ETV Bharat / bharat

প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ? - Ram Navami - RAM NAVAMI

Ram Navami in Ayodhya: রামলালার জন্য নানারকমের ভোগের আয়োজন রামনবমী উপলক্ষে ৷ আগামিকাল বুধবার রামনবমী ৷ রাম মন্দিরের প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীতে ভক্তদের দেওয়া ভোগ পরিবেশন করা হবে রামলালাকে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:13 PM IST

অযোধ্যা, 16 এপ্রিল: গত 22 জানুয়ারি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় অনুষ্ঠান ৷ বুধবার চৈত্র নবরাত্রির শেষ দিন অর্থাৎ, রামনবমী ৷ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর প্রথম এই রামনবমীতে বিশেষ আয়োজন করা হয়েছে ৷ যেখানে রামলালার জন্মতিথিতে 56 ভোগের আয়োজন করা হয়েছে ৷ রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, "রাম জন্মভূমি ট্রাস্ট কর্তৃপক্ষ রামনবমী উপলক্ষে সব ব্যবস্থাপনা করছে ৷ রামনবমীর এই পবিত্র দিনটিকে উৎসাহ ও সাড়ম্বরে উদযাপন করা হবে ৷"

রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, "সব ব্যবস্থা ট্রাস্টের তরফে করা হচ্ছে ৷ রাম জন্মভূমি ট্রাস্ট সমস্ত আয়োজন করছে ৷ মন্দির সাজানো থেকে শুরু করে, অযোধ্যার আশেপাশের সৌন্দর্যায়ন সবকিছুই ট্রাস্টের তরফে করা হচ্ছে ৷ রামনবমী ধূমধাম করে পালিত হবে ৷" তিনি জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের মতোই জাঁকজমকের সঙ্গে রামনবমীর অনুষ্ঠান হবে ৷ রামনবমীর দিন বেলা 12টা 16 মিনিটে পাঁচ মিনিট ধরে রামের 'সূর্য অভিষেক' করা হবে ৷

রামনবমীতে রামের জন্মতিথির সমস্ত পুজো দুপুরবেলা হবে ৷ সেখানে রামলালার জন্য 56 রকমের ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ৷ মঙ্গলবার ভক্তরা সেই ভোগ বানিয়ে মন্দিরে দান করবেন ৷ আগামিকাল সেই ভোগ রামলালাকে উৎসর্গ করা হবে ৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে তিনটের সময় ব্রহ্ম মুহূর্তে রামনবমীর সূচনা হবে ৷ সেই কারণে ভক্তদের সব ব্যবস্থা দ্রুততার সঙ্গে সেরে ফেলতে বলা হয়েছে ৷ এমনকি রামনবমী উপলক্ষে রামলালার দর্শনের সময় আগামিকাল 19 ঘণ্টা বাড়ানো হয়েছে ৷ মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হবে ৷ সেই সময় থেকে রাত 11টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে ৷

মাঝে পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ করা হবে ৷ সেই সময় রামলালাকে ভোগ নিবেদন করা হবে ৷ আগামিকাল পুরো পুজো অযোধ্যা জুড়ে এলইডি স্ক্রিনে দেখানো হবে ৷ পাশাপাশি শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট তীর্থক্ষেত্রের সোশাল মিডিয়া সাইটে সরাসরি সম্প্রচার করা হবে ৷

আরও পড়ুন:

অযোধ্যা, 16 এপ্রিল: গত 22 জানুয়ারি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় অনুষ্ঠান ৷ বুধবার চৈত্র নবরাত্রির শেষ দিন অর্থাৎ, রামনবমী ৷ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর প্রথম এই রামনবমীতে বিশেষ আয়োজন করা হয়েছে ৷ যেখানে রামলালার জন্মতিথিতে 56 ভোগের আয়োজন করা হয়েছে ৷ রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, "রাম জন্মভূমি ট্রাস্ট কর্তৃপক্ষ রামনবমী উপলক্ষে সব ব্যবস্থাপনা করছে ৷ রামনবমীর এই পবিত্র দিনটিকে উৎসাহ ও সাড়ম্বরে উদযাপন করা হবে ৷"

রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, "সব ব্যবস্থা ট্রাস্টের তরফে করা হচ্ছে ৷ রাম জন্মভূমি ট্রাস্ট সমস্ত আয়োজন করছে ৷ মন্দির সাজানো থেকে শুরু করে, অযোধ্যার আশেপাশের সৌন্দর্যায়ন সবকিছুই ট্রাস্টের তরফে করা হচ্ছে ৷ রামনবমী ধূমধাম করে পালিত হবে ৷" তিনি জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের মতোই জাঁকজমকের সঙ্গে রামনবমীর অনুষ্ঠান হবে ৷ রামনবমীর দিন বেলা 12টা 16 মিনিটে পাঁচ মিনিট ধরে রামের 'সূর্য অভিষেক' করা হবে ৷

রামনবমীতে রামের জন্মতিথির সমস্ত পুজো দুপুরবেলা হবে ৷ সেখানে রামলালার জন্য 56 রকমের ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ৷ মঙ্গলবার ভক্তরা সেই ভোগ বানিয়ে মন্দিরে দান করবেন ৷ আগামিকাল সেই ভোগ রামলালাকে উৎসর্গ করা হবে ৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে তিনটের সময় ব্রহ্ম মুহূর্তে রামনবমীর সূচনা হবে ৷ সেই কারণে ভক্তদের সব ব্যবস্থা দ্রুততার সঙ্গে সেরে ফেলতে বলা হয়েছে ৷ এমনকি রামনবমী উপলক্ষে রামলালার দর্শনের সময় আগামিকাল 19 ঘণ্টা বাড়ানো হয়েছে ৷ মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হবে ৷ সেই সময় থেকে রাত 11টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে ৷

মাঝে পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ করা হবে ৷ সেই সময় রামলালাকে ভোগ নিবেদন করা হবে ৷ আগামিকাল পুরো পুজো অযোধ্যা জুড়ে এলইডি স্ক্রিনে দেখানো হবে ৷ পাশাপাশি শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট তীর্থক্ষেত্রের সোশাল মিডিয়া সাইটে সরাসরি সম্প্রচার করা হবে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.