ETV Bharat / business

আপনি ইউটিউবার ? কত টাকা আয়ের উপর কত Tax দিতে হবে জানেন ? - Tax On YouTube Earnings - TAX ON YOUTUBE EARNINGS

Youtuber's Income Tax: বিগত কয়েক বছর ধরে ইউটিউব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে । যেহেতু, এক্ষেত্রে আয় ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন থেকে আসে, তাই এটি ব্যবসায়িক আয় হিসাবে বিবেচিত হয় । এর থেকে উপার্জন করযোগ্য কিনা, তা বেশিরভাগ ইউটিউবারই জানেন না। চলুন জেনে নেওয়া যাক...

Tax On YouTube Earnings
ইউটিউব থেকে কত টাকা আয়ের উপর কত Tax দিতে হবে জানেন ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 4:13 PM IST

কলকাতা, 4 অগস্ট: বিগত কয়েক বছর ধরে ইউটিউব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে । আয়কর আইন 1961 অনুযায়ী, এর থেকে উপার্জন করযোগ্য কিনা তা বেশিরভাগ লোকই জানেন না। কিন্তু এর থেকে অর্জিত আয়ের উপরেও কর দিতে হয় । ইউটিউব থেকে আয়ের বেশিরভাগই ব্যবসায়িক আয় হিসাবে বিবেচিত হয়।

আপনার ইউটিউব থেকে যদি 1 কোটি টাকার বেশি আয় হয়, তাহলে আয়করের 44AB ধারা অনুযায়ী আপনার আয়কর বিবেচনাধীন। এছাড়াও, আয়ের উৎসে কর ছাড় বা টিডিএস (TDS) আপনার আয়ের উপর প্রযোজ্য হবে এবং আপনি ফর্ম 26AS-এর মাধ্যমে আপনার টিডিএস-এর পরিমাণ অনলাইনেই জেনে নিতে পারেন। যদি আপনার আয় আপনার ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন থেকে আসে, তবে এটি ব্যবসায়িক আয় হিসাবে বিবেচিত হয় । বিজ্ঞাপন থেকে আয়ের ক্ষেত্রে 18 শতাংশ GST অর্থাৎ 9 শতাংশ CGST এবং 9 শতাংশ SGST রয়েছে ৷

Tax On YouTube Earnings
বিগত কয়েক বছর ধরে ইউটিউব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে । (ইটিভি ভারত)

ইউটিউব থেকে আয়ের ক্ষেত্রে করের জটিল নিয়ম

কন্টেন্ট স্রষ্টাদের, বিশেষ করে যাঁরা YouTube থেকে উপার্জন করছেন, তাঁদের পেমেন্ট থেকে 15 শতাংশ কর ছাড় পেতে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ৷ এখানে তাঁরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বা মার্কিন ট্যাক্সের আওতায় পড়েন না। শুধু প্যান কার্ড আপলোড করাই যথেষ্ট নয়। এর জন্য ইউটিউবারদের ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট (টিআরসি)-এর মতো নথিপত্রও জমা দিতে হয়। কনটেন্ট ক্রিয়েটারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে টিডিএস হিসাবে অনেকটাই টাকা দিতে হতে পারে।

ইউটিউবারের প্রদত্ত তথ্য এবং আয়কর সংক্রান্ত ছাড়ের দাবিতে সন্তুষ্ট হলে, আয়কর বিভাগের কর্তা 10FB-এ ফর্মের জন্য ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট (TRC) চাইতে পারেন । এখানে মনে রাখতে হবে যে, টিআরসি ইস্যু এবং এর ইস্যু করার সময়সীমা আবেদনের মূল্যায়নকারী আয়কর বিভাগের কর্তার বিবেচনার উপর নির্ভরশীল ।

Tax On YouTube Earnings
বিজ্ঞাপন থেকে আয়ের ক্ষেত্রে 18 শতাংশ GST দিতে হয় (ইটিভি ভারত)

টিডিএস ছাড়ের ক্ষেত্রে ফর্ম 15H

ফর্ম 15H হল টিডিএস ছাড়ের জন্য একটি স্ব-ঘোষণাপত্র যা নির্দিষ্ট উপার্জনকারী একজন যোগ্য ব্যক্তি জমা দিতে পারেন। তবে ওই উপার্জনকারীকে প্রাসঙ্গিক আর্থিক বছরে অবশ্যই ভারতের আয়করদাতা বাসিন্দা (ট্যাক্স রেসিডেন্ট) হতে হবে।

Tax On YouTube Earnings
আয়কর আইন 1961 অনুযায়ী, এর থেকে উপার্জন করযোগ্য কিনা তা বেশিরভাগ লোকই জানেন না (ইটিভি ভারত)

