ETV Bharat / business

মোবাইল ফোনের খরচ 27 শতাংশ পর্যন্ত বাড়ছে এয়ারটেল গ্রাহকদের - Mobile Tariffs Hike - MOBILE TARIFFS HIKE

Bharti Airtel Mobile Tariff Hike: বৃহস্পতিবারই, রিলায়েন্স জিও তার মোবাইল শুল্ক 12 শতাংশ থেকে 27 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করার একদিন পরেই ভারতী এয়ারটেলের মোবাইল শুল্ক বৃদ্ধির ঘোষণা সামনে এল ৷ আড়াই বছর পর মোবাইল ফোনের খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের ৷

Bharti Airtel Mobile Tariff Hike
মোবাইল ফোনের খরচ অনেকটা বাড়ছে এয়ারটেল গ্রাহকদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 11:10 AM IST

Updated : Jun 28, 2024, 12:36 PM IST

হায়দরাবাদ, 28 জুন: শুক্রবার ভারতী এয়ারটেল তার মোবাইল শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ এয়ারটেলের নতুন মোবাইল শুল্ক আগামী 3 জুলাই থেকে কার্যকর হচ্ছে ৷ সংস্থার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, 3 জুলাই থেকে ভারতী এয়ারটেলের মোবাইল ট্যারিফ 11 শতাংশ থেকে 21 শতাংশ পর্যন্ত বাড়ছে ৷ বৃহস্পতিবারই, রিলায়েন্স জিও তার মোবাইল শুল্ক 12 শতাংশ থেকে 27 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করার একদিন পরেই ভারতী এয়ারটেলের মোবাইল শুল্ক বৃদ্ধির ঘোষণা সামনে এল ৷ আড়াই বছর পর মোবাইল ফোনের খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের ৷

ভারতী এয়ারটেলের কোন প্ল্যানের খরচ কতটা বাড়ছে?

  • আনলিমিটেড ভয়েস প্ল্যানে, এয়ারটেল শুল্ক 179 টাকা থেকে বেড়ে 199 টাকা হচ্ছে ৷
  • আনলিমিটেড ভয়েস প্ল্যান 455 টাকা থেকে বেড়ে 599 টাকা হচ্ছে ৷
  • 1,799 টাকার আনলিমিটেড ভয়েস প্ল্যান বেড়ে 1,999 টাকা হচ্ছে ।
  • একই ভাবে, ডেইলি ডেটা প্ল্যানে 265 টাকার প্ল্যান এখন বেড়ে 299 টাকা হচ্ছে ৷
  • 299 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ এখন বেড়ে 349 টাকা হচ্ছে ৷
  • 359 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ বেড়ে 409 টাকা হচ্ছে ৷
  • 399 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 449 টাকা ৷
  • একই ভাবে, 1 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 19 টাকা থেকে বেড়ে 22 টাকা হচ্ছে ৷
  • 2 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 29 টাকা থেকে বেড়ে 33 টাকা হচ্ছে ৷
  • 4 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 65 টাকা থেকে বেড়ে 77 টাকা হচ্ছে ৷
    Bharti Airtel Mobile Tariff Hike
    ভারতী এয়ারটেলের কোন প্ল্যানের খরচ কতটা বাড়ছে? (ইটিভি ভারত)

জিও-র 15 টাকার রিচার্জ বেড়ে 19, দামি হতে পারে ভোডাফোন-এয়ারটেলও

ভারতী এয়ারটেল তার বিবৃতিতে উল্লেখ করেছে, প্রতি মোবাইল ব্যবহারকারীর থেকে সংস্থাগুলির গড় আয় (ARPU) 300 টাকার উপরে হওয়া দরকার ৷ তবেই ভারতে টেলিকম শিল্পের জন্য আর্থিকভাবে সুস্থ ব্যবসায়িক পরিস্থিতি তৈরি হবে । মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ বৃদ্ধির ঘোষণার পরেই শেয়ারদর বেড়েছে ভারতী এয়ারটেলের ৷ শুক্রবার শেয়ারবাজারের প্রাথমিক লেনদেনে এই টেলিকম সংস্থার শেয়ারদর 18.25 টাকা বা 1.24 শতাংশ বেড়ে 1,490.05 টাকায় লেনদেন করছে ।

হায়দরাবাদ, 28 জুন: শুক্রবার ভারতী এয়ারটেল তার মোবাইল শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ এয়ারটেলের নতুন মোবাইল শুল্ক আগামী 3 জুলাই থেকে কার্যকর হচ্ছে ৷ সংস্থার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, 3 জুলাই থেকে ভারতী এয়ারটেলের মোবাইল ট্যারিফ 11 শতাংশ থেকে 21 শতাংশ পর্যন্ত বাড়ছে ৷ বৃহস্পতিবারই, রিলায়েন্স জিও তার মোবাইল শুল্ক 12 শতাংশ থেকে 27 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করার একদিন পরেই ভারতী এয়ারটেলের মোবাইল শুল্ক বৃদ্ধির ঘোষণা সামনে এল ৷ আড়াই বছর পর মোবাইল ফোনের খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের ৷

ভারতী এয়ারটেলের কোন প্ল্যানের খরচ কতটা বাড়ছে?

  • আনলিমিটেড ভয়েস প্ল্যানে, এয়ারটেল শুল্ক 179 টাকা থেকে বেড়ে 199 টাকা হচ্ছে ৷
  • আনলিমিটেড ভয়েস প্ল্যান 455 টাকা থেকে বেড়ে 599 টাকা হচ্ছে ৷
  • 1,799 টাকার আনলিমিটেড ভয়েস প্ল্যান বেড়ে 1,999 টাকা হচ্ছে ।
  • একই ভাবে, ডেইলি ডেটা প্ল্যানে 265 টাকার প্ল্যান এখন বেড়ে 299 টাকা হচ্ছে ৷
  • 299 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ এখন বেড়ে 349 টাকা হচ্ছে ৷
  • 359 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ বেড়ে 409 টাকা হচ্ছে ৷
  • 399 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 449 টাকা ৷
  • একই ভাবে, 1 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 19 টাকা থেকে বেড়ে 22 টাকা হচ্ছে ৷
  • 2 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 29 টাকা থেকে বেড়ে 33 টাকা হচ্ছে ৷
  • 4 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 65 টাকা থেকে বেড়ে 77 টাকা হচ্ছে ৷
    Bharti Airtel Mobile Tariff Hike
    ভারতী এয়ারটেলের কোন প্ল্যানের খরচ কতটা বাড়ছে? (ইটিভি ভারত)

জিও-র 15 টাকার রিচার্জ বেড়ে 19, দামি হতে পারে ভোডাফোন-এয়ারটেলও

ভারতী এয়ারটেল তার বিবৃতিতে উল্লেখ করেছে, প্রতি মোবাইল ব্যবহারকারীর থেকে সংস্থাগুলির গড় আয় (ARPU) 300 টাকার উপরে হওয়া দরকার ৷ তবেই ভারতে টেলিকম শিল্পের জন্য আর্থিকভাবে সুস্থ ব্যবসায়িক পরিস্থিতি তৈরি হবে । মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ বৃদ্ধির ঘোষণার পরেই শেয়ারদর বেড়েছে ভারতী এয়ারটেলের ৷ শুক্রবার শেয়ারবাজারের প্রাথমিক লেনদেনে এই টেলিকম সংস্থার শেয়ারদর 18.25 টাকা বা 1.24 শতাংশ বেড়ে 1,490.05 টাকায় লেনদেন করছে ।

Last Updated : Jun 28, 2024, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.