ETV Bharat / bharat

হত্য়ায় অভিযুক্ত সেনাকর্মীদের বিচার নিয়ে নাগাল্যান্ড সরকারের আবেদনে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের - Supreme Court

Supreme Court: 2021 সালে নাগাল্যান্ডে সাধারণ নাগরিকদের হত্যার অভিযোগ ওঠে সেনাকর্মীদের বিরুদ্ধে ৷ ওই সেনাকর্মীদের বিরুদ্ধে এফআইআর করে নাগাল্যান্ড সরকার ৷ কিন্তু কেন্দ্র বিচারের অনুমোদন খারিজ করে দেয় ৷ সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে নাগাল্যান্ড সরকার ৷ সেই মামলায় কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jul 16, 2024, 7:08 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই: নাগাল্যান্ড সরকারের একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও প্রতিরক্ষা মন্ত্রককে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷ 2021 সালে নাগাল্যান্ডে জঙ্গিনিধন অভিযান চলাকালীন 13 জন সাধারণ নাগরিককে হত্যা করার অভিযোগ ওঠে 30 জন সেনাকর্মীর বিরুদ্ধে, সেই সেনাকর্মীদের বিচারের অনুমোদন খারিজ হয়ে যাওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে নাগাল্যান্ড ৷ সেই মামলাতেই কেন্দ্র ও প্রতিরক্ষা মন্ত্রকের জবাব তলব করেছে শীর্ষ আদালত ৷

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 3 সেপ্টেম্বর ৷

নাগাল্যান্ডের মোন জেলার ওটিং-এ 2021 সালে ওই ঘটনা ঘটে ৷ এই নিয়ে নাগাল্যান্ড সরকারের তরফে এফআইআর করা হয় ওই সেনাকর্মীদের বিরুদ্ধে ৷ সেই তালিকায় একজন মেজর রয়েছেন ৷ তার পর গত বছরের এপ্রিলে কেন্দ্রীয় সরকারের তরফে বিচারের অনুমোদন খারিজ করে দেওয়া হয় ৷ কেন্দ্রের সেই নির্দেশের বিরুদ্ধে সংবিধানের 32 নম্বরের অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন ফাইল করে ৷ সংবিধানের এই অনুচ্ছেদ অনুয়ায়ী মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে আবেদন করা যায় ৷

নাগাল্যান্ড সরকারের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও ভাবনাচিন্তা ও বিবেচনা ছাড়া এবং তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল দ্বারা সংগৃহীত সমস্ত তথ্য না দেখেই বিচার করার অনুমোদন অস্বীকার করে ।

2022 সালের জুলাই মাসে শীর্ষ আদালত অভিযুক্তদের স্ত্রীদের আবেদনের ভিত্তিতে একটি বিশেষ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা চালানো স্থগিত করার নির্দেশ দিয়েছিল ৷ সেখানে দাবি করা হয়েছিল ওই সেনাকর্মীদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য রাষ্ট্রের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই বিচার করা হচ্ছে ।

নয়াদিল্লি, 16 জুলাই: নাগাল্যান্ড সরকারের একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও প্রতিরক্ষা মন্ত্রককে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷ 2021 সালে নাগাল্যান্ডে জঙ্গিনিধন অভিযান চলাকালীন 13 জন সাধারণ নাগরিককে হত্যা করার অভিযোগ ওঠে 30 জন সেনাকর্মীর বিরুদ্ধে, সেই সেনাকর্মীদের বিচারের অনুমোদন খারিজ হয়ে যাওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে নাগাল্যান্ড ৷ সেই মামলাতেই কেন্দ্র ও প্রতিরক্ষা মন্ত্রকের জবাব তলব করেছে শীর্ষ আদালত ৷

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 3 সেপ্টেম্বর ৷

নাগাল্যান্ডের মোন জেলার ওটিং-এ 2021 সালে ওই ঘটনা ঘটে ৷ এই নিয়ে নাগাল্যান্ড সরকারের তরফে এফআইআর করা হয় ওই সেনাকর্মীদের বিরুদ্ধে ৷ সেই তালিকায় একজন মেজর রয়েছেন ৷ তার পর গত বছরের এপ্রিলে কেন্দ্রীয় সরকারের তরফে বিচারের অনুমোদন খারিজ করে দেওয়া হয় ৷ কেন্দ্রের সেই নির্দেশের বিরুদ্ধে সংবিধানের 32 নম্বরের অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন ফাইল করে ৷ সংবিধানের এই অনুচ্ছেদ অনুয়ায়ী মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে আবেদন করা যায় ৷

নাগাল্যান্ড সরকারের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও ভাবনাচিন্তা ও বিবেচনা ছাড়া এবং তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল দ্বারা সংগৃহীত সমস্ত তথ্য না দেখেই বিচার করার অনুমোদন অস্বীকার করে ।

2022 সালের জুলাই মাসে শীর্ষ আদালত অভিযুক্তদের স্ত্রীদের আবেদনের ভিত্তিতে একটি বিশেষ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা চালানো স্থগিত করার নির্দেশ দিয়েছিল ৷ সেখানে দাবি করা হয়েছিল ওই সেনাকর্মীদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য রাষ্ট্রের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই বিচার করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.