ETV Bharat / bharat

অন্ধ্রে পথদুর্ঘটনায় মৃত 12, আশংকাজনক 5

Road accidents in AP: অন্ধ্রপ্রদেশে পথদুর্ঘটনায় মৃত্যু হল 12 জনের ৷ আশংকাজনক অবস্থা 5 জনের ৷ তাঁরা হাসপাতালে ভর্তি আছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 5:56 PM IST

অন্ধ্রপ্রদেশ, 26 ফেব্রুয়ারি: 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মোট 12 জনের মৃত্যু হয়েছে । আন্নামায়া জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । কাকিনাড়া জেলায় পাংচার হওয়া লরি সারানোর সময় মেরামতকারীদের একটি এপিএস আরটিসি বাস চাপা দিলে চারজন প্রাণ হারান । অন্য একটি ঘটনায়, কর্ণাটক সীমান্তে একটি সড়ক দুর্ঘটনায় কুরনুল জেলার তিন শ্রমিক নিহত হয়েছেন ।

রবিবার রাতে আন্নামাইয়া জেলার মদনাপল্লেতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ গাড়িটি সেকেন্ডের মধ্যে দুটি দুর্ঘটনা ঘটায়, যার ফলে দুই কৃষক এবং তিন যুবকের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন । মদনাপল্লেতে গ্রামীণ মণ্ডল দেবতানগরের বাসিন্দা বিক্রম এখন আমেরিকাতেই থাকেন । তিনি এবং তাঁর আরও পাঁচ বন্ধু কর্ণাটক রাজ্যের চিন্তামণিতে ছুটি কাটাতে গিয়েছিলেন । শীঘ্রই তাঁর আমেরিকা ফিরে যাওয়ার কথা ছিল ৷

গাড়িতে ফেরার পথে যখন তিনি মদনাপল্লে শহর থেকে 9 কিলোমিটার দূরে কর্ণাটক সীমান্তের বারলাপাল্লে পৌঁছন, তখন অন্য একটি গাড়িকে এড়াতে গিয়ে রাস্তার পাশে পথচলতি দুই কৃষককে ধাক্কা মারে তাঁর গাড়ি । ঘটনাস্থলেই কৃষক চন্দ্র (50) ও সুব্রহ্মণ্যম আচারি (62)-র মৃত্যু হয় ৷ ঘাবড়ে গিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি নিয়ে একটি লরিতে ধাক্কা মারেন তিনি । গতির কারণে গাড়ির উপরের অংশ লরির উপরে উঠে যায় । আহতদের মদনপল্লে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । দুর্ঘটনায় কৃষকদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বড়লাপল্লে গ্রামবাসীরা। অন্ধ্রে ভালো মানের মদ না থাকার কারণে, সেই রাজ্য থেকে আসক্তরা তাঁদের রাজ্যে এসে মাতাল হয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

এ দিকে, সোমবার সকালে কাকিনাড়া জেলার প্রতিপদুর কাছে জাতীয় সড়কে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে । টায়ার পাংচার সারানোর সময় একটি আরটিসি বাস এসে ধাক্কা মারলে চারজন প্রাণ হারান ৷ পুলিশ ও স্থানীয়দের মতে, ওড়িশা রাজ্য থেকে বিশাখাপত্তনমগামী লরিটির পিছনের টায়ারটি ফেটে গিয়েছিল ৷ চালক পদালেম্মা মন্দিরের রাস্তার পাশে লরি থামিয়ে দেন । টায়ার পাংচার সারানোর সময়, এপিএসআরটিসি সুপার লাক্সারি বাসটি পাংচার মেরামতকারীদের ধাক্কা মারে । এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন ।

আরও পড়ুন:

  1. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  2. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9
  3. দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা, মৃত ডাম্পারের চালক ও খালাসি

অন্ধ্রপ্রদেশ, 26 ফেব্রুয়ারি: 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মোট 12 জনের মৃত্যু হয়েছে । আন্নামায়া জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । কাকিনাড়া জেলায় পাংচার হওয়া লরি সারানোর সময় মেরামতকারীদের একটি এপিএস আরটিসি বাস চাপা দিলে চারজন প্রাণ হারান । অন্য একটি ঘটনায়, কর্ণাটক সীমান্তে একটি সড়ক দুর্ঘটনায় কুরনুল জেলার তিন শ্রমিক নিহত হয়েছেন ।

রবিবার রাতে আন্নামাইয়া জেলার মদনাপল্লেতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ গাড়িটি সেকেন্ডের মধ্যে দুটি দুর্ঘটনা ঘটায়, যার ফলে দুই কৃষক এবং তিন যুবকের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন । মদনাপল্লেতে গ্রামীণ মণ্ডল দেবতানগরের বাসিন্দা বিক্রম এখন আমেরিকাতেই থাকেন । তিনি এবং তাঁর আরও পাঁচ বন্ধু কর্ণাটক রাজ্যের চিন্তামণিতে ছুটি কাটাতে গিয়েছিলেন । শীঘ্রই তাঁর আমেরিকা ফিরে যাওয়ার কথা ছিল ৷

গাড়িতে ফেরার পথে যখন তিনি মদনাপল্লে শহর থেকে 9 কিলোমিটার দূরে কর্ণাটক সীমান্তের বারলাপাল্লে পৌঁছন, তখন অন্য একটি গাড়িকে এড়াতে গিয়ে রাস্তার পাশে পথচলতি দুই কৃষককে ধাক্কা মারে তাঁর গাড়ি । ঘটনাস্থলেই কৃষক চন্দ্র (50) ও সুব্রহ্মণ্যম আচারি (62)-র মৃত্যু হয় ৷ ঘাবড়ে গিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি নিয়ে একটি লরিতে ধাক্কা মারেন তিনি । গতির কারণে গাড়ির উপরের অংশ লরির উপরে উঠে যায় । আহতদের মদনপল্লে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । দুর্ঘটনায় কৃষকদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বড়লাপল্লে গ্রামবাসীরা। অন্ধ্রে ভালো মানের মদ না থাকার কারণে, সেই রাজ্য থেকে আসক্তরা তাঁদের রাজ্যে এসে মাতাল হয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

এ দিকে, সোমবার সকালে কাকিনাড়া জেলার প্রতিপদুর কাছে জাতীয় সড়কে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে । টায়ার পাংচার সারানোর সময় একটি আরটিসি বাস এসে ধাক্কা মারলে চারজন প্রাণ হারান ৷ পুলিশ ও স্থানীয়দের মতে, ওড়িশা রাজ্য থেকে বিশাখাপত্তনমগামী লরিটির পিছনের টায়ারটি ফেটে গিয়েছিল ৷ চালক পদালেম্মা মন্দিরের রাস্তার পাশে লরি থামিয়ে দেন । টায়ার পাংচার সারানোর সময়, এপিএসআরটিসি সুপার লাক্সারি বাসটি পাংচার মেরামতকারীদের ধাক্কা মারে । এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন ।

আরও পড়ুন:

  1. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  2. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9
  3. দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা, মৃত ডাম্পারের চালক ও খালাসি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.