ETV Bharat / bharat

কিশোরীদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে - SC Sets Aside Calcutta HC Verdict

SC Sets Aside Calcutta HC Verdict on Adolescent Girls Sexual Urges: কিশোরীদের যৌন ইচ্ছে নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা হাইকোর্টের একটি রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷ যে রায় নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণগুলিকে অযৌক্তিক এবং আপত্তিকর বলে উল্লেখ করেছিল ৷

SC Sets Aside Calcutta HC Verdict on Adolescent Girls Sexual Urges
সুপ্রিম কোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 8:29 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: কলকাতা হাইকোর্টের একটি রায় মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ 2023 সালের অক্টোবরের সেই রায়ে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই সঙ্গে হাইকোর্ট তার পর্যবেক্ষণে, কিশোরীদের 'যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ' করার পরামর্শ দিয়েছিল ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজের পাশাপাশি, পকসো আইনে একাধিক নির্দেশ দিয়েছে ৷

ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি অভয় এস ওকা এদিন রায় ঘোষণা করেন ৷ এমনকি আদালতের রায় কীভাবে লিখতে হবে, সে নিয়েও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ কলকাতা হাইকোর্টের রায়ের সমালোচনা করে তাঁর মন্তব্য ছিল, "কলকাতা হাইকোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ অত্যন্ত আপত্তিকর এবং সম্পূর্ণ অযৌক্তিক ৷" এই মামলা নিয়ে হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারও আপত্তি জানিয়েছিল ৷ উল্লেখ্য়, 2023 সালের 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় ঘোষণা করে ৷

মূলত, কলকাতা হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ নিয়ে আপত্তি উঠেছিল, তা হল- "কিশোরীদের তাদের 'যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ' করতে হবে ৷ তা না হলে, সমাজের চোখে সে অকর্মণ্য হিসেবে বিবেচিত হবে ৷ কারণ, মাত্র দু’মিনিটের যৌনসুখের জন্য, সে সময়ের অপচয় করছে ৷" এই মামলায় অভিযুক্তকে নিম্ন আদালত 20 বছরের কারাদণ্ডর নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু, হাইকোর্ট অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে ৷

সেই রায়ের শুনানিতে গত 4 জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, হাইকোর্টের রায়ের কিছু অনুচ্ছেদ সমস্যা রয়েছে এবং এই ধরনের রায় 'সম্পূর্ণ ভুল' ৷ উল্লেখ্য, গত 8 ডিসেম্বর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, "ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21-এর অনুযায়ী, হাইকোর্টের পর্যবেক্ষণগুলি কিশোরীদের নৈতিক অধিকারকে লঙ্ঘন করে ৷"

নয়াদিল্লি, 20 অগস্ট: কলকাতা হাইকোর্টের একটি রায় মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ 2023 সালের অক্টোবরের সেই রায়ে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই সঙ্গে হাইকোর্ট তার পর্যবেক্ষণে, কিশোরীদের 'যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ' করার পরামর্শ দিয়েছিল ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজের পাশাপাশি, পকসো আইনে একাধিক নির্দেশ দিয়েছে ৷

ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি অভয় এস ওকা এদিন রায় ঘোষণা করেন ৷ এমনকি আদালতের রায় কীভাবে লিখতে হবে, সে নিয়েও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ কলকাতা হাইকোর্টের রায়ের সমালোচনা করে তাঁর মন্তব্য ছিল, "কলকাতা হাইকোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ অত্যন্ত আপত্তিকর এবং সম্পূর্ণ অযৌক্তিক ৷" এই মামলা নিয়ে হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারও আপত্তি জানিয়েছিল ৷ উল্লেখ্য়, 2023 সালের 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় ঘোষণা করে ৷

মূলত, কলকাতা হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ নিয়ে আপত্তি উঠেছিল, তা হল- "কিশোরীদের তাদের 'যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ' করতে হবে ৷ তা না হলে, সমাজের চোখে সে অকর্মণ্য হিসেবে বিবেচিত হবে ৷ কারণ, মাত্র দু’মিনিটের যৌনসুখের জন্য, সে সময়ের অপচয় করছে ৷" এই মামলায় অভিযুক্তকে নিম্ন আদালত 20 বছরের কারাদণ্ডর নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু, হাইকোর্ট অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে ৷

সেই রায়ের শুনানিতে গত 4 জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, হাইকোর্টের রায়ের কিছু অনুচ্ছেদ সমস্যা রয়েছে এবং এই ধরনের রায় 'সম্পূর্ণ ভুল' ৷ উল্লেখ্য, গত 8 ডিসেম্বর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, "ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21-এর অনুযায়ী, হাইকোর্টের পর্যবেক্ষণগুলি কিশোরীদের নৈতিক অধিকারকে লঙ্ঘন করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.