ETV Bharat / bharat

বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন দেহ, কাজ চলাকালীন 6 শ্রমিকের মৃত্যু; আহত অন্তত 15 - Gas Compressor Explosion - GAS COMPRESSOR EXPLOSION

Telangana Glass Factory Blast: ভয়াবহ বিস্ফোরণ তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার শাদনগরে ৷ কাচ তৈরির কারখানায় গ্যাস কম্প্রেসার ফেটে মৃত্যু হল 6 শ্রমিকের ৷ আহত 15 জন ৷

Telangana Glass Factory Blast
ভয়াবহ বিস্ফোরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 7:39 AM IST

Updated : Jun 29, 2024, 8:58 AM IST

শাদনগর (তেলেঙ্গানা), 29 জুন: রাঙ্গারেড্ডি জেলার শাদনগরে ভয়াবহ ঘটনা ৷ সাউথ গ্লাস প্রাইভেট লিমিটেডের একটি কারখানায় গ্যাস কম্প্রেসার ফেটে মৃত্যু হল 6 জন শ্রমিকের ৷ গুরুতর আহত অবস্থায় 15 জনকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প এলাকায় ৷ মৃতদের নাম চিত্তরঞ্জন (25), রামপ্রকাশ (45), রাও কান্ত (25) এবং রোশন (36) ৷ বাকি দু'জনের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

বিস্ফোরণে 6 শ্রমিকের মৃত্যু (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কম্প্রেসার ফেটে এই দুর্ঘটনাটি ঘটায় শ্রমিকদের মৃতদেহ কার্যত ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ফলে তাঁদের শনাক্তকরণে বেশ বেগ পেতে হয়েছে ৷ মৃতরা বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে । বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন । ঘটনাস্থলে পৌঁছান শামশাবাদের ডিসিপি রাজেশও ৷ কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, চিকিৎসার জন্য গুরুতর আহতদের ওসমানিয়া এবং গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ এদিকে, মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতারা । অন্যদিকে, শাদনগরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি । ঘটনাস্থলে রাজস্ব বিভাগ, পুলিশ, দমকল বিভাগ, চিকিৎসকদের থাকার নির্দেশ দিয়েছেন তিনি ৷ সেইসঙ্গে উদ্ধারকাজে গতি আনারও সাফ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন তিনি ৷

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিআরএস নেতারাও ৷ বিআরএস সভাপতি কেসিআর, সিনিয়র নেতা কেটিআর এবং হরিশ রাও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । সেইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা । রাজ্য সরকারের কাছে আবেদন জানান কেটিআর ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তেলেঙ্গানা সরকারের কাছে আমার অনুরোধ শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তার খাতিরে অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ অডিট করা হোক ৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে উন্নত ব্য়বস্থা নেওয়া হোক ৷"

শাদনগর (তেলেঙ্গানা), 29 জুন: রাঙ্গারেড্ডি জেলার শাদনগরে ভয়াবহ ঘটনা ৷ সাউথ গ্লাস প্রাইভেট লিমিটেডের একটি কারখানায় গ্যাস কম্প্রেসার ফেটে মৃত্যু হল 6 জন শ্রমিকের ৷ গুরুতর আহত অবস্থায় 15 জনকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প এলাকায় ৷ মৃতদের নাম চিত্তরঞ্জন (25), রামপ্রকাশ (45), রাও কান্ত (25) এবং রোশন (36) ৷ বাকি দু'জনের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

বিস্ফোরণে 6 শ্রমিকের মৃত্যু (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কম্প্রেসার ফেটে এই দুর্ঘটনাটি ঘটায় শ্রমিকদের মৃতদেহ কার্যত ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ফলে তাঁদের শনাক্তকরণে বেশ বেগ পেতে হয়েছে ৷ মৃতরা বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে । বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন । ঘটনাস্থলে পৌঁছান শামশাবাদের ডিসিপি রাজেশও ৷ কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, চিকিৎসার জন্য গুরুতর আহতদের ওসমানিয়া এবং গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ এদিকে, মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতারা । অন্যদিকে, শাদনগরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি । ঘটনাস্থলে রাজস্ব বিভাগ, পুলিশ, দমকল বিভাগ, চিকিৎসকদের থাকার নির্দেশ দিয়েছেন তিনি ৷ সেইসঙ্গে উদ্ধারকাজে গতি আনারও সাফ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন তিনি ৷

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিআরএস নেতারাও ৷ বিআরএস সভাপতি কেসিআর, সিনিয়র নেতা কেটিআর এবং হরিশ রাও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । সেইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা । রাজ্য সরকারের কাছে আবেদন জানান কেটিআর ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তেলেঙ্গানা সরকারের কাছে আমার অনুরোধ শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তার খাতিরে অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ অডিট করা হোক ৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে উন্নত ব্য়বস্থা নেওয়া হোক ৷"

Last Updated : Jun 29, 2024, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.