ETV Bharat / bharat

ইউটিউব দেখে হাতুড়ে চিকিৎসকের অস্ত্রোপচার! ফল হল মারাত্মক - FAKE DOCTOR OPERATES - FAKE DOCTOR OPERATES

Teen Dies After Operation: অসুস্থ কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবার ৷ কিছুটা ভালো হতেই তাকে বাড়ি নিয়ে যেতে চান আত্মীয়রা ৷ এদিকে বাড়ির লোকের অনুমতি ছাড়াই হাতুড়ে চিকিৎসক কিশোরের অস্ত্রোপচার করলেন বলে অভিযোগ ৷

Fake Doctor operates watching YouTube Videos
ইউটিউব দেখে অস্ত্রোপচার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 4:36 PM IST

Updated : Sep 8, 2024, 4:44 PM IST

সরন, 8 সেপ্টেম্বর: ইউটিউব দেখে কিশোরের অস্ত্রোপচার! আর তাতে মৃত্যু হল কিশোরের ৷ সূত্রের খবর, ওই কিশোরের কিডনিতে পাথর হয়েছিল ৷ সে বারবার বমি করছিল ৷ প্রাথমিক চিকিৎসার জন্যই কিশোরের বাবা ও দাদু তাকে সরন জেলার গড়খা থানার অন্তর্গত গণপতি সেবা সদন হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে ভুয়ো চিকিৎসক পরিবারের অনুমতি না নিয়ে কিশোরের অস্ত্রোপচার করেন বলে অভিযোগ ৷ পরে তাকে পটনার একটি হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই তার প্রাণ যায়। শেষমেশ ওই হাসপাতালের সিঁড়িতে কিশোরের দেহ রেখে পালিয়ে যান ভুয়ো চিকিৎসক ও তাঁর সঙ্গীরা ৷

ইউটিউব ভিডিয়ো দেখে কিশোরের অস্ত্রোপচার করার ফলে মৃত্যু হয় কিশোরের (ইটিভি ভারত)

এই ঘটনায় কিশোরের বাবা বলেন, "আমার ছেলে বারবার বমি করছিল। তাই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ৷ তারপর প্রাথমিক চিকিৎসায় বমি থেমে যায় ৷ কিন্তু ডাক্তার অজিত কুমার পুরী জানান, ছেলের অস্ত্রোপচার করতে হবে ৷ তিনি ইউটিউব দেখতে দেখতে অস্ত্রোপচার করছিলেন ৷"

অজিত চিকিৎসক কি না, তা নিশ্চিত করে জানতেন না কিশোরের বাবা বা দাদু ৷ কিশোরকে সাময়িক সুস্থ করার জন্য তাঁরা গণপতি সেবা সদনে নিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু সেখানে অজিত নিজে থেকেই অস্ত্রোপচার শুরু করে দেন বলে অভিযোগ করেছেন বাবা ও দাদু, দু'জনেই ৷

কিশোরের দাদু প্রহ্লাদ প্রসাদ সাও বলেন, "ডাক্তার আমার ছেলেকে কিছু আনতে পাঠিয়ে দেন ৷ আর এদিকে নিজে থেকেই বাড়ির কারও অনুমতি ছাড়া নাতির অস্ত্রোপচার করতে শুরু করেন ৷ আমরা যখন জিজ্ঞেস করি, অস্ত্রোপচারের পরেও ছেলের যন্ত্রণা কেন হচ্ছে ? তখন পালটা আমাদেরই ধমক দিয়ে অজিত পুরী বলেন, আমরা ডাক্তার নাকি তিনি ? পরে বিকেলের দিকে আমার নাতি ঝিমিয়ে পড়ছিল ৷ সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানো হয় ৷ তারপর অ্যাম্বুলেন্স ডেকে অজিত পুরী ছেলেকে নিয়ে পটনার হাসপাতালের দিকে রওনা দেন ৷ রাস্তাতেই ছেলের মৃত্যু হয় ৷ তারা ছেলেকে হাসপাতালের সিঁড়িতে ফেলে রেখে পালিয়ে যায় ৷"

