কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় সরব হলেন বলিউড তারকা হৃতিক রোশন ৷ নিরাপদ ও সভ্যসমাজ গড়ে তোলার বার্তা দিলেন তিনি ৷ কলকাতার এই ঘটনায় নারী সুরক্ষা ও ধর্ষকদের আইনের কঠোরতম সাজার পক্ষে সওয়াল করেছেন ভারতী মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁর সোশাল মিডিয়া পোস্টে আরজি কর-কণ্ডে মৃত নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়েছেন ৷ নীরবতা ভাঙার ডাক দিলেন কবি প্রীতিশ নন্দী ৷
আরজি করের মৃত নির্যাতিতার সুবিচার এবং অভিযুক্তদের আইনের সর্বোচ্চ সাজার দাবিতে সরব সমগ্র বাংলা ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর হতে বার্তা দিয়েছেন সব রাজ্য সরকারকে ৷ তেমনি আরজি করের ডাক্তারি পড়ুয়ার সুবিচার ও নারী সুরক্ষার দাবি উঠেছে বিবিধ ক্ষেত্রে দেশের প্রতিষ্ঠিত মুখগুলির তরফে ৷ গতকালই বলিউড তারকা আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট আরজি কর-কাণ্ডে দেশের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ 2012 সালের দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেছিলেন ৷
এবার সোশাল মিডিয়ায় মহিলাদের জন্য সুরক্ষিত সমাজের দাবিতে সরব হলেন হৃতিক রোশন ৷ এক্স হ্যান্ডেলে হৃতিক লেখেন, "হ্যাঁ আমাদের এমন একটি সমাজে গড়ে তুলতে হবে, যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করব ৷ কিন্তু, তাতে কয়েক দশক লেগে যাবে ৷ আশা করি আমাদের ছেলে-মেয়েদের সংবেদনশীল ও ক্ষমতায়নের মাধ্যমে তা ঘটবে ৷ আগামী প্রজন্ম অনেক বেশি সভ্য হবে ৷ আমাদের সেখানে পৌঁছতেই হবে ৷"
Yes we need to evolve into a society where we ALL feel equally safe. But that is going to take decades. It’s going to hopefully happen with sensitizing and empowering our sons and daughters. The next generations will be better. We will get there. Eventually. But what in the…
— Hrithik Roshan (@iHrithik) August 15, 2024
তবে তিনি প্রশ্ন তুলেছেন, "কিন্তু, এর মাঝের সময়ে কী হবে ? এখন ন্যায়বিচারের মধ্যে দিয়ে এই ধরনের নৃশংসতা কঠোরভাবে বন্ধ হোক ৷ আর তা করার একমাত্র উপায়, এতটাই কঠোর শাস্তি দেওয়া, যার ফলে এই ধরনের অপরাধীরা দিনের আলোয়র বেঁচে থাকতে ভয় পাবে ৷ আর সেটাই আমরা চাই ৷" আরজি কর হাসপাতালের মৃত নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন হৃতিক ৷ সেই সঙ্গে স্বাধীনতা দিবসের রাতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতি হামলার ঘটনার নিন্দা করেছেন তিনি ৷ সুবিচার ও নিরাপত্তার দাবি আন্দোলনরত চিকিৎসকদের সমর্থন জানিয়েছেন বলিউড তারকা ৷
আরজি করের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "কলকাতায় ডাক্তারের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা আমাদের বুঝিয়ে দিল, যাঁরা দিনরাত এক করে আমাদের সেবা করছেন ও জীবন ফেরাচ্ছেন, তাঁরাও এই ধরনের ভয়াবহ হিংস্রতার থেকে মুক্ত নয় ৷ এতটাই দুঃখজনক, যিনি অন্যদের সুরক্ষা এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন ৷ তিনিই এমন একটি জঘন্য ঘটনার শিকার হচ্ছেন ৷ ধর্ষকদের আইনের পূর্ণ শক্তিকে ব্যবহার করে কঠোর শাস্তি দিতে হবে ৷ নিরাপত্তা, স্বাধীনতা এবং সম্মান প্রত্যেক মহিলার অধিকার ৷"
The brutal rape and murder of a doctor in Kolkata is a chilling reminder that even those who dedicate their lives to healing and saving others are not immune to the horrors of violence. It is beyond tragic that someone who vowed to protect and care for others fell victim to such…
— Mithali Raj (@M_Raj03) August 15, 2024
কবি প্রীতিশ নন্দী আরজি কর-কাণ্ড ও তাকে কেন্দ্র করে কলকাতায় ঘটে যাওয়া একের পর এক ঘটনার নিন্দা করেছেন ৷ তিনি লেখেন, "আমি কলকাতাকে ভালোবাসি ৷ 40 বছর আগে মুম্বইয়ে চলে আসার আগে আমার জীবনের সুন্দর ও সেরা মুহূর্তগুলি আমি এই শহরে কাটিয়েছি ৷ যখনই প্রয়োজন পড়ে ও সম্ভব হয় আমি কলকাতা (এবং বাংলা)-র সবকিছুর পক্ষে কথা কথা বলি ৷ কিন্তু, এবার আর চুপ থাকতে পারলাম না ৷ আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে (দুই মেয়ের বাবা হিসেবে, বর্ণনা দিতেও কেঁপে উঠছি আমি), তা আমাদের কাছে লজ্জার ৷ আরও যেটা আমাকে লজ্জিত করছে (ঘটনার পর হাসপাতালে ঢুকে ভাঙচুর ও প্রমাণ নষ্ট করার চেষ্টা হচ্ছে ৷ যা অপরাধীকে সাহায্য করবে), তা হল যে নিষ্ঠুরতার সঙ্গে কর্তৃপক্ষ এই ঘটনাটিকে নিয়ন্ত্রণ করছে ৷"
I love Calcutta. I spent some of the best years of my life there as a poet before I moved to Bombay 40 years ago. I still defend everything about Calcutta (and Bengal) wherever and whenever I can. But it’s no longer possible to stay quiet. What has happened at the RG Kar hospital…
— Pritish Nandy (@PritishNandy) August 15, 2024
প্রীতিশ নন্দীর মতে, বাংলার সেই সংস্কৃতি আজ ধ্বংস হয়ে গিয়েছে ৷ যে সংস্কৃতি মহিলাদের সম্মান করতে শেখায় ৷ তাই তিনি উল্লেখ করেছেন, "আমি দুঃখিত ! আমি লজ্জিত ! যে সংস্কৃতি সর্বদা নারীসমাজকে সম্মান করতে শিখিয়েছে, আজ তা অবশেষে ধ্বংস হল ৷ না, এটা সেই কলকাতা নয়, যাকে আমি চিনতাম ও ভালোবাসতাম ৷"