বেঙ্গালুরু, 22 অক্টোবর: তৈরি হচ্ছিল বহুতল ৷ আশপাশে আছে বেশকিছু বাড়িঘর ৷ আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলটি ৷ ভেঙে পড়ায় সেই দৃশ্য দেখা যাচ্ছে সিসিটিভাি ফুটেজে ৷ ঘটনাটি বেঙ্গালুরুর হেন্নুর থানার অন্তর্গত বাবুসাপল্লীর ৷ মঙ্গলবার ওই এলাকায় অর্থাৎ নির্মীয়মাণ বহুতলে কাজ করছিলেন বেশকিছু শ্রমিক ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও আরও 5 জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷
ধ্বংসস্তূপের নীচে মোট 20 জন শ্রমিক আটকে পড়েন ৷ তাঁদের মধ্যে 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। পৌঁছেছে অ্যাম্বুলেন্সও ৷ ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না সেই খোঁজ চালানো হচ্ছে। স্বাভাবিকভাবেই বহুতল ধসে পড়ায় ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে ৷ পূর্ব বিভাগের ডিসিপি দেবরাজ নিশ্চিত করেছেন, 5 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন ৷ তাঁদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে ৷
ওই ভবনে কর্মরত এক শ্রমিক বেরিয়ে এসে ঘটনার ভয়াবহতা সম্পর্ক এলাকাবাসী থেকে শুরু করে প্রশাসন ও উদ্ধারকারীদের জানান ৷ তাঁর মাথায় চোট লাগে ৷ ক্ষত নিয়ে তিনি কোনওরকমে বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন ৷ বলেন, "আমাদের লোকজন বহুতলের নীচে আটকে রয়েছে ৷ উল্লেখ্য, টানা বৃষ্টির কারণে কর্ণাটকের রাজধানীর অবস্থা বেহাল ৷ আর সে কারণেই নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়েছে ৷ একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসছে । ইয়ালাহাঙ্কা, মল্লেশ্বর, সিল্ক বোর্ড-সহ অনেক জায়গায় বৃষ্টির জলে রাস্তা ডুবে রয়েছে ৷ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ জলমগ্ন হয়ে রয়েছে ঘরবাড়ি থেকে শুরু করে যানবাহন ৷