নয়াদিল্লি, 4 মার্চ: 2024 সালের হজ যাত্রার নির্দেশাবলী প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু মন্ত্রক ৷ রবিবার সংখ্যালঘু মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক বৈঠক করেন এ নিয়ে ৷ সেখানেই তিনি হজ যাত্রা সংক্রান্ত নির্দেশিকা ও হজযাত্রীদের সুবিধার জন্য একটি নতুন মোবাইল অ্যাপের সূচনা করলেন ৷ যার নাম দেওয়া হয়েছে, 'হজ সুবিধা' ৷ এই মোবাইল অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা যাত্রা সংক্রান্ত সবরকম সহায়তা পাবেন ৷
এ নিয়ে স্মৃতি ইরানি জানিয়েছেন কেন্দ্র তার সব মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে হজের পুণ্যার্থীদের যাত্রাকে সহজ ও সুগম করে তুলতে বদ্ধপরিকর ৷ তিনি বলেন, "হজ যাত্রীদের সুযোগ-সুবিধা প্রদান করা শুধুমাত্র সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্ব নয় ৷ তাই মোদি সরকারের সকল মন্ত্রকের মধ্যে সমন্বয় স্থাপন করা হচ্ছে, যাতে হজ যাত্রীদের উন্নতমানের সবরকম পরিষেবা দেওয়া যায় ৷" তিনি এও জানিয়েছেন, এবারের হজ যাত্রায় 'মেহরম (পুরুষ) ছাড়া মহিলা' হজ যাত্রীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷
তিনি বলেন, "গত বছর এককভাবে হজ যাত্রার আবেদনকারী মহিলার সংখ্যা ছিল 4 হাজার 300 জন ৷ এবছর তা ইতিমধ্যে 5 হাজার 160 জনের বেশি...৷" তিনি এও জানান, কেন্দ্রীয় সরকার লাগাতার হজ যাত্রীদের যাত্রাকে সুগম করতে লাগাতার উন্নত পরিষেবা দেওয়ার কাজ করে চলেছে ৷ এক্ষেত্রে ভারত সরকারের 'হজ সুবিধা' মোবাইল অ্যাপ হজ যাত্রীদের সহযোগিতা করবে বলে জানান তিনি ৷ স্মৃতি বলেন, "কোনওরকম সমস্যায় পড়লে, 'হজ সুবিধা' মোবাইল অ্যাপের মাধ্যমে সরকারি আধিকারিকরা হজ যাত্রীদের অবস্থান সম্পর্কে জানতে পারবে ৷ সেই মতো সাহায্য পৌঁছে দেওয়া হবে ৷"
উল্লেখ্য, ভারত থেকে এবছর মোটি 1 লক্ষ 75 হাজার 25 জন হজ যাত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে ৷ এত সংখ্যক হজ যাত্রীর নাম মঞ্জুরের অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, এবছরের জানুয়ারি মাসে ভারত সরকার সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি 2024 সই করেছে ৷ এই চুক্তি হয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রকের পার্লামেন্টেরিয়ান ডক্টর তৌফিক বিন ফৌজান আল-রাবিআহর সঙ্গে ৷ ভারতে তরফে চুক্তিতে সই করেছেন, সংখ্যালঘু মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন ৷
আরও পড়ুন: