ETV Bharat / bharat

ইগলুতে থাকতে চান? লাগবে না পাসপোর্ট; ভারতেই রয়েছে এমন জায়গা - ইগলু

Igloo in Manali: আপনি কি এই মাসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই শীতের শেষে একটু বেশি করে শীতপোশাক নিয়ে টুক করে পাড়ি জমান মানালিতে। কারণ সেখানে গেলে দেখতে পাবেন বরফের ঘর ৷ হিমাচল প্রদেশের কুলু ও মানালিতে নির্মিত ইগলু যে এখন পর্যটকদের আকর্ষণের প্রধান জায়গা ৷ বরফের ঘরে থাকা-খাওয়া থেকে সমস্ত কিছু জেনে নিন আমাদের এই প্রতিবেদনে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:08 PM IST

ভারতেই ইগলুর ঠিকানা

কুলু ও মানালি, 13 ফেব্রুয়ারি: চারদিকে সাদা বরফের আস্তরণ। মাঝে গোলাকার ছোট্ট বাড়ি ৷ ধবধবে সাদা। বরফ দিয়েই তৈরি। ঠিক যেমন ভূগোল বইতে ছবি দেখা যায়। যাকে বলে 'ইগলু' বা বরফের তৈরি অস্থায়ী বাড়ি ৷ যেখানে হিমশীতল এলাকার মানুষরা বাস করে থাকেন। ভাবুন যদি আপনি এমন জায়গায় থাকতে পারেন? না, এর জন্য আপনার পাসপোর্ট লাগবে না। আলাস্কা, গ্রিনল্যান্ড কিংবা আইসল্যান্ডের মতো কোনও স্থানেও যেতে হবে না। কেন না এবার ভারতে থেকেই আপনি পেতে পারেন ইগলুতে থাকার সুযোগ। তাও আবার পর্যটকদের অন্যতম প্রিয় শৈলশহর মানালিতেই। তাই ঝটপট বেরিয়ে পড়ুন ৷ বরফের ঘরে থাকা-খাওয়া থেকে সমস্ত কিছু জেনে নিন আমাদের এই প্রতিবেদনে ৷

ইগলু'র এলাকা-হিমাচল প্রদেশের কুলু জেলার পর্যটন শহর মানালি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত সেথান গ্রাম ৷ সেখানের বিকাশ এবং তাশি নামে দুই যুবক একটি ইগলু অর্থাৎ 'বরফের ঘর' তৈরি করেছেন। আর তা দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসছেন ও থাকছেন ৷

Igloo in Manali
শীতপোশাক নিয়ে টুক করে পাড়ি জমান মানালিতে

বিকাশ ও তাশি হঠাৎ ইগলু বানাতে গেলেন কেন? ইগলু নির্মাতা বিকাশ জানান, গত 8 বছর ধরে তিনি ইগলু তৈরি করছেন। ইগলু বানানোর ভাবনা অনেকদিন ধরেই ছিল। বিকাশ জানান, তিনি যখন ভ্রমণে বেড়াতে যেতেন তাঁবুতে থাকতেন। তাঁবুতে রাত কাটানো খুব কঠিন ছিল এবং তারপরেই ইগলু বানানোর ভাবনা আসে। এরপর অনেক পরিশ্রমের পর তিনি ইগলুগুলি তৈরি করেন ৷

একটি ইগলু তৈরি করতে কত সময় লাগে? ইগলু নির্মাতা বিকাশ বলেন, "এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এবং যত বেশি তুষারপাত হয় তত ভালো। একটি ইগলু তৈরি করতে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগে। তিনি বলেন, "এত ঠান্ডায় এখানে থাকার একটা অন্যরকম অনুভূতি এবং পর্যটকরা তা বেশ উপভোগ করছেন।

Igloo in Manali
সন্ধ্যায় বনফায়ার

ইগলু'তে কখন যাবেন? বিকাশ এবং তাশির মতে, সেথান ভ্যালিতে ডিসেম্বরের মাঝামাঝি প্রথম তুষারপাত হয়। ইগলু বানানো সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম সপ্তাহে শুরু হয়।

একটি ইগলুর ভিতরে কতজন থাকতে পারেন? ইগলু নির্মাতা বিকাশ জানান, প্রতিটি ইগলুর ব্যাস 9 ফুট এবং উচ্চতা প্রায় 5 ফুট। দম্পতির জন্য আদর্শ ৷ যদিও একটি ইগলুর মধ্য়ে তিনজন মিলেমিশে থাকতে পারবেন ৷ গরমের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে ৷ ভিতরে আলো আছে, সেইসঙ্গে ফোন চার্জের ব্যবস্থা আছে ৷ ঘরের সঙ্গে বাথরুম নেই তবে, বাইরে একটি সাধারণ বাথরুম রয়েছে। ইগলুর ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে বেশি উষ্ণ।

Igloo in Manali
ইগলুতে থাকার সুযোগ

খাবারের ব্যবস্থা- বিকাশ বলেন, "ইগলু গ্রামের মেনুতে নিরামিষ এবং আমিষের দুই বিকল্প রয়েছে ৷ যার মধ্যে রয়েছে ডাল, ভাত, রুটি, অমলেট, ম্যাগি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বা পনির কারি এবং সবজির মতো পদ ৷"

কত খরচ হবে? ইগলু ভিলেজ সেথানে এক রাতের থাকার খরচ সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু ৷ তাতেই আপনার থাকা, খাবার, ব্রেকফাস্ট, চা বা কফি, একটি সন্ধ্যায় বনফায়ার অন্তর্ভুক্ত। একাধিক ইগলু বুক করার জন্য ছাড় দেওয়া হয় ৷ তাই ঝটপট বেরিয়ে পড়ুন হিমাচলের উদ্দেশে ৷

আরও পড়ুন:

  1. 17 লক্ষ ফুলের সমাহার, ভূস্বর্গে পর্যটক টানতে প্রস্তুত মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগিচা
  2. আর বাড়তি খরচ নয় ! সরকারি বাসেই ডুয়ার্স যাওয়ার সুবিধা পাবেন পর্যটকরা
  3. রেকর্ড পর্যটক টেনেছে টয়ট্রেন! যাত্রী পরিষেবাকে আরও উন্নত করার সিদ্ধান্ত ডিএইচআরের

ভারতেই ইগলুর ঠিকানা

কুলু ও মানালি, 13 ফেব্রুয়ারি: চারদিকে সাদা বরফের আস্তরণ। মাঝে গোলাকার ছোট্ট বাড়ি ৷ ধবধবে সাদা। বরফ দিয়েই তৈরি। ঠিক যেমন ভূগোল বইতে ছবি দেখা যায়। যাকে বলে 'ইগলু' বা বরফের তৈরি অস্থায়ী বাড়ি ৷ যেখানে হিমশীতল এলাকার মানুষরা বাস করে থাকেন। ভাবুন যদি আপনি এমন জায়গায় থাকতে পারেন? না, এর জন্য আপনার পাসপোর্ট লাগবে না। আলাস্কা, গ্রিনল্যান্ড কিংবা আইসল্যান্ডের মতো কোনও স্থানেও যেতে হবে না। কেন না এবার ভারতে থেকেই আপনি পেতে পারেন ইগলুতে থাকার সুযোগ। তাও আবার পর্যটকদের অন্যতম প্রিয় শৈলশহর মানালিতেই। তাই ঝটপট বেরিয়ে পড়ুন ৷ বরফের ঘরে থাকা-খাওয়া থেকে সমস্ত কিছু জেনে নিন আমাদের এই প্রতিবেদনে ৷

ইগলু'র এলাকা-হিমাচল প্রদেশের কুলু জেলার পর্যটন শহর মানালি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত সেথান গ্রাম ৷ সেখানের বিকাশ এবং তাশি নামে দুই যুবক একটি ইগলু অর্থাৎ 'বরফের ঘর' তৈরি করেছেন। আর তা দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসছেন ও থাকছেন ৷

