ETV Bharat / bharat

'নতুন ভারত শত্রুদের ঘরে ঢুকে মারে', লোকসভায় হুঙ্কার মোদির - PM Lashes out at Opposition

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 8:22 PM IST

Updated : Jul 2, 2024, 8:50 PM IST

PM Modi Slams Oppositions: জঙ্গিদমন ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে তাঁর সরকার ৷ অথচ 2014 সালের আগে দেশের যেখানে খুশি সন্ত্রাসবাদীরা নির্দ্বিধায় হামল করে যেত ৷ মঙ্গলবার লোকসভায় জবাবি ভাষণে বিরোধীদের এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi Slams Oppositions
লোকসভায় জবাবি ভাষণ মোদির (সংসদ টিভি)

নয়াদিল্লি, 2 জুলাই: রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে সোমবার লোকসভায় সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ নিট, অগ্নিবীর-সহ নানা ইস্যুতে বিজেপি সরকারকে বিঁধেছিলেন ৷ মঙ্গলে তাঁর জবাবি ভাষণে পালটা বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হুঁশিয়ারির সুরে জানালেন, নতুন ভারত সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারে ৷

বিরোধীদের হৈ-হট্টগোলের আবহে মোদি এদিন দাবি করেন, 2014 সালের আগে দেশের যেখানে খুশি সন্ত্রাসবাদীরা অবাধে হামলা চালাত ৷ প্রধানমন্ত্রীর কথায়, "নিরীহ সাধারণ মানুষের প্রাণ হারানোর ঘটনা একসময় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ৷ তখন ভারতবর্ষের প্রত্যেকটি কোণ সন্ত্রাসবাদীদের টার্গেট ছিল ৷ অথচ সরকার ছিল নিশ্চুপ ৷ কিন্তু 2014-র পর অবস্থা বদলেছে ৷ নতুন ভারত সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে হত্যা করে ৷"

সন্ত্রাস দমন নিয়ে এনডিএ সরকারের কড়া অবস্থান সম্পর্কে জ্ঞাত করার সঙ্গেই বিরোধীদের নানা ইস্যুতে এদিন খোঁচা দেন প্রধানমন্ত্রী মোদি ৷ কংগ্রেসকে 'পরজীবী' বলে আক্রমণ শানানোর পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে পরোক্ষে 'বালকবুদ্ধি'ও আখ্যা দেন মোদি ৷

একটি গল্পের অবতারণা করে লোকসভা নির্বাচনে কংগ্রেসের 99টি আসন পাওয়ার বিষয়টিকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী জানান, 13টি রাজ্যে কংগ্রেস কোনও আসন পায়নি ৷ তবু হিরো সাজার চেষ্টা করছে ৷ এরপর বিরোধী শিবিরের প্রতি বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনাদেশকে জয় ভেবে আনন্দ না-করে বরং স্বীকার করে নিলেই কংগ্রেসের আখেরে লাভ ৷ পাশাপাশি সোমবার সংসদে রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদ প্রস্তাবে রাহুল গান্ধি যা বলেছেন, তা সহানুভূতি কুড়োনোর খেলা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি ৷

নয়াদিল্লি, 2 জুলাই: রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে সোমবার লোকসভায় সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ নিট, অগ্নিবীর-সহ নানা ইস্যুতে বিজেপি সরকারকে বিঁধেছিলেন ৷ মঙ্গলে তাঁর জবাবি ভাষণে পালটা বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হুঁশিয়ারির সুরে জানালেন, নতুন ভারত সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারে ৷

বিরোধীদের হৈ-হট্টগোলের আবহে মোদি এদিন দাবি করেন, 2014 সালের আগে দেশের যেখানে খুশি সন্ত্রাসবাদীরা অবাধে হামলা চালাত ৷ প্রধানমন্ত্রীর কথায়, "নিরীহ সাধারণ মানুষের প্রাণ হারানোর ঘটনা একসময় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ৷ তখন ভারতবর্ষের প্রত্যেকটি কোণ সন্ত্রাসবাদীদের টার্গেট ছিল ৷ অথচ সরকার ছিল নিশ্চুপ ৷ কিন্তু 2014-র পর অবস্থা বদলেছে ৷ নতুন ভারত সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে হত্যা করে ৷"

সন্ত্রাস দমন নিয়ে এনডিএ সরকারের কড়া অবস্থান সম্পর্কে জ্ঞাত করার সঙ্গেই বিরোধীদের নানা ইস্যুতে এদিন খোঁচা দেন প্রধানমন্ত্রী মোদি ৷ কংগ্রেসকে 'পরজীবী' বলে আক্রমণ শানানোর পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে পরোক্ষে 'বালকবুদ্ধি'ও আখ্যা দেন মোদি ৷

একটি গল্পের অবতারণা করে লোকসভা নির্বাচনে কংগ্রেসের 99টি আসন পাওয়ার বিষয়টিকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী জানান, 13টি রাজ্যে কংগ্রেস কোনও আসন পায়নি ৷ তবু হিরো সাজার চেষ্টা করছে ৷ এরপর বিরোধী শিবিরের প্রতি বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনাদেশকে জয় ভেবে আনন্দ না-করে বরং স্বীকার করে নিলেই কংগ্রেসের আখেরে লাভ ৷ পাশাপাশি সোমবার সংসদে রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদ প্রস্তাবে রাহুল গান্ধি যা বলেছেন, তা সহানুভূতি কুড়োনোর খেলা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি ৷

Last Updated : Jul 2, 2024, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.