ETV Bharat / bharat

কনভয়ে হামলা সন্দেহভাজন জঙ্গিদের, কড়া বার্তা মণিপুরের মুখ্যমন্ত্রীর - Suspected militants ambush - SUSPECTED MILITANTS AMBUSH

Suspected militants ambush: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালাল ৷ এই ঘটনায় এক কর্মী জখম হয়েছেন ৷ এই হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন এন বীরেন সিং ৷

ETV BHARAT
মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 1:50 PM IST

Updated : Jun 10, 2024, 3:22 PM IST

ইম্ফল, 10 জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা ৷ এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ তবে মণিপুরের মুখ্যমন্ত্রী নিরাপদেই রয়েছেন বলে খবর মিলেছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এন বীরেন সিং ৷

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয় । এটি সরাসরি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ, মানে সরাসরি রাজ্যের জনগণের উপর । তাই, রাজ্য সরকারকে কিছু করতে হবে । আমি আমার সব সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করব । আমরা সিদ্ধান্ত নেব...৷"

জানা গিয়েছে, সোমবার সকালে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়টি হিংসা বিধ্বস্ত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল ৷ শনিবারই এই জিবিরামে হামলার ঘটনার ঘটিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা ৷ এ দিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে কাংপোকপি জেলায় অতর্কিতে মুখ্যমন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা ৷ পালটা গুলি ছোড়েন নিরাপত্তা কর্মীরাও ৷ দু'পক্ষের গুলি বিনিময়ে একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কনভয়ের দিকে একের পর এক গুলি ধেয়ে আসে ৷ তার যথাযোগ্য জবাব দিয়েছেন নিরাপত্তা কর্মীরা ৷ কোটলেন গ্রামের কাছে জাতীয় সড়ক 53-তে চলে গুলির লড়াই ৷ হামলার সময় একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনও দিল্লি থেকে ইম্ফল পৌঁছতে পারেননি ৷ তিনি জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে জিরিবাম যাওয়ার পরিকল্পনা করেছিলেন ৷" মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই জিবিরামের দিকে রওনা হয়েছিল তাঁর নিরাপত্তা বেষ্টনীতে থাকা কনভয় ৷ তখনই সেই কনভয়ে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে ৷

শনিবার সন্দেহভাজন জঙ্গিরা জিরিবামে দুটি পুলিশ ফাঁড়ি, একটি ফরেস্ট বিট অফিস এবং অন্তত 70টি বাড়ি পুড়িয়ে দিয়েছে ।

(সংবাদসংস্থা পিটিআই)

ইম্ফল, 10 জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা ৷ এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ তবে মণিপুরের মুখ্যমন্ত্রী নিরাপদেই রয়েছেন বলে খবর মিলেছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এন বীরেন সিং ৷

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয় । এটি সরাসরি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ, মানে সরাসরি রাজ্যের জনগণের উপর । তাই, রাজ্য সরকারকে কিছু করতে হবে । আমি আমার সব সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করব । আমরা সিদ্ধান্ত নেব...৷"

জানা গিয়েছে, সোমবার সকালে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়টি হিংসা বিধ্বস্ত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল ৷ শনিবারই এই জিবিরামে হামলার ঘটনার ঘটিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা ৷ এ দিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে কাংপোকপি জেলায় অতর্কিতে মুখ্যমন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা ৷ পালটা গুলি ছোড়েন নিরাপত্তা কর্মীরাও ৷ দু'পক্ষের গুলি বিনিময়ে একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কনভয়ের দিকে একের পর এক গুলি ধেয়ে আসে ৷ তার যথাযোগ্য জবাব দিয়েছেন নিরাপত্তা কর্মীরা ৷ কোটলেন গ্রামের কাছে জাতীয় সড়ক 53-তে চলে গুলির লড়াই ৷ হামলার সময় একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনও দিল্লি থেকে ইম্ফল পৌঁছতে পারেননি ৷ তিনি জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে জিরিবাম যাওয়ার পরিকল্পনা করেছিলেন ৷" মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই জিবিরামের দিকে রওনা হয়েছিল তাঁর নিরাপত্তা বেষ্টনীতে থাকা কনভয় ৷ তখনই সেই কনভয়ে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে ৷

শনিবার সন্দেহভাজন জঙ্গিরা জিরিবামে দুটি পুলিশ ফাঁড়ি, একটি ফরেস্ট বিট অফিস এবং অন্তত 70টি বাড়ি পুড়িয়ে দিয়েছে ।

(সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Jun 10, 2024, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.