ETV Bharat / bharat

পুকুরে ট্রাক্টর ট্রলি উলটে শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু - tractor trolley overturns in pond

Road Accident in UP: উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে । সকলে ট্রাক্টর ট্রলি করে গঙ্গাস্নানে যাচ্ছিলেন । সেসময় সামনে দিক থেকে গাড়ি চলে আসে ৷ গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে যায় ট্রাক্টর ট্রলিটি ৷

Road Accident in UP
উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 2:31 PM IST

Updated : Feb 24, 2024, 4:19 PM IST

কাসগঞ্জ(উত্তরপ্রদেশ), 24 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় পুকুরে উলটে গেল ট্রাক্টর ট্রলি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে সাত শিশু ও আট মহিলা-সহ মোট 24 জনের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালি কোতোয়ালি এলাকার দড়িয়াবগঞ্জ পাটিয়ালি সড়কের মাঝখানে থাকা গধাইয়া গ্রামের কাছে ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চার শিশু ৷ তাদেরকে হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে তাদের চিকিৎসা চলছে । চারজনের অবস্থাই আশংকাজনক ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "কাসগঞ্জ জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক । মৃতের পরিবারের সঙ্গে আমার সমবেদনা রয়েছে । আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে । মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রভু শ্রী রামের কাছে প্রার্থনা করছি ।"

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মৃতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার দাবি করেছেন ৷ তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে সোশাল মিডিয়ায় লিখেছেন,"খুবই দুঃখজনক যে কাসগঞ্জে গঙ্গা স্নান করতে যাওযার সময় যাত্রী বোঝাই একটি ট্রাক্টর ট্রলি পুকুরে উলটে বহু সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে । দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালিয়ে আহতের জীবন বাঁচান । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । সরকারের উচিত নিহতের পরিবার ও আহতদেরকে উপযুক্ত আর্থিক সাহায্য দেওয়া ।"

জানা গিয়েছে, ইটা জেলার জয়থরা থানা এলাকার ছোট কাস গ্রামের বাসিন্দারা মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করতে কাসগঞ্জের পাটিয়ালি তহসিল এলাকার কাদরগঞ্জ গঙ্গা ঘাটে যাচ্ছিলেন ৷ দরিয়াবগঞ্জ এলাকার গাধিয়া গ্রামের কাছে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তাঁদের ট্রাক্টর ট্রলিটি । ট্রাক্টর ট্রলিটি পুকুরে পড়ার সঙ্গে সঙ্গে গাডি়তে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । কিছু লোক সাঁতার কেটে পাড়ে উঠে এলাকাবাসীর কাছে সাহায্য চান । এলাকাবসীরাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে এলাকাবাসীদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে ।

আরও পড়ুন:

  1. বিহারে ট্রাক ও অটোর সংঘর্ষ প্রাণ কাড়ল 9 জনের
  2. ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কারখানার কর্মীর, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
  3. নেলোরে পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু, জম্মুতে গাড়ি খাদে পড়ে নাবালক-সহ নিহত 3

কাসগঞ্জ(উত্তরপ্রদেশ), 24 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় পুকুরে উলটে গেল ট্রাক্টর ট্রলি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে সাত শিশু ও আট মহিলা-সহ মোট 24 জনের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালি কোতোয়ালি এলাকার দড়িয়াবগঞ্জ পাটিয়ালি সড়কের মাঝখানে থাকা গধাইয়া গ্রামের কাছে ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চার শিশু ৷ তাদেরকে হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে তাদের চিকিৎসা চলছে । চারজনের অবস্থাই আশংকাজনক ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "কাসগঞ্জ জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক । মৃতের পরিবারের সঙ্গে আমার সমবেদনা রয়েছে । আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে । মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রভু শ্রী রামের কাছে প্রার্থনা করছি ।"

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মৃতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার দাবি করেছেন ৷ তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে সোশাল মিডিয়ায় লিখেছেন,"খুবই দুঃখজনক যে কাসগঞ্জে গঙ্গা স্নান করতে যাওযার সময় যাত্রী বোঝাই একটি ট্রাক্টর ট্রলি পুকুরে উলটে বহু সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে । দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালিয়ে আহতের জীবন বাঁচান । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । সরকারের উচিত নিহতের পরিবার ও আহতদেরকে উপযুক্ত আর্থিক সাহায্য দেওয়া ।"

জানা গিয়েছে, ইটা জেলার জয়থরা থানা এলাকার ছোট কাস গ্রামের বাসিন্দারা মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করতে কাসগঞ্জের পাটিয়ালি তহসিল এলাকার কাদরগঞ্জ গঙ্গা ঘাটে যাচ্ছিলেন ৷ দরিয়াবগঞ্জ এলাকার গাধিয়া গ্রামের কাছে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তাঁদের ট্রাক্টর ট্রলিটি । ট্রাক্টর ট্রলিটি পুকুরে পড়ার সঙ্গে সঙ্গে গাডি়তে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । কিছু লোক সাঁতার কেটে পাড়ে উঠে এলাকাবাসীর কাছে সাহায্য চান । এলাকাবসীরাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে এলাকাবাসীদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে ।

আরও পড়ুন:

  1. বিহারে ট্রাক ও অটোর সংঘর্ষ প্রাণ কাড়ল 9 জনের
  2. ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কারখানার কর্মীর, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
  3. নেলোরে পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু, জম্মুতে গাড়ি খাদে পড়ে নাবালক-সহ নিহত 3
Last Updated : Feb 24, 2024, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.