নয়াদিল্লি, 22 জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ (২২ জুলাই), সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে অর্থনৈতিক সমীক্ষা 2023-24 পেশ করবেন । এই নথি অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার তত্ত্বাবধানে অর্থনৈতিক বিষয়ক বিভাগের তৈরি । এটি দেশের অর্থনীতির একটি রিপোর্ট কার্ড এবং আর্থিক বৃদ্ধির গতি প্রকৃতি নির্দেশ করে । অর্থনৈতিক সমীক্ষা হল কেন্দ্রীয় বাজেটের ঠিক আগে তৈরি একটি গুরুত্বপূর্ণ নথি। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলির একটি বিস্তৃত বিশ্লেষণ প্রদান করে।
মঙ্গলবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন নবগঠিত এনডিএ সরকারের প্রথম বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, জয়ন্ত চৌধুরী, পঙ্কজ চৌধুরী, কীর্তিবর্ধন সিং এবং সুকান্ত মজুমদার আজ লোকসভায় নথিটি বাদল অধিবেশনে পেশ করবেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাশাপাশি, আজ কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া লোকসভায় কেন্দ্রীয় ভবন এবং অন্যান্য নির্মাণ শ্রমিকদের উপদেষ্টা কমিটিতে দুই সদস্যের নির্বাচনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করবেন ।
আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী সীতারামন । প্রসঙ্গত, এটি তাঁর ষষ্ঠ পূর্ণ বাজেট এবং সামগ্রিকভাবে তাঁর সপ্তম বাজেট বক্তৃতা । অর্থনৈতিক সমীক্ষা 2023-24 দেশের বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করবে এবং পূর্ববর্তী বছরের একটি অর্থনৈতিক বিশ্লেষণ তুলে ধরবে। পাশাপাশি, এটি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাসও দেবে ।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের নেতৃত্বে অর্থনীতিবিদদের একটি দল এই অর্থনৈতিক সমীক্ষাটি তৈরি করছে । প্রচলিত ধারা অনুযায়ী, অর্থনৈতিক সমীক্ষায় কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বাজেট ঘাটতির তথ্য-সহ দেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের পরিসংখ্যানগত তথ্য তুলে ধরে এবং বিশ্লেষণ করে ।