ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের কেদারনাথে ভূমিধসে মৃত 3 পুণ্যার্থী, আহত 8 - Kedarnath Landslide - KEDARNATH LANDSLIDE

Uttarakhand Landslide: কেদারনাথ ট্রেকিং রুটে ধসের কবলে প্রাণ হারালেন তিন পুণ্যার্থী ৷ আহত হয়েছেন আরও 8 জন ৷ ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷

KEDARNATH LANDSLIDE
কেদারনাথে ভূমিধসে মৃত 3 পুণ্যার্থী (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 21, 2024, 2:01 PM IST

রুদ্রপ্রয়াগ, 21 জুলাই: ভূমিধসে মৃত্যু হল পুণ্যার্থীদের ৷ রবিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধামে ধস নামে ৷ তাতে প্রাণ হারিয়েছেন 3 দর্শনার্থী ৷ আহত হয়েছেন 8 জন ৷ আরও কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা ৷ রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, সকাল 7.30 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে গৌরীকুণ্ড-কেদারনাথ ট্রেকিং রুটে চিরবাসার কাছে ৷ ধস নামার ফলে পাহাড় থেকে ভারী পাথর নেমে আসতে থাকে ৷ তার জেরেই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা ৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ অন্য বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দলগুলি ঘটনাস্থলে পৌঁছয় এবং তল্লাশি অভিযান শুরু করে ৷ এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাতে (31), মহারাষ্ট্রেরই জালনার জেলার বাসিন্দা সুনীল মহাদেব কালে (24) এবং রুদ্রপ্রয়াগের অনুরাগ বিস্ত ৷

এসডিআরএফ সূত্রে খবর, ধ্বংসাবশেষ থেকে মৃত পুণ্যার্থীদের দেহ উদ্ধার করা হয়েছে ৷ আহত 8 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখনও তল্লাশি অভিযান চলছে ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "কেদারনাথ যাত্রার পথে পাহাড় থেকে ভারী পাথর নীচে নেমে আসে ৷ তাতে কয়েকজন পুণ্যার্থীর আহত হওয়ার খবর পেয়েছি ৷ এটা খুবই দুঃখজনক ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে ৷ আমি সবসময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আহত দর্শনার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল ৷"

রুদ্রপ্রয়াগ, 21 জুলাই: ভূমিধসে মৃত্যু হল পুণ্যার্থীদের ৷ রবিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধামে ধস নামে ৷ তাতে প্রাণ হারিয়েছেন 3 দর্শনার্থী ৷ আহত হয়েছেন 8 জন ৷ আরও কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা ৷ রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, সকাল 7.30 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে গৌরীকুণ্ড-কেদারনাথ ট্রেকিং রুটে চিরবাসার কাছে ৷ ধস নামার ফলে পাহাড় থেকে ভারী পাথর নেমে আসতে থাকে ৷ তার জেরেই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা ৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ অন্য বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দলগুলি ঘটনাস্থলে পৌঁছয় এবং তল্লাশি অভিযান শুরু করে ৷ এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাতে (31), মহারাষ্ট্রেরই জালনার জেলার বাসিন্দা সুনীল মহাদেব কালে (24) এবং রুদ্রপ্রয়াগের অনুরাগ বিস্ত ৷

এসডিআরএফ সূত্রে খবর, ধ্বংসাবশেষ থেকে মৃত পুণ্যার্থীদের দেহ উদ্ধার করা হয়েছে ৷ আহত 8 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখনও তল্লাশি অভিযান চলছে ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "কেদারনাথ যাত্রার পথে পাহাড় থেকে ভারী পাথর নীচে নেমে আসে ৷ তাতে কয়েকজন পুণ্যার্থীর আহত হওয়ার খবর পেয়েছি ৷ এটা খুবই দুঃখজনক ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে ৷ আমি সবসময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আহত দর্শনার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.