নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: বিতর্কিত চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থী কুলদীপ কুমারকে বিজয়ী ঘোষণা করল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি মঙ্গলবার ওই নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার অনিল মসিহকে তিরস্কার ও তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করার নির্দেশ দিল আদালত ৷ সর্বোচ্চ আদালত চলতি বছরের 30 জানুয়ারি ভোটের ফলকে পাশে রেখে আটটি বাতিল ব্যালটকে বৈধ বলে গণ্য করেছে ৷ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল দ্বারা নিযুক্ত বিচার বিভাগীয় অফিসার আদালতে এই ব্যালট পেপারগুলির পেশ করেছিলেন । দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ব্যালট পেপার পরীক্ষা করার পর বলেন, "আটটি ব্যালট বৈধ হিসাবে বিবেচিত হবে ।"
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রশংসা করলেন উচ্ছ্বসিত কেজরি। সুপ্রিম কোর্টের ঘোষণা আসলে ইন্ডিয়া জোটের প্রথম বড় জয় বলেই মনে করেন তিনি । পাশাপশি, বিষয়টি 'ঐতিহাসিক সিদ্ধান্ত' বলেই মতপ্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী ।
অন্যদিকে, আদালত মেয়র নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার অনিল মাসিহকেও তিরস্কার করে জানায় , তাঁর বিরুদ্ধে 340 সিআরপিসি ধারার অধীনে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটি উপযুক্ত মামলা দেওয়া হয়েছে ৷ আদালত রেজিস্ট্রার জুডিশিয়ালকে অনীল মসিহকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন ৷ কেন সিআরপিসি ধারা 340 এর অধীনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না তা কারণ দর্শাতে বলা হয়েছে রিটার্নিং অফিসারকে ।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বস্তি মিলেছে আম আদমি পার্টি-কংগ্রেস জোটের ৷ ব্যালট পেপারগুলি প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের সামনে তুলে ধরা হয়েছিল । বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে আটটি অবৈধ ব্যালট কংগ্রেস-এএপি যৌথ প্রার্থী কুলদীপ কুমারের পক্ষে ভোট পরেছিল । সর্বোচ্চ আদালত উল্লেখ করেছে যে রিটার্নিং অফিসার অনীল মসিহ সমস্ত আটটি ব্যালট পেপারের নীচে একটি লাইন এঁকেছেন এবং সমস্ত দলকে ব্যালট পেপারগুলি দেখার অনুমতি দিয়েছেন ।
ভোট প্রক্রিয়ার ভিডিয়ো সুপ্রিম কোর্টেও চালানো হয় । শুনানির সময় সোমবার বেঞ্চ বলেছে যে চণ্ডীগড় মেয়র নির্বাচনে ঘোড়া কেনাবেচা হয়েছে ৷ এটি উদ্বেগের বিষয় ৷ 30 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের রেকর্ড এবং ভিডিয়ো তলব করা হয়েছে আদালতে । তিন বিচারপতির বেঞ্চ বলেছিল যে এটি মঙ্গলবার ব্যালট পেপার এবং নির্বাচনের পুরো ভিডিও রেকর্ডিং পরীক্ষা করবে। এটি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নতুন দিল্লিতে রেকর্ডগুলি নিরাপদে আনার জন্য একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে, যা অবশেষে আজ করা হয়েছিল ।
আরও পড়ুন: