ETV Bharat / bharat

জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা, আহত এক জওয়ান - Terrorist Attack in Jammu Army Base - TERRORIST ATTACK IN JAMMU ARMY BASE

Sunjwan Army Camp Attacked by terrorists: জম্মুর সেনা ছাউনিতে ফের জঙ্গি হামলা ৷ প্রাথমিক খবর অনুযায়ী, সোমবার সকাল 10টা নাগাদ ছাউনির জওয়ানদের লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ ঘটনায় আহত এক জওয়ান ৷

Sunjwan Army Camp Attack
জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 2:20 PM IST

জম্মু, 2 সেপ্টেম্বর: জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷ ঘটনায় আহত এক জওয়ান ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি সেনার ৷ চলতি মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৷ তার আগেই এই হামলা উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷

সেনা সূত্রে খবর, সোমবার সকাল 10টা 15 মিনিট নাগাদ সুঞ্জওয়ান সেনা ছাউনিতে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ জবাবে পাল্টা আক্রমণ করেন সেনা-জওয়ানরাও ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিকে, আক্রমণের পরই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা ৷ এলাকা ঘিরে ফেলে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হয় ৷ ব্যবহার করা হয় ড্রোনও ৷ ঘটনা প্রসঙ্গে সেনার তরফে জানান হয়, তল্লাশি অভিযান চলছে, ড্রোনও ব্যবহার করা হয়েছে ৷ এটি একটি স্নাইপার আক্রমণ বলে মনে হচ্ছে ৷

উল্লেখ্য, সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা এই প্রথম নয় ৷ এর আগে 2018 সালের 10 ফেব্রুয়ারি এই সেনা ছাউনির উপর হামলা চালায় পাক মদতপুষ্ট সংগঠন জইশ-ই-মহম্মদ জঙ্গিরা ৷ ঘটনায় 6 জন সেনা শহিদ হন ৷ অবশ্য় সেনার পাল্টা আক্রমণে 3 জঙ্গিও খতম হয় ৷ ঘটনায় আহত হন 14 জন জওয়ান ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর মাচাল ও তঙ্গধর সেক্টরে 3 জঙ্গিকে খতম করেন জওয়ানরা ৷ সেনার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে এই দুই সেক্টরে অভিযান চালায় সেনা, বিএসএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলা করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ পাল্টা আক্রমণ করে জওয়ানরাও ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে 3 জঙ্গি নিহত হয় ৷

জম্মু, 2 সেপ্টেম্বর: জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷ ঘটনায় আহত এক জওয়ান ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি সেনার ৷ চলতি মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৷ তার আগেই এই হামলা উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷

সেনা সূত্রে খবর, সোমবার সকাল 10টা 15 মিনিট নাগাদ সুঞ্জওয়ান সেনা ছাউনিতে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ জবাবে পাল্টা আক্রমণ করেন সেনা-জওয়ানরাও ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিকে, আক্রমণের পরই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা ৷ এলাকা ঘিরে ফেলে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হয় ৷ ব্যবহার করা হয় ড্রোনও ৷ ঘটনা প্রসঙ্গে সেনার তরফে জানান হয়, তল্লাশি অভিযান চলছে, ড্রোনও ব্যবহার করা হয়েছে ৷ এটি একটি স্নাইপার আক্রমণ বলে মনে হচ্ছে ৷

উল্লেখ্য, সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা এই প্রথম নয় ৷ এর আগে 2018 সালের 10 ফেব্রুয়ারি এই সেনা ছাউনির উপর হামলা চালায় পাক মদতপুষ্ট সংগঠন জইশ-ই-মহম্মদ জঙ্গিরা ৷ ঘটনায় 6 জন সেনা শহিদ হন ৷ অবশ্য় সেনার পাল্টা আক্রমণে 3 জঙ্গিও খতম হয় ৷ ঘটনায় আহত হন 14 জন জওয়ান ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর মাচাল ও তঙ্গধর সেক্টরে 3 জঙ্গিকে খতম করেন জওয়ানরা ৷ সেনার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে এই দুই সেক্টরে অভিযান চালায় সেনা, বিএসএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলা করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ পাল্টা আক্রমণ করে জওয়ানরাও ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে 3 জঙ্গি নিহত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.