ইউটিউবার, ফ্রিল্যান্সারদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ

ইউটিউবার, ফ্রিল্যান্সারদের জন্যও আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 জুলাই। তবে ইউটিউবার, ফ্রিল্যান্সার আয়কর আইনের 44AB ধারার অধীনে অডিটের জন্য অতিরিক্ত সময় পাবেন ৷ সে ক্ষেত্রে ইউটিউবাররা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য 31 অক্টোবর পর্যন্ত সময় পাবেন। তবে ফ্রিল্যান্সারকে 30 সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স অডিট রিপোর্ট জমা দিতে হবে ।

কলকাতা, 4 অগস্ট: বিগত কয়েক বছর ধরে ইউটিউব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে । আয়কর আইন 1961 অনুযায়ী, এর থেকে উপার্জন করযোগ্য কিনা তা বেশিরভাগ লোকই জানেন না। কিন্তু এর থেকে অর্জিত আয়ের উপরেও কর দিতে হয় । ইউটিউব থেকে আয়ের বেশিরভাগই ব্যবসায়িক আয় হিসাবে বিবেচিত হয়।

আপনার ইউটিউব থেকে যদি 1 কোটি টাকার বেশি আয় হয়, তাহলে আয়করের 44AB ধারা অনুযায়ী আপনার আয়কর বিবেচনাধীন। এছাড়াও, আয়ের উৎসে কর ছাড় বা টিডিএস (TDS) আপনার আয়ের উপর প্রযোজ্য হবে এবং আপনি ফর্ম 26AS-এর মাধ্যমে আপনার টিডিএস-এর পরিমাণ অনলাইনেই জেনে নিতে পারেন। যদি আপনার আয় আপনার ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন থেকে আসে, তবে এটি ব্যবসায়িক আয় হিসাবে বিবেচিত হয় । বিজ্ঞাপন থেকে আয়ের ক্ষেত্রে 18 শতাংশ GST অর্থাৎ 9 শতাংশ CGST এবং 9 শতাংশ SGST রয়েছে ৷

Tax On YouTube Earnings
বিগত কয়েক বছর ধরে ইউটিউব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে । (ইটিভি ভারত)

ইউটিউব থেকে আয়ের ক্ষেত্রে করের জটিল নিয়ম

কন্টেন্ট স্রষ্টাদের, বিশেষ করে যাঁরা YouTube থেকে উপার্জন করছেন, তাঁদের পেমেন্ট থেকে 15 শতাংশ কর ছাড় পেতে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ৷ এখানে তাঁরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বা মার্কিন ট্যাক্সের আওতায় পড়েন না। শুধু প্যান কার্ড আপলোড করাই যথেষ্ট নয়। এর জন্য ইউটিউবারদের ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট (টিআরসি)-এর মতো নথিপত্রও জমা দিতে হয়। কনটেন্ট ক্রিয়েটারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে টিডিএস হিসাবে অনেকটাই টাকা দিতে হতে পারে।

ইউটিউবারের প্রদত্ত তথ্য এবং আয়কর সংক্রান্ত ছাড়ের দাবিতে সন্তুষ্ট হলে, আয়কর বিভাগের কর্তা 10FB-এ ফর্মের জন্য ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট (TRC) চাইতে পারেন । এখানে মনে রাখতে হবে যে, টিআরসি ইস্যু এবং এর ইস্যু করার সময়সীমা আবেদনের মূল্যায়নকারী আয়কর বিভাগের কর্তার বিবেচনার উপর নির্ভরশীল ।

Tax On YouTube Earnings
বিজ্ঞাপন থেকে আয়ের ক্ষেত্রে 18 শতাংশ GST দিতে হয় (ইটিভি ভারত)

টিডিএস ছাড়ের ক্ষেত্রে ফর্ম 15H

ফর্ম 15H হল টিডিএস ছাড়ের জন্য একটি স্ব-ঘোষণাপত্র যা নির্দিষ্ট উপার্জনকারী একজন যোগ্য ব্যক্তি জমা দিতে পারেন। তবে ওই উপার্জনকারীকে প্রাসঙ্গিক আর্থিক বছরে অবশ্যই ভারতের আয়করদাতা বাসিন্দা (ট্যাক্স রেসিডেন্ট) হতে হবে।

Tax On YouTube Earnings
আয়কর আইন 1961 অনুযায়ী, এর থেকে উপার্জন করযোগ্য কিনা তা বেশিরভাগ লোকই জানেন না (ইটিভি ভারত)

ইউটিউবার, ফ্রিল্যান্সারদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ

ইউটিউবার, ফ্রিল্যান্সারদের জন্যও আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 জুলাই। তবে ইউটিউবার, ফ্রিল্যান্সার আয়কর আইনের 44AB ধারার অধীনে অডিটের জন্য অতিরিক্ত সময় পাবেন ৷ সে ক্ষেত্রে ইউটিউবাররা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য 31 অক্টোবর পর্যন্ত সময় পাবেন। তবে ফ্রিল্যান্সারকে 30 সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স অডিট রিপোর্ট জমা দিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.