অজিত পুরী আদৌ চিকিৎসক কি না, তা জানতেন না মৃত চিকিৎসকের পরিবার ৷ তাহলে তাঁরা ভুয়ো চিকিৎসক অজিত পুরীর কাছে গেলেন কেন ? এর উত্তরে কিশোরের পরিবার বলে, "আমরা শুধু ছেলের বমি বন্ধ করতে গিয়েছিলাম, অস্ত্রোপচারের অনুমতি দিইনি ৷ অজিত পুরী নিজে থেকে এ কাজ করেছে ৷" পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ওই ভুয়ো চিকিৎসক এবং গণপতি সেবা সদনের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷

সরন, 8 সেপ্টেম্বর: ইউটিউব দেখে কিশোরের অস্ত্রোপচার! আর তাতে মৃত্যু হল কিশোরের ৷ সূত্রের খবর, ওই কিশোরের কিডনিতে পাথর হয়েছিল ৷ সে বারবার বমি করছিল ৷ প্রাথমিক চিকিৎসার জন্যই কিশোরের বাবা ও দাদু তাকে সরন জেলার গড়খা থানার অন্তর্গত গণপতি সেবা সদন হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে ভুয়ো চিকিৎসক পরিবারের অনুমতি না নিয়ে কিশোরের অস্ত্রোপচার করেন বলে অভিযোগ ৷ পরে তাকে পটনার একটি হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই তার প্রাণ যায়। শেষমেশ ওই হাসপাতালের সিঁড়িতে কিশোরের দেহ রেখে পালিয়ে যান ভুয়ো চিকিৎসক ও তাঁর সঙ্গীরা ৷

ইউটিউব ভিডিয়ো দেখে কিশোরের অস্ত্রোপচার করার ফলে মৃত্যু হয় কিশোরের (ইটিভি ভারত)

এই ঘটনায় কিশোরের বাবা বলেন, "আমার ছেলে বারবার বমি করছিল। তাই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ৷ তারপর প্রাথমিক চিকিৎসায় বমি থেমে যায় ৷ কিন্তু ডাক্তার অজিত কুমার পুরী জানান, ছেলের অস্ত্রোপচার করতে হবে ৷ তিনি ইউটিউব দেখতে দেখতে অস্ত্রোপচার করছিলেন ৷"

অজিত চিকিৎসক কি না, তা নিশ্চিত করে জানতেন না কিশোরের বাবা বা দাদু ৷ কিশোরকে সাময়িক সুস্থ করার জন্য তাঁরা গণপতি সেবা সদনে নিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু সেখানে অজিত নিজে থেকেই অস্ত্রোপচার শুরু করে দেন বলে অভিযোগ করেছেন বাবা ও দাদু, দু'জনেই ৷

কিশোরের দাদু প্রহ্লাদ প্রসাদ সাও বলেন, "ডাক্তার আমার ছেলেকে কিছু আনতে পাঠিয়ে দেন ৷ আর এদিকে নিজে থেকেই বাড়ির কারও অনুমতি ছাড়া নাতির অস্ত্রোপচার করতে শুরু করেন ৷ আমরা যখন জিজ্ঞেস করি, অস্ত্রোপচারের পরেও ছেলের যন্ত্রণা কেন হচ্ছে ? তখন পালটা আমাদেরই ধমক দিয়ে অজিত পুরী বলেন, আমরা ডাক্তার নাকি তিনি ? পরে বিকেলের দিকে আমার নাতি ঝিমিয়ে পড়ছিল ৷ সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানো হয় ৷ তারপর অ্যাম্বুলেন্স ডেকে অজিত পুরী ছেলেকে নিয়ে পটনার হাসপাতালের দিকে রওনা দেন ৷ রাস্তাতেই ছেলের মৃত্যু হয় ৷ তারা ছেলেকে হাসপাতালের সিঁড়িতে ফেলে রেখে পালিয়ে যায় ৷"

অজিত পুরী আদৌ চিকিৎসক কি না, তা জানতেন না মৃত চিকিৎসকের পরিবার ৷ তাহলে তাঁরা ভুয়ো চিকিৎসক অজিত পুরীর কাছে গেলেন কেন ? এর উত্তরে কিশোরের পরিবার বলে, "আমরা শুধু ছেলের বমি বন্ধ করতে গিয়েছিলাম, অস্ত্রোপচারের অনুমতি দিইনি ৷ অজিত পুরী নিজে থেকে এ কাজ করেছে ৷" পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ওই ভুয়ো চিকিৎসক এবং গণপতি সেবা সদনের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷

Last Updated : Sep 8, 2024, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.