ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে সিপ নদীতে নৌকাডুবি, মৃত পাঁচ নাবালক-সহ 7 - Boat Capsize in MP - BOAT CAPSIZE IN MP

Boat Capsize: নদীতে নৌকা ডুবে মৃত্যু হল 7 জনের ৷ তাদের মধ্যে 5 জনই নাবালক ৷ নাবালকদের সকলেরই বয়স 4 বছর থেকে 15 বছরের মধ্যে ৷ দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিপ নদীতে ৷

MP boat capsize
মধ্যপ্রদেশে নৌকাডুবি (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jun 1, 2024, 10:19 PM IST

শিওপুর, 1 জুন: নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল 7 জনের ৷ মৃতদের মধ্যে 5 জন নাবালক ৷ শনিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিওপুর জেলার সিপ নদীতে ৷ পুলিশের শীর্ষ আধিকারিক এসপি অভিষেক আনন্দ জানিয়েছেন, বিকেল 4টে 30 মিনিট নাগাদ মানপুরে এই ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার পর 4 জনকে উদ্ধার করা হয়েছে ৷ জেলা সদর থেকে অকুস্থলের দূরত্ব 40 কিলোমিটার ৷

দুর্ঘটনা প্রসঙ্গে এসপি বলেন, "7 জন নিহতের মধ্যে 5 জন নাবালক ৷ তাদের বয়স 4 থেকে 15 বছরের মধ্যে ৷ এছাড়া একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, যাঁর বয়স 35 বছর ৷ পাশাপাশি একজন 30 বছর বয়সি মহিলারও মৃত্যু হয়েছে ৷ তাঁরা সকলেই স্থানীয় বাসিন্দা এবং মালি গোষ্ঠীভুক্ত ৷ এঁরা সবাই কাছাকাছি একটি গ্রামে অপর কোনও মৃত ব্যক্তির বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৷ "

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছে, জলের ঘূর্ণির তোরে হয়তো নৌকাটিকে ডুবে গিয়েছে ৷ যাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁরা জানিয়েছেন ওই নৌকায় 11 জন ছিলেন ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে ৷

ইতিমধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি এবং উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যের মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমরকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশও দিয়েছেন ৷

শিওপুর, 1 জুন: নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল 7 জনের ৷ মৃতদের মধ্যে 5 জন নাবালক ৷ শনিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিওপুর জেলার সিপ নদীতে ৷ পুলিশের শীর্ষ আধিকারিক এসপি অভিষেক আনন্দ জানিয়েছেন, বিকেল 4টে 30 মিনিট নাগাদ মানপুরে এই ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার পর 4 জনকে উদ্ধার করা হয়েছে ৷ জেলা সদর থেকে অকুস্থলের দূরত্ব 40 কিলোমিটার ৷

দুর্ঘটনা প্রসঙ্গে এসপি বলেন, "7 জন নিহতের মধ্যে 5 জন নাবালক ৷ তাদের বয়স 4 থেকে 15 বছরের মধ্যে ৷ এছাড়া একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, যাঁর বয়স 35 বছর ৷ পাশাপাশি একজন 30 বছর বয়সি মহিলারও মৃত্যু হয়েছে ৷ তাঁরা সকলেই স্থানীয় বাসিন্দা এবং মালি গোষ্ঠীভুক্ত ৷ এঁরা সবাই কাছাকাছি একটি গ্রামে অপর কোনও মৃত ব্যক্তির বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৷ "

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছে, জলের ঘূর্ণির তোরে হয়তো নৌকাটিকে ডুবে গিয়েছে ৷ যাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁরা জানিয়েছেন ওই নৌকায় 11 জন ছিলেন ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে ৷

ইতিমধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি এবং উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যের মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমরকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশও দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.