ETV Bharat / bharat

লাইন পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, মৃত্যু হল কমপক্ষে 2 যাত্রীর - জামতাড়ায় ট্রেন দুর্ঘটনা

Train Accident: জামতাড়ায় দুর্ঘটনা ৷ ট্রেন থেকে নেমে লাইন পেরোতে গিয়ে প্রাণ হারালেন 2 জন যাত্রী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:41 PM IST

Updated : Feb 28, 2024, 10:56 PM IST

জামতাড়া, 28 ফেব্রুয়ারি: ট্রেন থেকে নামার পর অন্য লাইন পেরোনোর সময় এক্সপ্রেসের ধাক্কা ৷ মৃত্যু হল 2 জনেরও বেশি যাত্রীর ৷ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, যাত্রীবাহী ট্রেন থেকে নামার পর যাত্রীরা অন্য লাইনের ট্র্যাক পার হওয়ার সময় অন্য একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে । তার জেরেই এই দুর্ঘটনা ৷ সেখানে অনেক মানুষের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে । মনে করা হচ্ছে, 2 জনেরও বেশি লোক মারা গিয়েছে ৷ এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন তিনি ৷

রেল সূত্রে খবর, দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসন ও পুলিশের টিম । এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় হৈচৈ পড়ে যায়। আশাপাশের এলাকা থেকে বহু মানুষ দুর্ঘটনাস্থলে এসে পৌঁছতে শুরু করেন। অন্ধকারের কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে । যদিও ঘটনায় রেলের কোনও দোষ নেই বলে দাবি ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ।

ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বিদ্যাসাগর ও কালা ঝরিয়ার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ভাগলপুর থেকে যশবন্তপুরগামী অঙ্গ এক্সপ্রেস কালা ঝরিয়ার কাছে প্রযুক্তিগত কারণে বন্ধ হয়ে যায়। সেই সময় অঙ্গ এক্সপ্রেসের অনেক যাত্রী ট্রেন থেকে নেমে লাইন পেরোচ্ছিলেন ৷ ঠিক তখনই অন্য রুটে আসানসোল থেকে বৈদ্যনাথধামগামী যাত্রীবাহী ট্রেনটি আসছিল ৷ তাতেই ধাক্কা লেগে মৃত্যু হয় 2 জনের ৷ ঘটনার পর অঙ্গ এক্সপ্রেসকে কাশীতন্ড হল্টে আনা হয়েছে । আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে । আর কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা দেখার জন্য ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত অনুসন্ধান চালানো হচ্ছে । পরিষেবা আবার কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে বৈঠকে বসেছেন রেলকর্তারা।

আরও পড়ুন :

  1. রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কা, ঝাড়খণ্ডে মৃত 4
  2. চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন স্ত্রী, বরাত জোরে রক্ষা পেলেন দম্পতি
  3. কানে ফোন নিয়ে রেললাইন ধরে হাঁটাই কাল হল! ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক

জামতাড়া, 28 ফেব্রুয়ারি: ট্রেন থেকে নামার পর অন্য লাইন পেরোনোর সময় এক্সপ্রেসের ধাক্কা ৷ মৃত্যু হল 2 জনেরও বেশি যাত্রীর ৷ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, যাত্রীবাহী ট্রেন থেকে নামার পর যাত্রীরা অন্য লাইনের ট্র্যাক পার হওয়ার সময় অন্য একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে । তার জেরেই এই দুর্ঘটনা ৷ সেখানে অনেক মানুষের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে । মনে করা হচ্ছে, 2 জনেরও বেশি লোক মারা গিয়েছে ৷ এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন তিনি ৷

রেল সূত্রে খবর, দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসন ও পুলিশের টিম । এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় হৈচৈ পড়ে যায়। আশাপাশের এলাকা থেকে বহু মানুষ দুর্ঘটনাস্থলে এসে পৌঁছতে শুরু করেন। অন্ধকারের কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে । যদিও ঘটনায় রেলের কোনও দোষ নেই বলে দাবি ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ।

ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বিদ্যাসাগর ও কালা ঝরিয়ার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ভাগলপুর থেকে যশবন্তপুরগামী অঙ্গ এক্সপ্রেস কালা ঝরিয়ার কাছে প্রযুক্তিগত কারণে বন্ধ হয়ে যায়। সেই সময় অঙ্গ এক্সপ্রেসের অনেক যাত্রী ট্রেন থেকে নেমে লাইন পেরোচ্ছিলেন ৷ ঠিক তখনই অন্য রুটে আসানসোল থেকে বৈদ্যনাথধামগামী যাত্রীবাহী ট্রেনটি আসছিল ৷ তাতেই ধাক্কা লেগে মৃত্যু হয় 2 জনের ৷ ঘটনার পর অঙ্গ এক্সপ্রেসকে কাশীতন্ড হল্টে আনা হয়েছে । আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে । আর কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা দেখার জন্য ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত অনুসন্ধান চালানো হচ্ছে । পরিষেবা আবার কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে বৈঠকে বসেছেন রেলকর্তারা।

আরও পড়ুন :

  1. রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কা, ঝাড়খণ্ডে মৃত 4
  2. চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন স্ত্রী, বরাত জোরে রক্ষা পেলেন দম্পতি
  3. কানে ফোন নিয়ে রেললাইন ধরে হাঁটাই কাল হল! ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক
Last Updated : Feb 28, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.