ETV Bharat / bharat

কুলগামে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান, নিকেশ 2 জঙ্গি - Anti Terror Operation in JK

Anti Terror Operation in JK: বায়ুসেনার কনভয়ে হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী ৷ এই অভিযানে আজ কুলগামে দুই অজ্ঞাত পরিচয় জঙ্গিকে খতম করল বাহিনী ৷

ETV BHARAT
কুলগামে বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 2 জঙ্গির মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 7:25 PM IST

কুলগাম, 7 মে: সন্ত্রাস বিরোধী অভিযানে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের কুলগামের রেডওয়ানি পাইন এলাকায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ হয় ৷ ঘটনায় দুই জঙ্গি প্রাণ হারিয়েছে ৷ কাশ্মীর জোনের পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে ৷ তবে, তাদের পরিচয় জানা যায়নি ৷

কাশ্মীর জোন পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, বাহিনীর অভিযান জারি রয়েছে ৷ আগামীতে কোনও নতুন তথ্য থাকলে, তা জানানো হবে ৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামে মঙ্গলবার সকাল থেকেই সবরকম প্রস্তুতি নিয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ অভিযানের শুরুতেই তল্লাশি চলাকালীন জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ বাহিনীর তরফে পালটা জবাব দেওয়া হয় ৷ বেশ কিছুক্ষণে গুলি যুদ্ধ চলে ৷ এরপর 2 জঙ্গিকে নিকেষ করে বাহিনী ৷

তবে, আজ বাহিনীর সঙ্গে যে জঙ্গিদের এনকাউন্টার হয়, তারা পুঞ্চে বায়ুসেনার কনভয়ে হামলার সঙ্গে জড়িত ছিল কিনা, তা আধাসেনার তরফে জানানো হয়নি ৷ উল্লেখ্য, গত 4 মে পুঞ্চে সীমান্ত এলাকায় জঙ্গিরা বায়ুসেনার একটি কনভয়ে হামলা চালায় ৷ এই ঘটনায় 1 বায়ুসেনা আধিকারিক নিহত হন ৷ আহত হয়েছিলেন বায়ুসেনা আরও 4 আধিকারিক ৷ এই মুহূর্তে তাঁরা উধমপুরে সেনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ যে এলাকায় হামলা হয়েছিল সেটি সীমান্তবর্তী জেলা সুরনকোটের সানাই টপ এবং মেনধারের গুরসাই এলাকার মধ্যে অবস্থিত ৷

তবে, বায়ুসেনার কনভয়ে হামলার পরেই উপত্যকার নিরাপত্তা নিয়ে সেনা ও বায়ুসেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে, নিরাপত্তার কারণেই বাহিনী ফের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে নামছে ৷ যাতে বাহিনীর নজর এড়িয়ে পকেট এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বের করে আনা যায় ৷ এমনকি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ সেনা আধিকারিককে শ্রদ্ধা বায়ুসেনার, চলছে নাকা-চেকিং
  2. পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় শহিদ এক, চলছে চিরুনি তল্লাশি

কুলগাম, 7 মে: সন্ত্রাস বিরোধী অভিযানে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের কুলগামের রেডওয়ানি পাইন এলাকায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ হয় ৷ ঘটনায় দুই জঙ্গি প্রাণ হারিয়েছে ৷ কাশ্মীর জোনের পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে ৷ তবে, তাদের পরিচয় জানা যায়নি ৷

কাশ্মীর জোন পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, বাহিনীর অভিযান জারি রয়েছে ৷ আগামীতে কোনও নতুন তথ্য থাকলে, তা জানানো হবে ৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামে মঙ্গলবার সকাল থেকেই সবরকম প্রস্তুতি নিয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ অভিযানের শুরুতেই তল্লাশি চলাকালীন জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ বাহিনীর তরফে পালটা জবাব দেওয়া হয় ৷ বেশ কিছুক্ষণে গুলি যুদ্ধ চলে ৷ এরপর 2 জঙ্গিকে নিকেষ করে বাহিনী ৷

তবে, আজ বাহিনীর সঙ্গে যে জঙ্গিদের এনকাউন্টার হয়, তারা পুঞ্চে বায়ুসেনার কনভয়ে হামলার সঙ্গে জড়িত ছিল কিনা, তা আধাসেনার তরফে জানানো হয়নি ৷ উল্লেখ্য, গত 4 মে পুঞ্চে সীমান্ত এলাকায় জঙ্গিরা বায়ুসেনার একটি কনভয়ে হামলা চালায় ৷ এই ঘটনায় 1 বায়ুসেনা আধিকারিক নিহত হন ৷ আহত হয়েছিলেন বায়ুসেনা আরও 4 আধিকারিক ৷ এই মুহূর্তে তাঁরা উধমপুরে সেনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ যে এলাকায় হামলা হয়েছিল সেটি সীমান্তবর্তী জেলা সুরনকোটের সানাই টপ এবং মেনধারের গুরসাই এলাকার মধ্যে অবস্থিত ৷

তবে, বায়ুসেনার কনভয়ে হামলার পরেই উপত্যকার নিরাপত্তা নিয়ে সেনা ও বায়ুসেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে, নিরাপত্তার কারণেই বাহিনী ফের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে নামছে ৷ যাতে বাহিনীর নজর এড়িয়ে পকেট এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বের করে আনা যায় ৷ এমনকি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ সেনা আধিকারিককে শ্রদ্ধা বায়ুসেনার, চলছে নাকা-চেকিং
  2. পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় শহিদ এক, চলছে চিরুনি তল্লাশি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.