শাদনগর (তেলেঙ্গানা), 29 জুন: রাঙ্গারেড্ডি জেলার শাদনগরে ভয়াবহ ঘটনা ৷ সাউথ গ্লাস প্রাইভেট লিমিটেডের একটি কারখানায় গ্যাস কম্প্রেসার ফেটে মৃত্যু হল 6 জন শ্রমিকের ৷ গুরুতর আহত অবস্থায় 15 জনকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প এলাকায় ৷ মৃতদের নাম চিত্তরঞ্জন (25), রামপ্রকাশ (45), রাও কান্ত (25) এবং রোশন (36) ৷ বাকি দু'জনের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
জানা গিয়েছে, কম্প্রেসার ফেটে এই দুর্ঘটনাটি ঘটায় শ্রমিকদের মৃতদেহ কার্যত ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ফলে তাঁদের শনাক্তকরণে বেশ বেগ পেতে হয়েছে ৷ মৃতরা বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে । বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন । ঘটনাস্থলে পৌঁছান শামশাবাদের ডিসিপি রাজেশও ৷ কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, চিকিৎসার জন্য গুরুতর আহতদের ওসমানিয়া এবং গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ এদিকে, মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতারা । অন্যদিকে, শাদনগরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি । ঘটনাস্থলে রাজস্ব বিভাগ, পুলিশ, দমকল বিভাগ, চিকিৎসকদের থাকার নির্দেশ দিয়েছেন তিনি ৷ সেইসঙ্গে উদ্ধারকাজে গতি আনারও সাফ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন তিনি ৷
Shocked to learn about the death of 6 workers in the horrific accident at south glass pvt limited at Shadnagar
— KTR (@KTRBRS) June 28, 2024
My heartfelt condolences to the families of the deceased and prayers for the swift recovery of those injured
Appeal to Telangana Government to immediately conduct a…
এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিআরএস নেতারাও ৷ বিআরএস সভাপতি কেসিআর, সিনিয়র নেতা কেটিআর এবং হরিশ রাও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । সেইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা । রাজ্য সরকারের কাছে আবেদন জানান কেটিআর ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তেলেঙ্গানা সরকারের কাছে আমার অনুরোধ শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তার খাতিরে অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ অডিট করা হোক ৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে উন্নত ব্য়বস্থা নেওয়া হোক ৷"