হায়দরাবাদ, 9 মে: বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে তারা এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ বাড়াবে এবং মুসলিমদের সংরক্ষণের অবসান ঘটাবে ৷ এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বৃহস্পতিবার তেলেঙ্গানার ভুবনগিরিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন অমিত শাহ ৷
তিনি বলেন, "কংগ্রেস মিথ্যা কথা বলে নির্বাচন লড়তে চায় এবং বলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে তিনি সংরক্ষণের অবসান ঘটাবেন । প্রধানমন্ত্রী মোদি গত 10 বছর ধরে সর্বসম্মতভাবে এই দেশকে নেতৃত্ব দিয়েছেন । বছরের পর বছর ধরে কিন্তু সংরক্ষণ বন্ধ করেননি ৷ কংগ্রেস পার্টি এসসি, এসটি এবং ওবিসিদের চার শতাংশ সংরক্ষণ ছিনিয়ে নিয়েছে ।"
তিনি আরও বলেন, "2019 সালে তেলেঙ্গানার জনগণ আমাদের চারটি আসন দিয়েছে । এবার, আমরা তেলেঙ্গানায় 10টিরও বেশি লোকসভা আসন জিতব । তেলেঙ্গানায় এই দুই অঙ্কের স্কোর প্রধানমন্ত্রী মোদিকে 400 আসন অতিক্রম করতে সাহায্য করবে...বিজেপিকে দশটিরও বেশি আসনে জয়ী করুন, তাহলে আমরা মুসলিম রিজার্ভেশন শেষ করব এবং এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ বাড়াব ।"
এছাড়া অমিত শাহ কটাক্ষ করেন যে এবার লোকসভা নির্বাচনে লড়াই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির মধ্যে ৷ একজন (মোদি) দেশের উন্নয়নের জন্য লড়াই করছেন ৷ আর দ্বিতীয়জন (রাহুল) পরিবারের উন্নয়নের জন্য লড়াই করছেন ৷
অমিত শাহ ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার ভুবনগিরিতে বিজেপির ভুবনগিরি লোকসভা সাংসদ প্রার্থী বুরা নরসাইয়া গৌড়ের সমর্থনে প্রচার করেন । সেখানেই তিনি এই কথা বলেন ৷ সেখানে অমিত শাহ দাবি করেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ । কারণ, নির্বাচন হচ্ছে 'জিহাদের জন্য ভোট এবং উন্নয়নের জন্য ভোট'-এর মধ্যে । অমিত শাহের আরও দাবি, তিন দফার নির্বাচনে ইতিমধ্যেই 200টিরও বেশি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: