রুদ্রপ্রয়াগ, 21 জুলাই: ভূমিধসে মৃত্যু হল পুণ্যার্থীদের ৷ রবিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধামে ধস নামে ৷ তাতে প্রাণ হারিয়েছেন 3 দর্শনার্থী ৷ আহত হয়েছেন 8 জন ৷ আরও কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা ৷ রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, সকাল 7.30 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে গৌরীকুণ্ড-কেদারনাথ ট্রেকিং রুটে চিরবাসার কাছে ৷ ধস নামার ফলে পাহাড় থেকে ভারী পাথর নেমে আসতে থাকে ৷ তার জেরেই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা ৷
केदारनाथ यात्रा मार्ग के पास पहाड़ी से मलबा व भारी पत्थर गिरने से कुछ यात्रियों के हताहत होने का समाचार अत्यंत दुःखद है। घटनास्थल पर राहत एवं बचाव कार्य जारी है, इस सम्बन्ध में निरंतर अधिकारियों के संपर्क में हूं। हादसे में घायल हुए लोगों को त्वरित रूप से बेहतर उपचार उपलब्ध…
— Pushkar Singh Dhami (@pushkardhami) July 21, 2024
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ অন্য বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দলগুলি ঘটনাস্থলে পৌঁছয় এবং তল্লাশি অভিযান শুরু করে ৷ এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাতে (31), মহারাষ্ট্রেরই জালনার জেলার বাসিন্দা সুনীল মহাদেব কালে (24) এবং রুদ্রপ্রয়াগের অনুরাগ বিস্ত ৷
এসডিআরএফ সূত্রে খবর, ধ্বংসাবশেষ থেকে মৃত পুণ্যার্থীদের দেহ উদ্ধার করা হয়েছে ৷ আহত 8 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখনও তল্লাশি অভিযান চলছে ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "কেদারনাথ যাত্রার পথে পাহাড় থেকে ভারী পাথর নীচে নেমে আসে ৷ তাতে কয়েকজন পুণ্যার্থীর আহত হওয়ার খবর পেয়েছি ৷ এটা খুবই দুঃখজনক ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে ৷ আমি সবসময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আহত দর্শনার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল ৷"