ETV Bharat / business

লক্ষ্মীবারে বঙ্গের বাজারে বাংলাদেশি ইলিশ, কত দামে পাতে উঠবে রুপোলি শস্য ? - Bangladesh Exports Hilsa - BANGLADESH EXPORTS HILSA

Bangladeshi Ilish: পুজোর মরশুমে ভোজরসিকদের পাতে পড়বে বাংলাদেশি ইলিশ ৷ তবে এর জন্য কত টাকা গুনতে হবে, কী বলছে বাজার ? জেনে নিন...

Bangladeshi Hilsa at Bengal Market
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 11:06 PM IST

হাওড়া, 25 সেপ্টেম্বর: চলতি বছর দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ পাঠাতে অস্বীকার করেছিল বাংলাদেশের অস্থায়ী সরকার ৷ যদিও পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতিতে অবশেষে ভারতে তথা পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশ । যদিও চাহিদা অনুযায়ী যোগান কতটা থাকবে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না । মৎস্যপ্রেমী বঙ্গবাসীর পকেটে কতটা টান দেবে পদ্মার ইলিশ তাই নিয়েও রয়েছে জল্পনা ।

সূত্রের খবর, চলতি সপ্তাহের শনিবারের মধ্যে রাজ্যের প্রায় সব পাইকারি বাজারে মিলবে পদ্মার ইলিশ । হাওড়া, পাতিপুকুর ও শিয়ালদা-সহ শিলিগুড়ির বাজারে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন' । চলতি সপ্তাহের বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশের প্রথম কিস্তি । সেদিনই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে রুপোলি শস্য । আর শুক্রবার থেকেই রাজ্যের খুচরো মাছ বাজারে পাওয়া যাবে বাংলাদেশি ইলিশ । 'ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন' সূত্রে জানা যাচ্ছে, বাংলার মৎস্য আমদানিকারক সংগঠনের সঙ্গে ইলিশ পাঠানোর ব্যাপারে সহমত পোষণ করেছে বাংলাদেশের ইলিশ রফতানির বরাত পাওয়া সংগঠনও ।

বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা যাচ্ছে, বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় । এই অনুমতির মেয়াদ আগামী 12 অক্টোবর পর্যন্ত । চলতি বছরে ধাপে ধাপে মোট 2420 মেট্রিক টন ইলিশ রফতানি অনুমোদন দিয়েছে বাংলাদেশের অস্থায়ী সরকার । সমস্ত প্রস্তুতি শেষ করে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশ ভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে । সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা বলেই জানা যাচ্ছে ।

মৎস্য আমদানিকারক সংস্থা সূত্রের খবর, গত বছর যেখানে কেজি প্রতি 1200-1400 টাকা দরে বিক্রি হয়েছিল বাংলাদেশের ইলিশ । তবে এবার সেই দাম আরও বেশি হবে । গত বছর 3950 মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছিল, সেখানে চলতি বছরে 1530 মেট্রিক টন মাছ কম আসছে ।

এই বিষয়ে 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, "12 অক্টোবর পর্যন্ত আমদানির ছাড়পত্র পাওয়া গিয়েছে । তবে এই বছরে মাত্র 2420 মেট্রিক টন মাছ আসবে । এই বছর মাছের দাম বেশি হবে । প্রতি কেজি 1500 টাকার নীচে মাছের দাম হবে না । যদিও 800 গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের মাছ থাকবে । বৃহস্পতিবার সকালে হাওড়াতে মাছ ঢুকবে না, এখানে আসবে বিকেলের দিকে । 12 অক্টোবর পর্যন্ত রোজই ইলিশ আসতে থাকবে ।"

হাওড়া, 25 সেপ্টেম্বর: চলতি বছর দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ পাঠাতে অস্বীকার করেছিল বাংলাদেশের অস্থায়ী সরকার ৷ যদিও পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতিতে অবশেষে ভারতে তথা পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশ । যদিও চাহিদা অনুযায়ী যোগান কতটা থাকবে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না । মৎস্যপ্রেমী বঙ্গবাসীর পকেটে কতটা টান দেবে পদ্মার ইলিশ তাই নিয়েও রয়েছে জল্পনা ।

সূত্রের খবর, চলতি সপ্তাহের শনিবারের মধ্যে রাজ্যের প্রায় সব পাইকারি বাজারে মিলবে পদ্মার ইলিশ । হাওড়া, পাতিপুকুর ও শিয়ালদা-সহ শিলিগুড়ির বাজারে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন' । চলতি সপ্তাহের বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশের প্রথম কিস্তি । সেদিনই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে রুপোলি শস্য । আর শুক্রবার থেকেই রাজ্যের খুচরো মাছ বাজারে পাওয়া যাবে বাংলাদেশি ইলিশ । 'ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন' সূত্রে জানা যাচ্ছে, বাংলার মৎস্য আমদানিকারক সংগঠনের সঙ্গে ইলিশ পাঠানোর ব্যাপারে সহমত পোষণ করেছে বাংলাদেশের ইলিশ রফতানির বরাত পাওয়া সংগঠনও ।

বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা যাচ্ছে, বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় । এই অনুমতির মেয়াদ আগামী 12 অক্টোবর পর্যন্ত । চলতি বছরে ধাপে ধাপে মোট 2420 মেট্রিক টন ইলিশ রফতানি অনুমোদন দিয়েছে বাংলাদেশের অস্থায়ী সরকার । সমস্ত প্রস্তুতি শেষ করে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশ ভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে । সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা বলেই জানা যাচ্ছে ।

মৎস্য আমদানিকারক সংস্থা সূত্রের খবর, গত বছর যেখানে কেজি প্রতি 1200-1400 টাকা দরে বিক্রি হয়েছিল বাংলাদেশের ইলিশ । তবে এবার সেই দাম আরও বেশি হবে । গত বছর 3950 মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছিল, সেখানে চলতি বছরে 1530 মেট্রিক টন মাছ কম আসছে ।

এই বিষয়ে 'ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, "12 অক্টোবর পর্যন্ত আমদানির ছাড়পত্র পাওয়া গিয়েছে । তবে এই বছরে মাত্র 2420 মেট্রিক টন মাছ আসবে । এই বছর মাছের দাম বেশি হবে । প্রতি কেজি 1500 টাকার নীচে মাছের দাম হবে না । যদিও 800 গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের মাছ থাকবে । বৃহস্পতিবার সকালে হাওড়াতে মাছ ঢুকবে না, এখানে আসবে বিকেলের দিকে । 12 অক্টোবর পর্যন্ত রোজই ইলিশ আসতে থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.