রিয় সিস্টেম চালু করেছে । এতে কাজে আসবে পিএফের অনলাইন পোর্টাল ৷ এই পোর্টালের মাধ্যমে যেকোনও ব্যক্তি পুরনো কর্মরত সংস্থার টাকা নতুন কোম্পানিতে স্থানান্তর করতে পারবেন ৷ অবসর গ্রহণকালে টাকা পেতে আরও সুবিধা হবে ৷ পেনশনের টাকাও একইভাবে সরিয়ে নেওয়া যাবে নয়া কর্মরত সংস্থায় ৷
এনপিএস লগ ইন নিয়মে পরিবর্তন: নতুন আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গেই ন্যাশনাল পেমেন্ট সিস্টেম সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে, যা জালিয়াতির সমস্যা থেকে অ্যাকউন্টকে রক্ষা করবে । আপনি যদি একটি এনপিএস অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে আপনার এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করার প্রক্রিয়ার পরিবর্তনগুলি সম্পর্কে জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ ৷
এনপিএস তথা ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যকাউন্টে লগ ইন করতে গেলে এবার থেকে গ্রাহকদের 2 ফ্যাক্টর ভেরিফিকেশন প্রয়োজন ৷ আগে যেমন গ্রাহকরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এনপিএস খুলতে পারতেন ৷ এখন থেকে শুধু এই দুটি দিয়ে অ্যাকাউন্ট খোলা যানে না ৷ অ্যাকাউন্ট সঙ্গে যোগ করা হয়েছে আধার কার্ড ৷ অর্থাৎ ইউজার আইডি ও পাসওয়ার্ডের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে আধার নম্বর ব্যবহার করতে হবে ৷ আধার নম্বর দিলে আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে আসবে ওটিপি ৷ সেই ওটিপি দিয়ে আপনি এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন ৷
জালিয়াতি রুখতে নয়া নিয়ম: সকল গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে লগইন করতে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে ৷ গ্রাহকদের সঞ্চয়কে সুরিক্ষিত করতেই এই নয়া ব্যবস্থা বলে জানানো হয়েছে এনপিএস ট্রাস্টি বোর্ডের তরফে ৷ কারণ অনেক ক্ষেত্রেই জালিয়াতদের খপ্পরে পড়েন বয়স্ক মানুষেরা এবং বৃদ্ধ বয়সের সঞ্চয় খোয়ান তাঁরা ৷
আরও পড়ুন: