উদলগুড়ি, 27 মার্চ: সোশাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে বেঞ্জামিন বসুমাতারির এক ভাইরাল ভিডিয়ো ৷ তাতে দেখা যাচ্ছে, টাকার বিছানায় শুয়ে আছেন অসমের ইউপিপিএলের নেতা বেঞ্জামিন বসুমাতারির ৷ এরপরই দলের সদস্যপদ খারিজ হয়ে গেল ৷ অর্নিদিষ্টকালের জন্য সদস্যপদ খারিজের কথা ঘোষণা করেছেন ইউপিপিএলের জেলা সম্পাদক রাজু কুমার নার্জারী ৷ একটি সাংবাদিক সন্মেলন করে একথাই ঘোষণা করেছেন তিনি ৷
শৃঙ্খলা কমিটির সুপারিশে বেঞ্জামিন বসুমতরীকে দলীয় পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি ভৈরগুড়ি ভিসিডিসি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের 10 ফেব্রুয়ারি বেঞ্জামিন বসুমাতারীকে তার অনৈতিক কাজের জন্য অন্য একটি পদ থেকে অপসারিত করা হয়েছিল ৷ এখন এই দুটি পদ থেকেও সরিয়ে দেওয়া হল। তিনি জনগণের প্রতিনিধিত্ব করতে কোনওাভাবেই সমর্থ নয় বলে মনে করছে ইউপিপিএল ৷ তাদের মতে, বেঞ্জামিন বসুমতরীর এই ছবি সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে ।
অভিযোগ, সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বেঞ্জামিন বসুমতরী টাকার বিছানায় শুয়ে আছেন ৷ এই প্রসঙ্গেই রাজু নার্জারী বলেন, "টাকা দিয়ে আমরা জিনিস পত্র কিনি ৷ সেই টাকা উপর ববেঞ্জামিন বসুমাতারী শুয়ে রয়েছন এটা একজন জন প্রতিনিধি হিসাবেও নেচি বাচক বার্তা দেয় ৷ এই ছবিটি জানুয়ারি মাসেই আমার কাছে এসেছিল ৷ সঙ্গে সঙ্গে দল বেঞ্জামিন বসুমাতারীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল ৷ বেঞ্জামিন বসুমাতারী আর ইউপিপিএল কর্মী নন ৷ তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে ৷ এই ঘটনার বিষয়ে বেঞ্জামিন বসুমাতারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷"
আরও পডুন: