ETV Bharat / bharat

ধরা পড়ল মানুষখেকো হিংস্র নেকড়ে ! তাতেও আতঙ্ক কাটছে না গ্রামে - Dreaded Wolf Caged in UP - DREADED WOLF CAGED IN UP

Ferocious Wolf is Caged in UP: দীর্ঘ তল্লাশির পর ধরা পড়ল হিংস্র জন্তু ৷ ভয়ঙ্কর নেকড়ে ধরা পড়লেও এখনও আতঙ্কে উত্তরপ্রদেশের গ্রাম ৷ তাঁদের আশঙ্কা, আরও নেকড়ে আছে এলাকায় ৷

UP News
হিংস্র নেকড়ে খাঁচাবন্দি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 3:19 PM IST

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 29 অগস্ট: অবশেষে খাঁচা বন্দি হল নেকড়ে ৷ দীর্ঘ তল্লাশির পর 10 জনের হত্যাকারীকে খুঁজে পেল বন দফতর ৷ উত্তপ্রদেশের বাহরাইচ জেলার মহসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী সেই মানুষখেকো নেকড়েকে বৃহস্পতিবার খাঁচা বন্দি করল বন দফতর ৷

খাঁচাবন্দি নেকড়ে (ইটিভি ভারত)

এখনও পর্যন্ত নেকড়েটি শিশু ও বৃদ্ধা মিলিয়ে মোট 10 জনকে হত্যা করেছে । তার আক্রমণে 36 জনেরও বেশি লোক আহত হয়েছেন ৷ দু'দিন আগে একটি শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে ওই নেকড়ে ৷ তখন থেকেই এই জংলি পশুকে ধরতে উঠে পড়ে লেগেছিল বন বিভাগ ৷ পাঁচ জেলার বন বিভাগের দলকে নেকড়ে ধরার কাজে নিয়োজিত করা হয় । মোতায়েন করা হয়েছিল 200 সেনা ৷ তারপরেও তাকে ধরা সম্ভব হচ্ছিল না ৷ অবশেষে বৃহস্পতিবার হিংস্র নেকড়েকে খাঁচাবন্দি করতে সক্ষম হয় বন বিভাগ ৷ তাতেও পুরো এলাকায় এখনও আতঙ্ক কাটেনি ৷ আরও অনেক নেকড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার দীপক সিং জানান, মহসির সিসাইয়া চুরমণ্ডি গ্রামের কোলেলা গ্রামে ফাঁদ ও খাঁচা বসানো হয়েছিল । বৃহস্পতিবার সকালে জালে ধরা পড়ে নেকড়েটি । হিংস্র নেকড়েটিকে একটি খাঁচায় বন্দি করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে । এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । জানা গিয়েছে, নেকড়েটি পুরুষ এবং বয়স পাঁচ বছরের বেশি । নেকড়ে ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী ও এলাকার লোকজন । বন বিভাগের খাঁচায় নেকড়ে ধরা পড়ার খবর পাওয়ার পর থেকেই স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে সঞ্চার হয়েছে ।

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 29 অগস্ট: অবশেষে খাঁচা বন্দি হল নেকড়ে ৷ দীর্ঘ তল্লাশির পর 10 জনের হত্যাকারীকে খুঁজে পেল বন দফতর ৷ উত্তপ্রদেশের বাহরাইচ জেলার মহসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী সেই মানুষখেকো নেকড়েকে বৃহস্পতিবার খাঁচা বন্দি করল বন দফতর ৷

খাঁচাবন্দি নেকড়ে (ইটিভি ভারত)

এখনও পর্যন্ত নেকড়েটি শিশু ও বৃদ্ধা মিলিয়ে মোট 10 জনকে হত্যা করেছে । তার আক্রমণে 36 জনেরও বেশি লোক আহত হয়েছেন ৷ দু'দিন আগে একটি শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে ওই নেকড়ে ৷ তখন থেকেই এই জংলি পশুকে ধরতে উঠে পড়ে লেগেছিল বন বিভাগ ৷ পাঁচ জেলার বন বিভাগের দলকে নেকড়ে ধরার কাজে নিয়োজিত করা হয় । মোতায়েন করা হয়েছিল 200 সেনা ৷ তারপরেও তাকে ধরা সম্ভব হচ্ছিল না ৷ অবশেষে বৃহস্পতিবার হিংস্র নেকড়েকে খাঁচাবন্দি করতে সক্ষম হয় বন বিভাগ ৷ তাতেও পুরো এলাকায় এখনও আতঙ্ক কাটেনি ৷ আরও অনেক নেকড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার দীপক সিং জানান, মহসির সিসাইয়া চুরমণ্ডি গ্রামের কোলেলা গ্রামে ফাঁদ ও খাঁচা বসানো হয়েছিল । বৃহস্পতিবার সকালে জালে ধরা পড়ে নেকড়েটি । হিংস্র নেকড়েটিকে একটি খাঁচায় বন্দি করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে । এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । জানা গিয়েছে, নেকড়েটি পুরুষ এবং বয়স পাঁচ বছরের বেশি । নেকড়ে ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী ও এলাকার লোকজন । বন বিভাগের খাঁচায় নেকড়ে ধরা পড়ার খবর পাওয়ার পর থেকেই স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে সঞ্চার হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.