Igloo in Manali
শীতপোশাক নিয়ে টুক করে পাড়ি জমান মানালিতে

বিকাশ ও তাশি হঠাৎ ইগলু বানাতে গেলেন কেন? ইগলু নির্মাতা বিকাশ জানান, গত 8 বছর ধরে তিনি ইগলু তৈরি করছেন। ইগলু বানানোর ভাবনা অনেকদিন ধরেই ছিল। বিকাশ জানান, তিনি যখন ভ্রমণে বেড়াতে যেতেন তাঁবুতে থাকতেন। তাঁবুতে রাত কাটানো খুব কঠিন ছিল এবং তারপরেই ইগলু বানানোর ভাবনা আসে। এরপর অনেক পরিশ্রমের পর তিনি ইগলুগুলি তৈরি করেন ৷

একটি ইগলু তৈরি করতে কত সময় লাগে? ইগলু নির্মাতা বিকাশ বলেন, "এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এবং যত বেশি তুষারপাত হয় তত ভালো। একটি ইগলু তৈরি করতে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগে। তিনি বলেন, "এত ঠান্ডায় এখানে থাকার একটা অন্যরকম অনুভূতি এবং পর্যটকরা তা বেশ উপভোগ করছেন।

Igloo in Manali
সন্ধ্যায় বনফায়ার

ইগলু'তে কখন যাবেন? বিকাশ এবং তাশির মতে, সেথান ভ্যালিতে ডিসেম্বরের মাঝামাঝি প্রথম তুষারপাত হয়। ইগলু বানানো সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম সপ্তাহে শুরু হয়।

একটি ইগলুর ভিতরে কতজন থাকতে পারেন? ইগলু নির্মাতা বিকাশ জানান, প্রতিটি ইগলুর ব্যাস 9 ফুট এবং উচ্চতা প্রায় 5 ফুট। দম্পতির জন্য আদর্শ ৷ যদিও একটি ইগলুর মধ্য়ে তিনজন মিলেমিশে থাকতে পারবেন ৷ গরমের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে ৷ ভিতরে আলো আছে, সেইসঙ্গে ফোন চার্জের ব্যবস্থা আছে ৷ ঘরের সঙ্গে বাথরুম নেই তবে, বাইরে একটি সাধারণ বাথরুম রয়েছে। ইগলুর ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে বেশি উষ্ণ।

Igloo in Manali
ইগলুতে থাকার সুযোগ

খাবারের ব্যবস্থা- বিকাশ বলেন, "ইগলু গ্রামের মেনুতে নিরামিষ এবং আমিষের দুই বিকল্প রয়েছে ৷ যার মধ্যে রয়েছে ডাল, ভাত, রুটি, অমলেট, ম্যাগি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বা পনির কারি এবং সবজির মতো পদ ৷"

কত খরচ হবে? ইগলু ভিলেজ সেথানে এক রাতের থাকার খরচ সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু ৷ তাতেই আপনার থাকা, খাবার, ব্রেকফাস্ট, চা বা কফি, একটি সন্ধ্যায় বনফায়ার অন্তর্ভুক্ত। একাধিক ইগলু বুক করার জন্য ছাড় দেওয়া হয় ৷ তাই ঝটপট বেরিয়ে পড়ুন হিমাচলের উদ্দেশে ৷

আরও পড়ুন:

  1. 17 লক্ষ ফুলের সমাহার, ভূস্বর্গে পর্যটক টানতে প্রস্তুত মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগিচা
  2. আর বাড়তি খরচ নয় ! সরকারি বাসেই ডুয়ার্স যাওয়ার সুবিধা পাবেন পর্যটকরা
  3. রেকর্ড পর্যটক টেনেছে টয়ট্রেন! যাত্রী পরিষেবাকে আরও উন্নত করার সিদ্ধান্ত ডিএইচআরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.