বারাণসী, 14 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নীল জ্যাকেটের সঙ্গে ফুলহাতা সাদা কুর্তা পরে বারাণসীর জেলাশাসকের দফতরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। লোকসভা ভোটের সপ্তম ও শেষ দফায় আগামী 1 জুন বারাণসীতে ভোট হবে। মনোনয়ন জমা দেওয়ার আগে, প্রধানমন্ত্রী মন্দির শহরে গঙ্গার তীরে দশশ্বমেধ ঘাটে বিশেষ পুজোয় অংশ নিয়েছিলেন ৷ নমো ঘাটে একটি ক্রুজে চড়েন। এর আগে সকালে বারাণসীর কাল ভৈরব মন্দিরে পুজোর পর আরতি করতেও দেখা যায় মোদিকে।
প্রধানমন্ত্রী মঙ্গলবার গঙ্গা সপ্তমী উপলক্ষে গঙ্গায় পুজো করার পর আরতিও করেন। কিন্তু কেন মনোনয়ন জমা দেওয়ার জন্য মোদি এদিন সকাল 11টা 40 মিনিটের মুহূর্তকে বেছে নিলেন ?
মোদি বিশেষত তাঁর মনোনয়ন জমা দেওয়ার জন্য 14 মে তারিখটি বেছে নিয়েছিলেন। 14 মে হিন্দুধর্মে গঙ্গা সপ্তমী হিসাবে পালিত হয় ৷ গঙ্গা সপ্তমী এবং পুষ্যা নক্ষত্রের যোগের কারণে এই তারিখটির বিশেষ গুরুত্ব রয়েছে ৷ মনে করা হয়, এই দিনে গৃহীত যে কোনও প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, ইচ্ছেপূরণও হয় ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর মনোনয়ন দাখিলের জন্য শুভ সময় হিসাবে সকাল 11টা 40 মিনিটকে বেছে নিয়েছিলেন ৷ কারণ, ওই সময়টি অভিজিৎ মুহূর্ত এবং আনন্দ যোগের সঙ্গে মিলে গিয়েছিল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অভিজিৎ মুহূর্ত হল দিনের অষ্টম মুহূর্ত, সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ঘটে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গেই জেলাশাসকের দফতরে হাজির ছিলেন ৷ পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীও মনোনয়ন কেন্দ্রে উপস্থিত ছিলেন মোদির সঙ্গে।
আরও পড়ুন: