কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি করের ঘটনায় শুনানির দিন ঠিক করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সোমবার এই মামলা শুনবে বলে জানা গিয়েছে । এই মামলাটি সেদিন ওই বেঞ্চের প্রথম আইটেম হিসেবে নথিভুক্ত হয়েছে। আগে ঠিক ছিল বৃহস্পতিবার মামলা শুনবে সর্বোচ্চ আদালত । কিন্তু তা হয়নি ।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জানা যায়, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না । তার জেরে আরজি কর মামলার শুনানি নিয়ে সংশয় তৈরি হয়। আর এই ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই মধ্যে জানা গেল সোমবার মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ ।
এর আগে বুধবার সুপ্রিম কোর্টের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, প্রধান বিচারপতির সঙ্গে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ বসছে না ৷ ফলে এই বেঞ্চের তালিকাভুক্ত বিষয়গুলির শুনানি হবে না। একই সঙ্গে, সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি সিটি রবিকুমারও আদালতে থাকবেন না বলে জানা যায় ৷
ফলে আদালত নং 4-এ তালিকাভুক্ত বিষয়গুলির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চে ৷ শীর্ষ আদালতের ওই বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, একাধিক মামলার বেঞ্চ বাতিল হয়েছে ৷ কিন্তু আরজি করের মামলা অন্য কোনও বেঞ্চে স্থানান্তরিত করা হয়নি। শুনানির যে নতুন তালিকা প্রকাশিত হয় শীর্ষ আদালতের তরফে সেই তালিকাতেও ছিল না আরজি কর মামলা ৷ এবার জানা গেল সোমবার আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট । এদিকে, বুধবারও আরজি কর ঘটনায় রাত দখলের কর্মসূচি নেওয়া হয় । রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদে সামিল হন অনেকে।